কলকাতা, 10 জানুয়ারি: নতুন করে আবারও কলকাতা পৌরনিগম এলাকায় ভূ-গর্ভস্থ গ্যাস পাইপলাইন পাতার পরিকল্পনা শুরু করা হচ্ছে (Gas Service In Kolkata)। এই বিষয় সোমবার পৌরনিগমমে এক বৈঠক হয়। পৌরনিগম সূত্রে খবর, প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছে 24.65 কিলোমিটার পথে পাতা হবে গ্যাস পাইপলাইন।
পূর্ব এবং দক্ষিণ কলকাতা দিয়ে পাইলট প্রজেক্ট শুরু হবে। কালিকাপুর, যাদবপুর, গড়িয়াহাট, কালীঘাট, নাকতলা, টালিগঞ্জ, তারাতলা, কাটাপট্টি, পাহাড়পুর অঞ্চল চিহ্নিত করা হয়েছে। তার আগে পৌরসভার সঙ্গে একটি মৌ স্বাক্ষর করবে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড। এরপর অবস্থা বুঝে গোটা শহরেই পাতা হবে ভূ-গর্ভস্থ গ্যাস পাইপ লাইন। আগের মতই পাইপ লাইনের মাধ্যমে বাড়িতে গ্যাস যাবে। লাইনে মিটার লাগানো থাকবে। প্রতি মাসে কত গ্যাস খরচ হচ্ছে মিটার হিসেবে দেখে টাকা দিতে হবে উপভোক্তাদের।
আরও পড়ুন: আজ রাত থেকেই বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য
সোমবার বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে কলকাতা পৌরনিগমের একটি বৈঠক হয়। বৈঠকে ছিলেন পৌরকমিশনার বিনোদ কুমার এবং বিশেষ কমিশনার তাপস চৌধুরী সহ ডিজি জল সরবরাহ এবং ডিজি নিকাশি, সিইএসসি-এর আধিকারিকরা। চিহ্নিত রাস্তার তলায় গ্যাস পাইপলাইন পাতা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেডের এক আধিকারিক বলেন, " উত্তরপ্রদেশের জগদীশপুর থেকে দুর্গাপুর পর্যন্ত পাইপলাইন পাতার কাজ সম্পন্ন হয়েছে। দুর্গাপুর থেকে কলকাতায় গ্যাসের লাইন পাতার কাজ চলছে। তার আগে শহরের বাড়ি বাড়ি গ্যাস সরবরাহের জন্য ভূ-গর্ভস্থ পাইপলাইনের নেটওয়ার্ক তৈরি করতে হবে। প্রসঙ্গত, রাজারহাট-নিউটাউনে রাস্তায় কাজ চলছে। এবার কাজ শুরু হবে কলকাতা পৌরনিগম এলাকায়। এর ফলে আগামিদিনে গ্যাসের খরচ অনেকটাই কমবে। একমাসে 1 হাজার টাকা এখন খরচ হলে আগামিদিনে 400-500 টাকা খরচ হবে বলে মনে করা হচ্ছে।