কলকাতা, 2 এপ্রিল : নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি নেতাজিনগর গান্ধি কলোনির। অভিযুক্তকে গতরাতে গ্রেপ্তার করে নেতাজিনগর থানার পুলিশ। তার বিরুদ্ধে POCSO(Protection of Children against Sexual Offences Act) আইনে মামলা রুজু হয়েছে। আজ আলিপুর POCSO আদালতে অভিযুক্তকে তোলা হবে।
নাবালিকার পরিবারের তরফে জানানো হয়েছে, প্রতিদিনের মতো গতরাতেও ওই গৃহশিক্ষকের বাড়িতে পড়তে গিয়েছিল নাবালিকা। অভিযোগ, সেখানেই তাকে যৌন নিগ্রহ করা হয়। প্রতিবেশীরা নাকি সেই ঘটনার ভিডিয়ো করে রাখে।
গতরাতেই নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।