ETV Bharat / state

Kolkata Metro: পুজোর মুখে সুখবর, বুধবার থেকে আরও বাড়ছে মেট্রোর সংখ্যা - কলকাতা মেট্রোর খবর

পুজোর (Durga Puja) মুখে সুখবর ৷ বুধবার থেকে আরও বাড়ছে মেট্রোর (Kolkata Metro) সংখ্যা ৷ বর্তমানে মোট 246টি মেট্রো চলাচল করে ৷ সেই সংখ্যাটাই এ বার বেড়ে হচ্ছে 256 ৷

Good news before durga puja, additional metro services from 15th september
পুজোর মুখে সুখবর, বুধবার থেকে আরও বাড়ছে মেট্রোর সংখ্যা
author img

By

Published : Sep 13, 2021, 5:09 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর: পুজোর (Durga Puja) মুখে ফের সুখবর শোনাল কলকাতা মেট্রো রেল (Kolkata Metro) ৷ আগামী বুধবার অর্থাৎ 15 সেপ্টেম্বর থেকে আবারও বাড়তে চলেছে মেট্রো রেলের রেকের সংখ্যা । মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে যাতায়াত করবে 32টি মেট্রো ৷ আজ এ কথা জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ ।

আগামী বুধবার থেকে 246টি মেট্রোর বদলে চলবে 256টি মেট্রো । সারাদিনে 128টি আপ ও 128টি ডাউন মিলিয়ে চলবে মোট 256টি মেট্রো । দিনের ব্যস্ত সময়ে দুটি রেকের মধ্যে ব্যবধান থাকবে পাঁচ মিনিটের । এই বর্ধিত পরিষেবা পাওয়া যাবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ।

মোট মেট্রোর সংখ্যার মধ্যে 148টি (74 আপ ও 74 ডাউন) পরিষেবা চলবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যে । দিনের ব্যস্ত সময়ে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে 32টি পরিষেবা (16 আপ ও 16 ডাউন) যাতায়াত করবে । এই মেট্রোগুলির মধ্যে 7টি আপ ও 8টি ডাউন মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাতায়াত করবে ।

আরও পড়ুন: CBI : আইকোর মামলার তদন্তে সিবিআইকে সহযোগিতার আশ্বাস পার্থর

দিনের প্রথম পরিষেবা:

দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7:30 টায়
দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7:30 টায়
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে 7:30 টায়

দিনের শেষ মেট্রো:

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো ছাড়বে রাত 21:18 -তে
দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো ছাড়বে 21:30 -এ
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের শেষ মেট্রো ছাড়বে 21:30 -এ

আরও পড়ুন : TET-High Court : উত্তীর্ণদের চাকরি দিন; পর্ষদের সভাপতিকে বিচারপতি

শনিবার সারাদিনে চলবে মোট 104টি মেট্রো, 52টি আপ ও 52টি ডাউন । শনি ও রবিবার শুধুমাত্র মেইনটেনেন্স স্পেশাল সার্ভিস চলবে বলে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই পরিষেবা গ্রহণ করতে পারবেন । শনিবার সকাল 8টা থেকে রাত 9.30টা পর্যন্ত চলবে মেট্রো ৷ তবে ব্যস্ত সময়ের নিরিখে কখনও 8 মিনিট, কখনও 9 মিনিট ও কখনও 10 মিনিট অন্তর মেট্রো চলবে ৷ আর রবিবার সকাল 10টা থেকে 10.30, বেলা 12.10 থেকে 4.10 এবং রাত 8টা থেকে 9.30টা পর্যন্ত 15 মিনিট অন্তর ও সকাল 10.30টা থেকে 12.10 এবং বিকেল 4.10 থেকে 8টা পর্যন্ত 10 মিনিট অন্তর মেট্রো চলবে ৷

আরও পড়ুন : Derek on Yogi: ‘ঠগী আদিত্যনাথ’ ! বিজ্ঞাপন বিতর্কে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন ডেরেক

ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময় সূচির ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি ।

কলকাতা, 13 সেপ্টেম্বর: পুজোর (Durga Puja) মুখে ফের সুখবর শোনাল কলকাতা মেট্রো রেল (Kolkata Metro) ৷ আগামী বুধবার অর্থাৎ 15 সেপ্টেম্বর থেকে আবারও বাড়তে চলেছে মেট্রো রেলের রেকের সংখ্যা । মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে যাতায়াত করবে 32টি মেট্রো ৷ আজ এ কথা জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ ।

আগামী বুধবার থেকে 246টি মেট্রোর বদলে চলবে 256টি মেট্রো । সারাদিনে 128টি আপ ও 128টি ডাউন মিলিয়ে চলবে মোট 256টি মেট্রো । দিনের ব্যস্ত সময়ে দুটি রেকের মধ্যে ব্যবধান থাকবে পাঁচ মিনিটের । এই বর্ধিত পরিষেবা পাওয়া যাবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ।

মোট মেট্রোর সংখ্যার মধ্যে 148টি (74 আপ ও 74 ডাউন) পরিষেবা চলবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যে । দিনের ব্যস্ত সময়ে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে 32টি পরিষেবা (16 আপ ও 16 ডাউন) যাতায়াত করবে । এই মেট্রোগুলির মধ্যে 7টি আপ ও 8টি ডাউন মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাতায়াত করবে ।

আরও পড়ুন: CBI : আইকোর মামলার তদন্তে সিবিআইকে সহযোগিতার আশ্বাস পার্থর

দিনের প্রথম পরিষেবা:

দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7:30 টায়
দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7:30 টায়
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে 7:30 টায়

দিনের শেষ মেট্রো:

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো ছাড়বে রাত 21:18 -তে
দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো ছাড়বে 21:30 -এ
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের শেষ মেট্রো ছাড়বে 21:30 -এ

আরও পড়ুন : TET-High Court : উত্তীর্ণদের চাকরি দিন; পর্ষদের সভাপতিকে বিচারপতি

শনিবার সারাদিনে চলবে মোট 104টি মেট্রো, 52টি আপ ও 52টি ডাউন । শনি ও রবিবার শুধুমাত্র মেইনটেনেন্স স্পেশাল সার্ভিস চলবে বলে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই পরিষেবা গ্রহণ করতে পারবেন । শনিবার সকাল 8টা থেকে রাত 9.30টা পর্যন্ত চলবে মেট্রো ৷ তবে ব্যস্ত সময়ের নিরিখে কখনও 8 মিনিট, কখনও 9 মিনিট ও কখনও 10 মিনিট অন্তর মেট্রো চলবে ৷ আর রবিবার সকাল 10টা থেকে 10.30, বেলা 12.10 থেকে 4.10 এবং রাত 8টা থেকে 9.30টা পর্যন্ত 15 মিনিট অন্তর ও সকাল 10.30টা থেকে 12.10 এবং বিকেল 4.10 থেকে 8টা পর্যন্ত 10 মিনিট অন্তর মেট্রো চলবে ৷

আরও পড়ুন : Derek on Yogi: ‘ঠগী আদিত্যনাথ’ ! বিজ্ঞাপন বিতর্কে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন ডেরেক

ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময় সূচির ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.