ETV Bharat / state

Panchayat Elections 2023: কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে কমিশনের বিজ্ঞপ্তি নিয়ে সরব যৌথ সংগ্রামী মঞ্চ - কেন্দ্রীয় বাহিনীর অনুমোদন

নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি জানিয়ে 4 জুলাই যৌথ সংগ্রামী কমিটি পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ নির্বাচন কমিশনের দফতরের সামনে ৷

Etv Bharat
যৌথ সংগ্রামী মঞ্চের সদস্য
author img

By

Published : Jul 1, 2023, 10:54 PM IST

কলকাতা, 1 জুলাই: বিরোধীদের চাপে পড়ে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর অনুমোদন মিললেও, তাদের এক প্রকার ঠুঁটো জগন্নাথ করে রাখা হচ্ছে ৷ নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীকে ব্যাবহার করা যাবে না নির্বাচনের কোনও কাজে ৷ তারমধ্যেই যৌথ সংগ্রামী কমিটির পঞ্চায়েত ভোট কাজ করতে যাওয়া নিয়ে একাধিক কর্মসূচি ঘোষণা করল । বুথে কেন্দ্রীয় বাহিনী না দেওয়া হলে ভোট পরিচালনা করার ক্ষেত্রে ভোট কর্মীরা এগোবে না বলেই স্পষ্ট জানালেন সংগঠনের বক্তারা ।

আগামী 3 জুলাই গণহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, নির্বাচন কমিশন ও রাজ্যপালকে ই-মেইল পাঠিয়ে জানানো হবে বুথে বাহিনী না-দিলে ভোট করাতে যাবেন না । পাশাপাশি 4 জুলাই বেলা 1টা থেকে নির্বাচন কমিশনের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ দেখানো হবে । শনিবার এক সাংবাদিক সম্মলন করে এই ঘোষণা করেন রাজ্য সরকারি কর্মীদের যৌথ সংগ্রামী কমিটি ।

যৌথ সংগ্রামী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাহিনী না-দিলে কোনও ভোট কর্মী যাবেন না ভোট গ্রহণ কেন্দ্রে । ভোট কর্মীদের সুরক্ষা সম্পূর্ণ উপেক্ষা করে চলতে চাইছে কমিশন । ভোট কর্মীদের সাহায্যে যৌথ মঞ্চের তরফে খোলা হবে হেল্প ডেস্ক । নিয়ন্ত্রণ করা হবে শহিদ মিনার ময়দানের মঞ্চ থেকেই । রাজ্যের সব প্রান্ত থেকে ভোট কর্মীরা সেখানে অভিযোগ জানতে পারবেন । সেই অভিযোগ মঞ্চের তরফে রাজ্যপাল, সংবাদমাধ্যম, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় বাহিনীকে জানানো হবে ।

আরও পড়ুন: ঠুঁটো-জগন্নাথ ! নির্বাচন পরিচালনার কাজে বুথে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার না-করার বিজ্ঞপ্তি জারি কমিশনের

এদিন যৌথ মঞ্চের তরফে আরও উল্লেখ করা হয়েছে, সমস্যা নিয়ে নির্বাচন কমিশন শীঘ্রেই তাদের সঙ্গে আলোচনায় না-বসলে কঠিন পদক্ষেপের দিকে যাবেন তাঁরা । প্রয়োজনে আগামী সোমবার আদালতের দ্বারস্থ হবে যৌথ মঞ্চ। পর্যাপ্ত বাহিনী না থাকলে দফায় ভাগ করে ভোট কারার পক্ষেও সওয়াল করেছেন তারা । নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিও করেন তারা । এদিকে যৌথ মঞ্চের এই হুশিয়ারি বাস্তবায়িত হলে ভোট পরিচালনা করতে রীতি মত বেগ পেতে হতে পরে কমিশনকে, এরকমই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।

কলকাতা, 1 জুলাই: বিরোধীদের চাপে পড়ে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর অনুমোদন মিললেও, তাদের এক প্রকার ঠুঁটো জগন্নাথ করে রাখা হচ্ছে ৷ নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীকে ব্যাবহার করা যাবে না নির্বাচনের কোনও কাজে ৷ তারমধ্যেই যৌথ সংগ্রামী কমিটির পঞ্চায়েত ভোট কাজ করতে যাওয়া নিয়ে একাধিক কর্মসূচি ঘোষণা করল । বুথে কেন্দ্রীয় বাহিনী না দেওয়া হলে ভোট পরিচালনা করার ক্ষেত্রে ভোট কর্মীরা এগোবে না বলেই স্পষ্ট জানালেন সংগঠনের বক্তারা ।

আগামী 3 জুলাই গণহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, নির্বাচন কমিশন ও রাজ্যপালকে ই-মেইল পাঠিয়ে জানানো হবে বুথে বাহিনী না-দিলে ভোট করাতে যাবেন না । পাশাপাশি 4 জুলাই বেলা 1টা থেকে নির্বাচন কমিশনের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ দেখানো হবে । শনিবার এক সাংবাদিক সম্মলন করে এই ঘোষণা করেন রাজ্য সরকারি কর্মীদের যৌথ সংগ্রামী কমিটি ।

যৌথ সংগ্রামী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাহিনী না-দিলে কোনও ভোট কর্মী যাবেন না ভোট গ্রহণ কেন্দ্রে । ভোট কর্মীদের সুরক্ষা সম্পূর্ণ উপেক্ষা করে চলতে চাইছে কমিশন । ভোট কর্মীদের সাহায্যে যৌথ মঞ্চের তরফে খোলা হবে হেল্প ডেস্ক । নিয়ন্ত্রণ করা হবে শহিদ মিনার ময়দানের মঞ্চ থেকেই । রাজ্যের সব প্রান্ত থেকে ভোট কর্মীরা সেখানে অভিযোগ জানতে পারবেন । সেই অভিযোগ মঞ্চের তরফে রাজ্যপাল, সংবাদমাধ্যম, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় বাহিনীকে জানানো হবে ।

আরও পড়ুন: ঠুঁটো-জগন্নাথ ! নির্বাচন পরিচালনার কাজে বুথে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার না-করার বিজ্ঞপ্তি জারি কমিশনের

এদিন যৌথ মঞ্চের তরফে আরও উল্লেখ করা হয়েছে, সমস্যা নিয়ে নির্বাচন কমিশন শীঘ্রেই তাদের সঙ্গে আলোচনায় না-বসলে কঠিন পদক্ষেপের দিকে যাবেন তাঁরা । প্রয়োজনে আগামী সোমবার আদালতের দ্বারস্থ হবে যৌথ মঞ্চ। পর্যাপ্ত বাহিনী না থাকলে দফায় ভাগ করে ভোট কারার পক্ষেও সওয়াল করেছেন তারা । নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিও করেন তারা । এদিকে যৌথ মঞ্চের এই হুশিয়ারি বাস্তবায়িত হলে ভোট পরিচালনা করতে রীতি মত বেগ পেতে হতে পরে কমিশনকে, এরকমই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.