ETV Bharat / state

WB TET Result 2022: ওএমআর শিটের অরিজিনাল কপি একদম সুরক্ষিত, আশ্বস্ত করলেন পর্ষদ সভাপতি

বোর্ড আপনাদের সকলকে আশ্বস্ত করছে, বিভ্রান্ত হবে না ৷ আর কয়েকদিন অপেক্ষা করুন, সমস্ত পদ্ধতি মেনে একেবারে নির্দিষ্ট সময়েই টেট 2022-এর (TET Result 2022) রেজাল্ট প্রকাশ করছি ৷ সাংবাদিক সম্মেলন করে টেট পরীক্ষার্থীদের আশ্বস্ত করলেন পর্ষদ সভাপতি গৌতম পাল ( (Goutam Paul) ৷

Etv Bharat
পর্ষদ সভাপতি গৌতম পাল
author img

By

Published : Jan 30, 2023, 8:47 PM IST

Updated : Jan 30, 2023, 9:13 PM IST

সাংবাদিক সম্মেলনে টেট পরীক্ষার্থীদের আশ্বস্ত করলেন পর্ষদ সভাপতি

কলকাতা, 30 জানুয়ারি: ওএমআর শিটের অরিজিনাল কপি একদম সুরক্ষিত ৷ আপনাদের কোনও চিন্তা নেই ৷ বোর্ড আপনাদের সকলকে আশ্বস্ত করছে, বিভ্রান্ত হবে না ৷ আর কয়েকদিন অপেক্ষা করুন, সমস্ত পদ্ধতি মেনে একেবারে নির্দিষ্ট সময়েই টেট 2022-এর (TET 2022) রেজাল্ট প্রকাশ করছি ৷ নিয়োগ-দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের গ্রেফতারি এরপর ইডি-র দাবির পরিপ্রেক্ষিতে এই ভাষাতেই টেট পরীক্ষার্থীদের আশ্বস্ত করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Goutam Paul says Original OMR sheet are completely secure) ৷

পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, আদালত জানতে চাইলে আমরা নিশ্চয়ই জানাবো ৷ কিন্তু আমার দায়িত্ব হচ্ছে টেট 2022-এর সমস্ত পরীক্ষার্থীর কাছে পর্ষদের মেসেজ পৌঁছে দেওয়া ৷ আমাদের বার্তা এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে টেট 2022 পরীক্ষার ফল প্রকাশ করবে ৷ নয়া পর্ষদ সভাপতি আরও বলেন, "আপনারা জানবেন 2014 এবং 2017 যাদের জন্য আমরা ইন্টারভিউ করছি, সেটা কিন্তু কোর্ট জানেন ৷ অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে আমরা অন ক্যামেরা ইন্টারভিউ নিচ্ছি ৷ অত্যন্ত আধুনিকভাবে আমরা পরীক্ষার্থীদের পেপার ভেরিফিকেশন করছি ৷

গত 11 ডিসেম্বর রাজ্যে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিকে নিয়োগ পরীক্ষা। সেই নিয়োগ পরীক্ষার অন্তত 30টি উত্তরপত্রের প্রতিলিপি এবং অ্যাডমিট কার্ড ইডি হেফাজতে থাকা তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের ফ্ল্যাটে পাওয়া গিয়েছে বলে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবারই এই ঘটনায় পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ পালটা সাংবাদিক সম্মেলন করে সেই দায়ই ঝেড়ে ফেলার চেষ্টা করলেন পর্ষদ সভাপতি ৷ গৌতম পাল বলেন, "প্রত্যেক পরীক্ষার্থীকে একটি করে উত্তরপত্রের প্রতিলিপি দিয়েছিলাম আমরা। যাতে ফল প্রকাশের পর তারা নিজেদের ফল উত্তরপত্রের সঙ্গে মিলিয়ে নিতে পারেন। সেই প্রতিলিপি যদি কোনও পরীক্ষার্থী কারও হাতে তুলে দিয়ে থাকেন তবে তার জন্য পর্ষদ দায়ী নয়।"

