ETV Bharat / state

নেতাজিনগরে নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেপ্তার গৃহশিক্ষক - teacher

নেতাজিনগর গান্ধি কলোনিতে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার 1 ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 2, 2019, 9:29 AM IST

Updated : Apr 2, 2019, 9:38 AM IST

কলকাতা, 2 এপ্রিল : নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি নেতাজিনগর গান্ধি কলোনির। অভিযুক্তকে গতরাতে গ্রেপ্তার করে নেতাজিনগর থানার পুলিশ। তার বিরুদ্ধে POCSO(Protection of Children against Sexual Offences Act) আইনে মামলা রুজু হয়েছে। আজ আলিপুর POCSO আদালতে অভিযুক্তকে তোলা হবে।

নাবালিকার পরিবারের তরফে জানানো হয়েছে, প্রতিদিনের মতো গতরাতেও ওই গৃহশিক্ষকের বাড়িতে পড়তে গিয়েছিল নাবালিকা। অভিযোগ, সেখানেই তাকে যৌন নিগ্রহ করা হয়। প্রতিবেশীরা নাকি সেই ঘটনার ভিডিয়ো করে রাখে।

গতরাতেই নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

কলকাতা, 2 এপ্রিল : নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি নেতাজিনগর গান্ধি কলোনির। অভিযুক্তকে গতরাতে গ্রেপ্তার করে নেতাজিনগর থানার পুলিশ। তার বিরুদ্ধে POCSO(Protection of Children against Sexual Offences Act) আইনে মামলা রুজু হয়েছে। আজ আলিপুর POCSO আদালতে অভিযুক্তকে তোলা হবে।

নাবালিকার পরিবারের তরফে জানানো হয়েছে, প্রতিদিনের মতো গতরাতেও ওই গৃহশিক্ষকের বাড়িতে পড়তে গিয়েছিল নাবালিকা। অভিযোগ, সেখানেই তাকে যৌন নিগ্রহ করা হয়। প্রতিবেশীরা নাকি সেই ঘটনার ভিডিয়ো করে রাখে।

গতরাতেই নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

Zagreb (Croatia), Mar 26 (ANI): Memorandum of Understandings (MoUs) were signed between India and Croatia in presence of President Ram Nath Kovind and Croatian President Kolinda Grabar-Kitarovic in Zagreb today. The main MoUs were signed for cooperation in the field of tourism, cultural relations and various other topics. Soon after the signing of MoUs, President Kovind said, "I had very productive discussions today with Croatian President covering all aspects of relationships. We appreciated the close cultural ties that exist between our two countries and reaffirmed our commitment to expand economic relations." President Kovind is on three-nation tour to Croatia, Bolivia and Chile.
Last Updated : Apr 2, 2019, 9:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.