কলকাতা, 26 ডিসেম্বর: উৎসব পালনের মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা ৷ রবিবার বড়দিনে কলকাতার বিভিন্ন জায়গায় ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ ধর্মতলা থেকে পার্ক স্ট্রিট সর্বত্র ছিল যেন জনজোয়ার ৷ এছাড়াও শহরের বিভিন্ন চার্চেও ভিড় ছিল প্রচুর ৷ তবে বছরের শেষের আনন্দ নিরানন্দ হিসেবে ধরা দেয় প্রত্যুষার মণ্ডলের জীবনে ৷ কসবার টেগোর পার্ক এলাকার এক গির্জায় ছবি তুলতে গিয়েছিল সে ৷ কিন্তু সেখানে সেলফি তুলতে গিয়ে মোমবাতির শিখা থেকে জামায় আগুন লেগে অগ্নিদগ্ধ হল এক কিশোরী ৷ বয়স 10 বছর ৷ তার বাড়ি কসবা এলাকাতেই ৷ বর্তমানে মানিকতলা ইএসআই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে (girl injured in a fire incident at a church in Kolkata) ৷
রবিবার বিকেলে ওই দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনার পরেই ওই গির্জায় কর্তব্যরত এক সিভিক পুলিশ ও এক সাব ইনস্পেক্টর ছুটে গিয়ে ওই কিশোরীর গায়ের আগুন নেভান ৷ তাঁকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ৷ পরে সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় মানিকতলা ইএসআই হাসপাতালে (Girl Injured in Fire) ৷ আগুন লেগে প্রত্যুষার শরীরের 10 শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে ৷ দগ্ধ হয়েছে তার দুই হাত ৷ কিশোরীকে উদ্ধার করতে গিয়ে সামান্য আহত হয়েছেন ওই সিভিক পুলিশ ও সাব ইনস্পেক্টর ৷ তবে তাঁদের কোনও হাসপাতালে ভরতি করার প্রয়োজন পড়েনি ৷
আরও পড়ুন: করোনায় আক্রান্ত ব্রিটিশ বিমানযাত্রী, নিয়ে যাওয়া হল বেলেঘাটা আইডিতে
রবিবার বড়দিন উপলক্ষে ওই গির্জায় ভালোই ভিড় হয়েছিল ৷ সকলেই ব্যস্ত ছিলেন প্রার্থনায়, মোমবাতি জ্বালাতে ও ছবি তুলতে ৷ সেখানেই প্রার্থনার পর ছবি তুলছিল ওই কিশোরী, তখনই অসাবধানতার কারণে তার জামায় আগুল লেগে যায় ৷