ETV Bharat / state

Gold seized : বড়বাজার থেকে 30 লাখ টাকার সোনার বিস্কুট উদ্ধার, গ্রেফতার এক - Gold biscuit seized in Barabazar area

খুব সম্ভবত বাংলাদেশ থেকে উত্তর 24 পরগনার বনগাঁ সীমান্ত দিয়ে এই চোরাই বিস্কুট ঢুকছে রাজ্যে । এর সঙ্গে আর করা যুক্ত আছে এবং এই সোনা কোথায় পাচার করার ছক ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা ৷

সোনার বিস্কুট
সোনার বিস্কুট
author img

By

Published : Aug 31, 2021, 10:37 AM IST

কলকাতা, 31 : বড়বাজার থেকে লাখ লাখ টাকার সোনার বিস্কুট উদ্ধার করল কাস্টমস বিভাগ ৷ খবর পেয়ে আজ সকালে বড়বাজারে যান কাস্টমস বিভাগের অফিসাররা ৷ সেখান থেকে একজনকে গ্রেফতার করে তারা ৷ উদ্ধার হয় প্রায় 30 লাখ টাকার চোরাই সোনার বিস্কুট ।

কাস্টমস বিভাগের সূত্র অনুসারে, খুব সম্ভবত বাংলাদেশ থেকে উত্তর 24 পরগনার বনগাঁ সীমান্ত দিয়ে এই চোরাই বিস্কুট ঢুকছে রাজ্যে । এর সঙ্গে আর করা যুক্ত আছে এবং এই সোনা কোথায় পাচার করার ছক ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা ৷

আরও পড়ুন, Gold Seized : গলানো সোনা জিন্সে লুকিয়ে পাচারের চেষ্টা, কন্নুর বিমানবন্দরে আটক 1

এই বছরে অনেকবার চোরাই সোনা উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গে । কখনও উদ্ধার হয়েছে উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা থেকে, কখনও হয়েছে কলকাতার খিদিরপুর থেকে । এই পাচারের সোনাগুলি কখনও বিএসএফ কখনও আবার কাস্টমস বিভাগের অফিসাররা উদ্ধার করেছে । আর আজ খাস কলকাতার ব্যস্ততম জায়গা বড়বাজার থেকে চোরাই সোনার বিস্কুট উদ্ধার করলেন কাস্টমস বিভাগের অফিসাররা ৷

কলকাতা, 31 : বড়বাজার থেকে লাখ লাখ টাকার সোনার বিস্কুট উদ্ধার করল কাস্টমস বিভাগ ৷ খবর পেয়ে আজ সকালে বড়বাজারে যান কাস্টমস বিভাগের অফিসাররা ৷ সেখান থেকে একজনকে গ্রেফতার করে তারা ৷ উদ্ধার হয় প্রায় 30 লাখ টাকার চোরাই সোনার বিস্কুট ।

কাস্টমস বিভাগের সূত্র অনুসারে, খুব সম্ভবত বাংলাদেশ থেকে উত্তর 24 পরগনার বনগাঁ সীমান্ত দিয়ে এই চোরাই বিস্কুট ঢুকছে রাজ্যে । এর সঙ্গে আর করা যুক্ত আছে এবং এই সোনা কোথায় পাচার করার ছক ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা ৷

আরও পড়ুন, Gold Seized : গলানো সোনা জিন্সে লুকিয়ে পাচারের চেষ্টা, কন্নুর বিমানবন্দরে আটক 1

এই বছরে অনেকবার চোরাই সোনা উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গে । কখনও উদ্ধার হয়েছে উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা থেকে, কখনও হয়েছে কলকাতার খিদিরপুর থেকে । এই পাচারের সোনাগুলি কখনও বিএসএফ কখনও আবার কাস্টমস বিভাগের অফিসাররা উদ্ধার করেছে । আর আজ খাস কলকাতার ব্যস্ততম জায়গা বড়বাজার থেকে চোরাই সোনার বিস্কুট উদ্ধার করলেন কাস্টমস বিভাগের অফিসাররা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.