কলকাতা, ২৬ সেপ্টেম্বর : গিরিশ পার্কে পুলিশকে লক্ষ করে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত গোপাল তিওয়ারি সহ ১৩ জনকে বেকসুর খালাস করল কলকাতা নগর দায়রা আদালত । বিচারক সোমনাথ মুখোপাধ্যায় আজ এই রায় দেন ।
2015-র 18 এপ্রিল কলকাতা পৌরনিগম ভোটের দিন গিরিশ পার্কে গুলি চালানো ও বোমাবাজির অভিযোগ ওঠে ৷ রাজ্যের শাসক দল আশ্রিত গুন্ডারা এ কাজ করেছে বলে অভিযোগ করা হয় ৷ ঘটনায় গুলিতে জখম হন তৎকালীন গিরিশ পার্ক থানার সাব ইনস্পেক্টর জগন্নাথ মণ্ডল ৷ 28 মে মূল অভিযুক্ত হিসেবে গোপাল তিওয়ারি সহ তার কয়েকজন সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ ৷ গোপালের ডেরায় অস্ত্র কারখানারও হদিস পাওয়া যায় ৷ আদালত সূত্রে খবর, এই মামলায় 13 জন অভিযুক্ত গ্রেপ্তার হলেও ছ'জনকে পলাতক বলে দেখানো হয় ৷ এই 13 জনের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় অভিযোগ আনে পুলিশ ।
২০১৭-তে এই মামলার বিচার শুরু হয় । বিচার প্রক্রিয়া চলাকালীন বিচারকের বিরুদ্ধেই নিরপেক্ষতার প্রশ্ন তুলে প্রথমে নগর দায়রা আদালতের মুখ্য বিচারক ও পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সরকার পক্ষ । মামলা ওই এজলাস থেকে সরানোর দাবিও করে পুলিশ । যদিও দুই আদালতই পুলিশের আবেদন খারিজ করে দেয় । এই মামলার দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে চলে আইনি লড়াই । সুপ্রিম কোর্ট গত এপ্রিলে শীর্ষ আদালতকে ছ'মাসের মধ্যে বিচার শেষ করার নির্দেশ দেয় ।
আজ রায়ের পর মুখ্য সরকারি কৌশলি তমাল মুখোপাধ্যায় বলেন,"পুরো রায়ের কপি পড়া হয়নি । তবে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবেই বিচারপতি এই রায় দিয়েছেন বলে জানিয়েছেন ।" অন্যদিকে গোপাল তিওয়ারির আইনজীবী বলেন, "আমরা প্রথম থেকেই বলে আসছি এটা একটা সম্পূর্ণ মিথ্যা মামলা । আমরা ন্যায় বিচার পেয়েছি ।"
রায় শোনার পর গোপাল তিওয়ারির স্ত্রী বলেন,"আমারা তো প্রথম দিন থেকেই এটা বলে আসছি । আমার স্বামী নির্দোষ । ওকে জোর করে ফাঁসানো হয়েছিল । পুলিশ দাদাগিরি করেছে ।"