কলকাতা, 12 ডিসেম্বর: সোনা পাচারের আগে পাকড়াও ৷ ফের বড়সড় সাফল্য বিএসএফের ৷ উত্তর 24 পরগনার খোলাপোতায় আইসিপি পেট্রাপোলে ট্রাক থেকে উদ্ধার হয়েছে তিনটি সোনার বিস্কুট ৷ আটক করা হয়েছে ট্রাকের চালক ইউসুফ মণ্ডলকে ৷ সোনার বিস্কুটগুলির মোট ওজন 349.95 গ্রাম এবং ভারতীয় বাজারো যার আনুমানিক মূল্য 21 লক্ষ 69 হাজার 690 টাকা ।
বিএসএফের ভিজিল্যান্ট ট্রুপস পরপর তৃতীয় দিন সাফল্য পেয়েছে । এ দিন বাংলাদেশ থেকে ভারতে ট্রাকের কেবিনে স্পিকারের পেছনে সোনার বিস্কুট লুকিয়ে আনা হচ্ছিল । বিএসএফের মুখপাত্র, আইসিপি পেট্রাপোল, 145 ব্যাটালিয়নের জওয়ান, বিএসএফ সোনা পাচারের গোয়েন্দার থেকে সোনা পাটারের তথ্য পাওয়ার পরে আইসিপি পেট্রাপোলের প্রধান গেটে সন্দেহভাজন খালি ট্রাকটিকে আটক করে । প্রাথমিকভাবে তল্লাশির পরে ট্রাকটিকে গাড়ি পার্কিং এলাকার ভিতরে আনা হয় । ফের সেখানে একটি গাড়ি মেকানিকের সাহায্যে তল্লাশি চালানো হয় । এরপরেই জওয়ানরা ট্রাকের কেবিনের ভেতর থেকে তিনটি সোনার বিস্কুট উদ্ধার করেন । চালকের আসনের বাম পাশে স্পিকারের পিছনে বিস্কুটগুলি টেপ দিয়ে মোড়ানো ছিল । বাজেয়াপ্ত করা হয় বিস্কুটগুলিকে ৷
সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার মুখপাত্র ডিআইজি এ কে আর্য সেনার এই কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন । তিনি বলেন, "কুখ্যাত চোরাকারবারিরা গরিব ও নিরীহ মানুষকে অল্প পরিমাণ অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে । চোরাচালানরা সরাসরি এই অপরাধে জড়িত হয় না, তাই তারা গরিব মানুষকে টার্গেট করে ।"
তিনি সীমান্তে বসবাসকারী লোকদের কাছে আবেদন করেছেন যে তারা যদি সোনা চোরাচালান সম্পর্কিত কোনও তথ্য পান তবে যেন বিএসএফের সীমা সাথী হেল্পলাইন নম্বরে জানান । এছাড়া দক্ষিণবঙ্গ সীমান্ত আরও একটি নম্বর 9903472227 জারি করেছে, যেখানে হোয়াটসঅ্যাপ মেসেজ বা সোনা চোরাচালান সম্পর্কিত ভয়েস মেসেজও পাঠানো যেতে পারে । সুনির্দিষ্ট তথ্য প্রদানকারী ব্যক্তিকে একটি উপযুক্ত পুরস্কারের পরিমাণ দেওয়া হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে বলে তিনি জানান ।
আরও পড়ুন: