ETV Bharat / state

গিরিশ পার্কে পুলিশকে গুলি : বেকসুর খালাস গোপাল তিওয়ারি সহ ১৩

মূল অভিযুক্ত গোপাল তিওয়ারি সহ 13 জনকে বেকসুর খালাস । কলকাতা নগর দায়রা আদালতের বিচারক আজ এই রায় দেন । গোপাল তিওয়ারির স্ত্রী বলেন,"আমারা তো প্রথম দিন থেকেই এটা বলে আসছি । আমার স্বামী নির্দোষ । ওকে জোর করে ফাঁসানো হয়েছিল ।"

নগর দায়রা আদালত
author img

By

Published : Sep 26, 2019, 4:09 PM IST

Updated : Sep 26, 2019, 5:23 PM IST

কলকাতা, ২৬ সেপ্টেম্বর : গিরিশ পার্কে পুলিশকে লক্ষ করে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত গোপাল তিওয়ারি সহ ১৩ জনকে বেকসুর খালাস করল কলকাতা নগর দায়রা আদালত । বিচারক সোমনাথ মুখোপাধ্যায় আজ এই রায় দেন ।

2015-র 18 এপ্রিল কলকাতা পৌরনিগম ভোটের দিন গিরিশ পার্কে গুলি চালানো ও বোমাবাজির অভিযোগ ওঠে ৷ রাজ্যের শাসক দল আশ্রিত গুন্ডারা এ কাজ করেছে বলে অভিযোগ করা হয় ৷ ঘটনায় গুলিতে জখম হন তৎকালীন গিরিশ পার্ক থানার সাব ইনস্পেক্টর জগন্নাথ মণ্ডল ৷ 28 মে মূল অভিযুক্ত হিসেবে গোপাল তিওয়ারি সহ তার কয়েকজন সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ ৷ গোপালের ডেরায় অস্ত্র কারখানারও হদিস পাওয়া যায় ৷ আদালত সূত্রে খবর, এই মামলায় 13 জন অভিযুক্ত গ্রেপ্তার হলেও ছ'জনকে পলাতক বলে দেখানো হয় ৷ এই 13 জনের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় অভিযোগ আনে পুলিশ ।

২০১৭-তে এই মামলার বিচার শুরু হয় । বিচার প্রক্রিয়া চলাকালীন বিচারকের বিরুদ্ধেই নিরপেক্ষতার প্রশ্ন তুলে প্রথমে নগর দায়রা আদালতের মুখ্য বিচারক ও পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সরকার পক্ষ । মামলা ওই এজলাস থেকে সরানোর দাবিও করে পুলিশ । যদিও দুই আদালতই পুলিশের আবেদন খারিজ করে দেয় । এই মামলার দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে চলে আইনি লড়াই । সুপ্রিম কোর্ট গত এপ্রিলে শীর্ষ আদালতকে ছ'মাসের মধ্যে বিচার শেষ করার নির্দেশ দেয় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ রায়ের পর মুখ্য সরকারি কৌশলি তমাল মুখোপাধ্যায় বলেন,"পুরো রায়ের কপি পড়া হয়নি । তবে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবেই বিচারপতি এই রায় দিয়েছেন বলে জানিয়েছেন ।" অন্যদিকে গোপাল তিওয়ারির আইনজীবী বলেন, "আমরা প্রথম থেকেই বলে আসছি এটা একটা সম্পূর্ণ মিথ্যা মামলা । আমরা ন্যায় বিচার পেয়েছি ।"

রায় শোনার পর গোপাল তিওয়ারির স্ত্রী বলেন,"আমারা তো প্রথম দিন থেকেই এটা বলে আসছি । আমার স্বামী নির্দোষ । ওকে জোর করে ফাঁসানো হয়েছিল । পুলিশ দাদাগিরি করেছে ।"

কলকাতা, ২৬ সেপ্টেম্বর : গিরিশ পার্কে পুলিশকে লক্ষ করে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত গোপাল তিওয়ারি সহ ১৩ জনকে বেকসুর খালাস করল কলকাতা নগর দায়রা আদালত । বিচারক সোমনাথ মুখোপাধ্যায় আজ এই রায় দেন ।

2015-র 18 এপ্রিল কলকাতা পৌরনিগম ভোটের দিন গিরিশ পার্কে গুলি চালানো ও বোমাবাজির অভিযোগ ওঠে ৷ রাজ্যের শাসক দল আশ্রিত গুন্ডারা এ কাজ করেছে বলে অভিযোগ করা হয় ৷ ঘটনায় গুলিতে জখম হন তৎকালীন গিরিশ পার্ক থানার সাব ইনস্পেক্টর জগন্নাথ মণ্ডল ৷ 28 মে মূল অভিযুক্ত হিসেবে গোপাল তিওয়ারি সহ তার কয়েকজন সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ ৷ গোপালের ডেরায় অস্ত্র কারখানারও হদিস পাওয়া যায় ৷ আদালত সূত্রে খবর, এই মামলায় 13 জন অভিযুক্ত গ্রেপ্তার হলেও ছ'জনকে পলাতক বলে দেখানো হয় ৷ এই 13 জনের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় অভিযোগ আনে পুলিশ ।

