ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় ব্যয় বরাদ্দের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি সরকারি চিকিৎসক-সংগঠনের

author img

By

Published : May 15, 2020, 8:30 AM IST

দেশকে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে COVID-19-এর জেরে আর্থিক প্যাকেজের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । স্বাস্থ্য বাজেট GDP-র 10% করার দাবি জানিয়ে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিল সরকারি চিকিৎসকদের এই সংগঠন ।

doctor
চিকিৎসক

কলকাতা, 15 মে: COVID-19-এর মোকাবিলায় স্বাস্থ্যখাতে কেন্দ্রীয় সরকার ব্যয় বৃদ্ধি করছে না । এর ফলে পরিস্থিতি মারাত্মক হয়ে উঠবে । এমনই অভিযোগ করল রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন । পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বাজেট GDP-র 10% করার দাবি জানিয়ে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিল সরকারি চিকিৎসকদের এই সংগঠন ।

দেশকে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে COVID-19-এর জেরে আর্থিক প্যাকেজের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । রাজ্যের সরকারি চিকিৎসকদের এই সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "COVID-19-এর মোকাবিলায় কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য খাতে ব্যয় বাড়াচ্ছে না । এর ফল হবে মারাত্মক । স্বাস্থ্য বাজেট GDP-র 10% করার দাবি জানিয়ে আমরা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি ।" সরকারি চিকিৎসকদের এই সংগঠনের তরফে জানানো হয়েছে, এই সংগঠন উদ্বেগের সঙ্গে দেখছে গোটা দেশে উপযুক্ত জনস্বাস্থ‍্য সংক্রান্ত পরিকাঠামো না থাকার ফলে COVID-19-এর পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে ।

পাশাপাশি COVID-19 নয়, এইরকম অনেক রোগ ও স্বাস্থ্য সমস্যায় মানুষের মৃত্যু হচ্ছে । সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, "COVID-19 এবং COVID-19 নয়, দুইক্ষেত্রে চিকিৎসা পরিষেবা দিতে হলে একসঙ্গে দ্বিগুণ পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবা থাকা প্রয়োজন । এর জন্য বিপুল অর্থের দরকার । আমরা দেখছি, সরকার স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দ বাড়াচ্ছে না । আমরা দাবি করছি, স্বাস্থ্য খাতে GDP-র কমপক্ষে 10% ব্যয় বরাদ্দ করতে হবে ।"

কলকাতা, 15 মে: COVID-19-এর মোকাবিলায় স্বাস্থ্যখাতে কেন্দ্রীয় সরকার ব্যয় বৃদ্ধি করছে না । এর ফলে পরিস্থিতি মারাত্মক হয়ে উঠবে । এমনই অভিযোগ করল রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন । পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বাজেট GDP-র 10% করার দাবি জানিয়ে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিল সরকারি চিকিৎসকদের এই সংগঠন ।

দেশকে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে COVID-19-এর জেরে আর্থিক প্যাকেজের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । রাজ্যের সরকারি চিকিৎসকদের এই সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "COVID-19-এর মোকাবিলায় কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য খাতে ব্যয় বাড়াচ্ছে না । এর ফল হবে মারাত্মক । স্বাস্থ্য বাজেট GDP-র 10% করার দাবি জানিয়ে আমরা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি ।" সরকারি চিকিৎসকদের এই সংগঠনের তরফে জানানো হয়েছে, এই সংগঠন উদ্বেগের সঙ্গে দেখছে গোটা দেশে উপযুক্ত জনস্বাস্থ‍্য সংক্রান্ত পরিকাঠামো না থাকার ফলে COVID-19-এর পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে ।

পাশাপাশি COVID-19 নয়, এইরকম অনেক রোগ ও স্বাস্থ্য সমস্যায় মানুষের মৃত্যু হচ্ছে । সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, "COVID-19 এবং COVID-19 নয়, দুইক্ষেত্রে চিকিৎসা পরিষেবা দিতে হলে একসঙ্গে দ্বিগুণ পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবা থাকা প্রয়োজন । এর জন্য বিপুল অর্থের দরকার । আমরা দেখছি, সরকার স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দ বাড়াচ্ছে না । আমরা দাবি করছি, স্বাস্থ্য খাতে GDP-র কমপক্ষে 10% ব্যয় বরাদ্দ করতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.