কলকাতা, 6 নভেম্বর : দু'দিনের সফরে কলকাতায় অমিত শাহ । আজ দ্বিতীয় দিন । ঠাসা কর্মসূচি শেষ করে আজ কলকাতায় সাংবাদিক বৈঠক করলেন অমিত শাহ । বৈঠকের শুরু থেকেই তৃণমূল সরকারকে একের এক বাক্যবাণে বিদ্ধ করেন তিনি ।
বলেন, "মানুষের কোনও আশাই পূরণ করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । মা-মাটি-মানুষের সরকারের স্লোগান এখন বদলে গিয়ে তুষ্টিকরণের স্লোগানে পরিণত হয়েছে । 10 বছর ধরে শুধু তোষণের রাজনীতি হয়েছে ।"
একুশের ভোটের আগে বাংলায় দলের ভিত মজবুত করতে চাইছেন অমিত শাহ । আজ বৈঠকে বলেন, "আপনারা কংগ্রেসকে সুযোগ দিয়েছেন । বামপন্থীদের বারবার সুযোগ দিয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায়কে দু'বার সুযোগ দিয়েছেন । আমাদের একবার সুযোগ দিন । পাঁচ বছরে সোনার বাংলা গড়ে দেব ।"
NCRB-র রিপোর্ট নিয়েও আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেন তিনি । বলেন, "সব রাজ্য সেখানকার অপরাধের রিপোর্ট দিচ্ছে । বাংলা থেকে দেওয়া হচ্ছে না । NCRB রিপোর্ট পাঠানো কেন হচ্ছে না । 2018 সালের পর আর রিপোর্ট পাঠাচ্ছে না রাজ্য । অ্যাসিড আক্রান্তে ঘটনায় বাংলা শীর্ষে । কতজন অভিযুক্তকে সাজা দেওয়া সম্ভব হয়েছে ? "
তিনি আরও বলেন, "কেন্দ্রীয় প্রকল্পের রূপায়ণে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে রাজ্য । আসন্ন নির্বাচনে BJP 200-রও বেশি আসন পাবে রাজ্যে । তৃণমূল শাসনের অবসান ঘটবে । মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে ।"
পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর BJP -তে যোগদানের জল্পনাও জিইয়ে রাখলেন তিনি । বললেন, "শুধুমাত্র দু'জনের নামই না, তালিকা আরও অনেক বড় ।" তবে সরাসরি এই বিষয়ে কোনও উত্তর করেননি তিনি ।
একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় BJP-র মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন তা নিয়েও আজ দলের অবস্থান স্পষ্ট করেন তিনি । বলেন, " BJP বহু নির্বাচন কোনও মুখ ছাড়াই লড়েছে । বাংলায় BJP-র মুখ শীর্ষ নেতৃত্ব ঠিক করবে ।"