কলকাতা, 18 অক্টোবর: চলতি বছরেই মার্চ মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন বাজা কদমতলা ঘাটের গঙ্গা আরতির। বারাণসীর ঘাটের সন্ধ্যা আরতির আদলে শুরু হয় দক্ষিণ কলকাতার বাজা কদমতলা ঘাটের গঙ্গা আরতি। প্রতিদিন সন্ধ্যায় হাজার মানুষের ভিড় জমে এই বর্ণাঢ্য আরতি দেখার জন্য। সঙ্গে প্রতি শনিবার হয় খিচুড়ি ভোগ। তবে সেই সন্ধ্যা আরতি সাময়িক বন্ধ হতে চলেছে। আগামী সোমবার থেকেই এই আরতি বন্ধ হয়ে যাচ্ছে। কলকাতা কর্পোরেশনের এক নির্দেশিকায় এই কথা জানানো হয়েছে।
সাময়িক এই নির্দেশের কারণ পুজোর বিসর্জন। জানানো হয়েছে দুর্গা ও লক্ষ্মী প্রতিমার নিরঞ্জন উপলক্ষ্যে আগামী 23 তারিখ, সোমবার থেকে 31 অক্টোবর অর্থাৎ, পরবর্তী মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে ঘাট। 9 দিন বন্ধ থাকার পরে আগামী নভেম্বর মাসে ফের আগের মতো চালু হবে সন্ধ্যা আরতি। শুরু থেকেই ঠিক করা হয়েছিল নিয়মিত এই গঙ্গা আরতি হবে সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত। আর ঠান্ডা পড়লে সময়টা খানিকটা এগিয়ে আনা হবে তখন সন্ধ্যা 6 থেকে 7টা পর্যন্ত আরতি হবে।
যত দিন যাচ্ছে ধীরে ধীরে বেড়েছে দর্শক সংখ্যা। এখন এই আরতি এতটাই জনপ্রিয় যে, সন্ধ্যা হওয়ার আগেই দর্শকাসন ভরতি হয়ে যায়। দু'পাশে ভিড় জমে যায়। আরতি স্থলের কাছেই গঙ্গা মায়ের মূর্তি। প্রতি শনিবার দেওয়া হয় ভোগ। সেই ভোগ উপস্থিত দর্শনার্থী ভক্তদের মধ্যে বিলি করা হয়। দিনে দিনে এই আরতি দেখতে বহু ভিআইপি ও তাঁর পরিবার-পরিজনরা আসছেন তাই গ্যালারি করার চিন্তা ভাবনা রয়েছে, বলে জানা গিয়েছে ৷
এই সম্পর্কে কলকাতা কর্পোরেশনের আধিকারিক জানান, বাজা কদমতলা ঘাটে আরতি স্থলেই দুর্গাপুজোর বিসর্জন হয়। টানা কয়েকদিন এই ভাসান চলে। আবার তার পরেই লক্ষ্মী প্রতিমা ভাসান হয়। তাই চলতি মাসের 23-31 এই 9 দিন আরতি বন্ধ রাখা হবে। তারপর থেকে ফের যেমন হচ্ছে চলবে।
আরও পড়ুন: বাজা কদমতলা ঘাটে গঙ্গারতি শেষে এবার বিশেষ ভোগ পাবেন দর্শনার্থীরা