ETV Bharat / state

CPIM Rally at Ballygunge : অক্সিজেন পেয়ে মানুষকে অভিনন্দন জানাতে বালিগঞ্জে মিছিল বামেদের - বালিগঞ্জে সিপিআইএমের মিছিল

বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসা ৷ তৃণমূলকে পিছনে ফেলে 64 ও 65 নম্বর ওয়ার্ডে জয়লাভ করা ৷ এগুলোই এগিয়ে যাওয়ার মনোবল বাড়াচ্ছে বামেদের ৷ তাই যে মানুষজন লালঝান্ডার প্রতি ভরসা রেখে ভোট দিয়েছেন, তাঁদের জন্য বালিগঞ্জে মিছিল করল বামেরা (CPIM Rally at Ballygunge) ৷

cpim
বালিগঞ্জে সিপিআইএমের মিছিল
author img

By

Published : Apr 17, 2022, 9:43 PM IST

বালিগঞ্জ, 17 এপ্রিল : বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে শাসকদলের জয় হলেও বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিআইএম ৷ এ হেন ফলাফল দেখে সিপিআইএম নেতা ও সমর্থকদের মুখে ফুটেছে চওড়া হাসি । তৃণমূলের ভোট প্রাপ্তি থেকে জেতার ব্যবধানে যখন অনেকটাই কমেছে, তখন একধাক্কায় গত নির্বাচনের তুলনায় 25 শতাংশ অতিরিক্ত ভোট ঝুলিতে পুড়তে সফল লালঝান্ডা । তাঁদের প্রতি মানুষের আস্থা ফিরতেই উজ্জীবিত বামেরা ।

তাই হেরে গিয়েও যাঁরা বামেদের ভোট দিয়েছেন, ভরসা রেখেছেন তাঁদের অভিনন্দন জানাতে রবিবার মিছিল করল বামফ্রন্ট কলকাতা জেলা কমিটি (Getting Second Position CPIM Rally in Ballygunge after Bye Election) । মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, প্রার্থী সায়রা শাহ হালিম-সহ বামফ্রন্ট নেতৃত্ব । রবিবার সন্ধ্যায় মিছিল শুরু হয় বালিগঞ্জ ফাঁড়ি থেকে । মূলত 64 ও 65 নম্বর ওয়ার্ড যেখানে তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছে বামেরা, সেখানে মিছিল ছিল স্লোগানমুখর । বালিগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকা ঘুরে রিপন স্ট্রিটের সামনে শেষ হয় মিছিল ।

বামফ্রন্ট নেতৃত্বের কথায়, লালঝান্ডার প্রতি মানুষের আস্থা ফিরছে । হেরে গেলেও ফলাফল দেখলে বুঝবেন এটা নৈতিক জয় । যে মানুষ বুথে গিয়েছেন তিনি লালঝান্ডাকেই বেছে নিয়েছেন । এই ফলাফল বামেদের ঘুরে দাঁড়ানোর লড়াইকে আরও শক্তিশালী করবে । আরও উদ্দীপনার সঙ্গে মানুষের স্বার্থ রক্ষায় আন্দোলন গড়ে তুলবে দল ৷

আরও পড়ুন : "প্রাক্তন বিজেপি নেতাদের জয়", উপনির্বাচনের ফলাফল নিয়ে কটাক্ষ সেলিমের

বালিগঞ্জ, 17 এপ্রিল : বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে শাসকদলের জয় হলেও বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিআইএম ৷ এ হেন ফলাফল দেখে সিপিআইএম নেতা ও সমর্থকদের মুখে ফুটেছে চওড়া হাসি । তৃণমূলের ভোট প্রাপ্তি থেকে জেতার ব্যবধানে যখন অনেকটাই কমেছে, তখন একধাক্কায় গত নির্বাচনের তুলনায় 25 শতাংশ অতিরিক্ত ভোট ঝুলিতে পুড়তে সফল লালঝান্ডা । তাঁদের প্রতি মানুষের আস্থা ফিরতেই উজ্জীবিত বামেরা ।

তাই হেরে গিয়েও যাঁরা বামেদের ভোট দিয়েছেন, ভরসা রেখেছেন তাঁদের অভিনন্দন জানাতে রবিবার মিছিল করল বামফ্রন্ট কলকাতা জেলা কমিটি (Getting Second Position CPIM Rally in Ballygunge after Bye Election) । মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, প্রার্থী সায়রা শাহ হালিম-সহ বামফ্রন্ট নেতৃত্ব । রবিবার সন্ধ্যায় মিছিল শুরু হয় বালিগঞ্জ ফাঁড়ি থেকে । মূলত 64 ও 65 নম্বর ওয়ার্ড যেখানে তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছে বামেরা, সেখানে মিছিল ছিল স্লোগানমুখর । বালিগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকা ঘুরে রিপন স্ট্রিটের সামনে শেষ হয় মিছিল ।

বামফ্রন্ট নেতৃত্বের কথায়, লালঝান্ডার প্রতি মানুষের আস্থা ফিরছে । হেরে গেলেও ফলাফল দেখলে বুঝবেন এটা নৈতিক জয় । যে মানুষ বুথে গিয়েছেন তিনি লালঝান্ডাকেই বেছে নিয়েছেন । এই ফলাফল বামেদের ঘুরে দাঁড়ানোর লড়াইকে আরও শক্তিশালী করবে । আরও উদ্দীপনার সঙ্গে মানুষের স্বার্থ রক্ষায় আন্দোলন গড়ে তুলবে দল ৷

আরও পড়ুন : "প্রাক্তন বিজেপি নেতাদের জয়", উপনির্বাচনের ফলাফল নিয়ে কটাক্ষ সেলিমের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.