আরও পড়ুন: কুন্তলের ঘনিষ্ঠ অভিনেত্রী কে ? ইডির কাছে নাম চাইলেন বিচারপতি

গৌতম পাল জানান, আমি সমস্ত পরীক্ষার্থীদের জানাচ্ছি যে চিন্তার কোন কারণ নেই ৷ পর্ষদ অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে ৷ কোন পরীক্ষার্থী তার ওএমআর সিট কাকে দেবেন, পর্ষদ তার দায়িত্ব নেবে না ৷ পর্ষদ তার কাজ ঠিকমতো করছে কি না, সেটাই পর্ষদের দায়িত্ব ৷

সাংবাদিক সম্মেলনে টেট পরীক্ষার্থীদের আশ্বস্ত করলেন পর্ষদ সভাপতি

কলকাতা, 30 জানুয়ারি: ওএমআর শিটের অরিজিনাল কপি একদম সুরক্ষিত ৷ আপনাদের কোনও চিন্তা নেই ৷ বোর্ড আপনাদের সকলকে আশ্বস্ত করছে, বিভ্রান্ত হবে না ৷ আর কয়েকদিন অপেক্ষা করুন, সমস্ত পদ্ধতি মেনে একেবারে নির্দিষ্ট সময়েই টেট 2022-এর (TET 2022) রেজাল্ট প্রকাশ করছি ৷ নিয়োগ-দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের গ্রেফতারি এরপর ইডি-র দাবির পরিপ্রেক্ষিতে এই ভাষাতেই টেট পরীক্ষার্থীদের আশ্বস্ত করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Goutam Paul says Original OMR sheet are completely secure) ৷

পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, আদালত জানতে চাইলে আমরা নিশ্চয়ই জানাবো ৷ কিন্তু আমার দায়িত্ব হচ্ছে টেট 2022-এর সমস্ত পরীক্ষার্থীর কাছে পর্ষদের মেসেজ পৌঁছে দেওয়া ৷ আমাদের বার্তা এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে টেট 2022 পরীক্ষার ফল প্রকাশ করবে ৷ নয়া পর্ষদ সভাপতি আরও বলেন, "আপনারা জানবেন 2014 এবং 2017 যাদের জন্য আমরা ইন্টারভিউ করছি, সেটা কিন্তু কোর্ট জানেন ৷ অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে আমরা অন ক্যামেরা ইন্টারভিউ নিচ্ছি ৷ অত্যন্ত আধুনিকভাবে আমরা পরীক্ষার্থীদের পেপার ভেরিফিকেশন করছি ৷

গত 11 ডিসেম্বর রাজ্যে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিকে নিয়োগ পরীক্ষা। সেই নিয়োগ পরীক্ষার অন্তত 30টি উত্তরপত্রের প্রতিলিপি এবং অ্যাডমিট কার্ড ইডি হেফাজতে থাকা তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের ফ্ল্যাটে পাওয়া গিয়েছে বলে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবারই এই ঘটনায় পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ পালটা সাংবাদিক সম্মেলন করে সেই দায়ই ঝেড়ে ফেলার চেষ্টা করলেন পর্ষদ সভাপতি ৷ গৌতম পাল বলেন, "প্রত্যেক পরীক্ষার্থীকে একটি করে উত্তরপত্রের প্রতিলিপি দিয়েছিলাম আমরা। যাতে ফল প্রকাশের পর তারা নিজেদের ফল উত্তরপত্রের সঙ্গে মিলিয়ে নিতে পারেন। সেই প্রতিলিপি যদি কোনও পরীক্ষার্থী কারও হাতে তুলে দিয়ে থাকেন তবে তার জন্য পর্ষদ দায়ী নয়।"

আরও পড়ুন: কুন্তলের ঘনিষ্ঠ অভিনেত্রী কে ? ইডির কাছে নাম চাইলেন বিচারপতি

গৌতম পাল জানান, আমি সমস্ত পরীক্ষার্থীদের জানাচ্ছি যে চিন্তার কোন কারণ নেই ৷ পর্ষদ অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে ৷ কোন পরীক্ষার্থী তার ওএমআর সিট কাকে দেবেন, পর্ষদ তার দায়িত্ব নেবে না ৷ পর্ষদ তার কাজ ঠিকমতো করছে কি না, সেটাই পর্ষদের দায়িত্ব ৷

Last Updated : Jan 30, 2023, 9:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.