২০১৭-তে এই মামলার বিচার শুরু হয় । বিচার প্রক্রিয়া চলাকালীন বিচারকের বিরুদ্ধেই নিরপেক্ষতার প্রশ্ন তুলে প্রথমে নগর দায়রা আদালতের মুখ্য বিচারক ও পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সরকার পক্ষ । মামলা ওই এজলাস থেকে সরানোর দাবিও করে পুলিশ । যদিও দুই আদালতই পুলিশের আবেদন খারিজ করে দেয় । এই মামলার দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে চলে আইনি লড়াই । সুপ্রিম কোর্ট গত এপ্রিলে শীর্ষ আদালতকে ছ'মাসের মধ্যে বিচার শেষ করার নির্দেশ দেয় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ রায়ের পর মুখ্য সরকারি কৌশলি তমাল মুখোপাধ্যায় বলেন,"পুরো রায়ের কপি পড়া হয়নি । তবে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবেই বিচারপতি এই রায় দিয়েছেন বলে জানিয়েছেন ।" অন্যদিকে গোপাল তিওয়ারির আইনজীবী বলেন, "আমরা প্রথম থেকেই বলে আসছি এটা একটা সম্পূর্ণ মিথ্যা মামলা । আমরা ন্যায় বিচার পেয়েছি ।"

রায় শোনার পর গোপাল তিওয়ারির স্ত্রী বলেন,"আমারা তো প্রথম দিন থেকেই এটা বলে আসছি । আমার স্বামী নির্দোষ । ওকে জোর করে ফাঁসানো হয়েছিল । পুলিশ দাদাগিরি করেছে ।"

Intro:গিরিশ পার্কে পুলিশকে গুলি করার ঘটনায় গোপাল তিউয়ারি সহ ১৩ জনের বেকসুর খালাস Body:মানস নস্কর

গিরিশ পার্কে পুলিশকে লক্ষ করে গুলি চালানোর ঘটনায় গোপাল তিউয়ারি সহ ১৩ জনকে বেকসুর খালাস করলো নগর দায়রা আদালত

কলকাতা ২৬ সেপ্টেম্বর ঃ
গিরিশ পার্কে পুলিশকে লক্ষ করে গুলি চালানোর ঘটনায় মুল অভিযুক্ত গোপাল তিউয়ারি সহ ১৩ জনকে বেকসুর খালাস করলো নগর দায়রা আদালত।বিচারক সোমনাথ মুখোপাধ্যায় এই রায় দিলেন।

২০১৫-এর ১৮ এপ্রিল কলকাতা পুরসভার ভোটের দিন শেষপর্বে গিরিশ পার্কে গুলিচালনা ও বোমাবাজির অভিযোগ ওঠে রাজ্যের শাসকদল আশ্রিত একদল গুন্ডার বিরুদ্ধে। গুলিতে জখম হন তৎকালীন গিরিশ পার্ক থানার সাব ইনস্পেক্টর জগন্নাথ মণ্ডল। বর্তমানে তিনি কসবা থানার অতিরিক্ত ওসির দায়িত্বে রয়েছেন। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে গোপাল তিওয়ারিকে কিছু দিন পর ২৮ মে পুলিশ গ্রেপ্তার করে। ধরা পড়ে গোপালের কয়েক জন সঙ্গীও। গোপালের ডেরায় মিনি অস্ত্র কারখানারও হদিস মেলে দাবি করেছিল পুলিশ। আদালত সূত্রের খবর, এই মামলায় ১৩ জন অভিযুক্ত গ্রেপ্তার হলেও ছ'জনকে পলাতক বলে দেখানো হয়েছে।
গোপাল তিওয়ারি-সহ মোট ১৩ জন অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ এক গুচ্ছ ধারায় অভিযোগ এনেছিল পুলিশ।
২০১৭সালে এই মামলার বিচার শুরু হয়। বিচার প্রক্রিয়া চলাকালীন বহু আইনি টানাপোড়েন চলেছে । খোদ বিচারকের বিরুদ্ধে 'নিরপেক্ষতা'র প্রশ্ন তুলে প্রথমে নগর দায়রা আদালতের মুখ্য বিচারক ও পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সরকারপক্ষ। মামলা ওই এজলাস থেকে সরানোর দাবিও করেছিল পুলিশ। যদিও দুই আদালতই পুলিশের আবেদন খারিজ করে দেয়। এই মামলার দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার দাবি নিয়ে আইনি লড়াই সুপ্রিম কোর্টেও গিয়েছিল । সুপ্রিমকোর্ট গত এপ্রিলে শীর্ষ আদালতকে ছ'মাসের মধ্যে বিচার শেষের নির্দেশ দেয়।

আজ রায়দানের পর মুখ্য সরকারি কৌশলি তমাল মুখার্জি জানালেন,"এখনো রায়ের কপি পড়া হয়নি।উপযুক্ত তথ্য প্রমানের অভাবেই এই রায় দিয়েছেন বিচারপতি বলে জানিয়েছেন। "অন্যদিকে গোপাল তিউয়ারির আইনজীবী জানালেন, " সম্পুর্ন মিথ্যা একটা মামলা ছিল এটা।এটা আমরা প্রথম থেকেই বলে আসছি।আমরা ন্যায় বিচার পেয়েছি। "অন্যদিকে রায় শোনার পর গোপাল তিউয়ারির বউ জানালেন," আমারা তো প্রথম দিন থেকেই এটা বলে আসছি।আমার স্বামী নির্দোষ। ওকে জোর করে ফাসানো হয়েছিল। পুলিশই তো দাদাগিরি করেছে। "Conclusion:
Last Updated : Sep 26, 2019, 5:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.