কলকাতা, 30 অক্টোবর : আবারও কলকাতার হোটেলে জুয়ার আসর । গোপন সূত্রে খবর পায় গোয়েন্দা বিভাগ । তবে এবার আর "পোকার" বোর্ড নয় । তিনপাত্তি । সেই জুয়ার আসরে হানা দিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ ।
গতরাতে ইলিয়াড রোডের হীরা হলিডে ইন হোটেলে হানা দেয় পুলিশ । গ্রাউন্ড ফ্লোরের একটি ঘরে চলছিল জমাটি জুয়ার আসর । হাতেনাতে ধরা পড়ে 5 জন । তাদের নাম রজনীশ কুমার মালহোত্রা, শাহিদ পারভেজ, মহম্মদ সাকির, মহম্মদ দিলশাদ এবং মহম্মদ ঔরঙ্গজ়েব । রজনীশ ওই হোটেলের মালিক । উদ্ধার হয়েছে 1,80,600 টাকা । ধৃতদের আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে ।
কয়েকদিন আগে পুলিশ খবর পায়, কলকাতার বেশ কয়েকটি রেস্তরাঁয় চলছে জুয়ার আসর । জানা যায়, পোকার বোর্ড বসিয়ে চলছে জুয়া । মোট তিনটি রেস্তরাঁয় হানা দিয়ে দুটিতে সাফল্য পায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি রাউডি সেকশনের অফিসাররা । হাতেনাতে পাকড়াও করা হয় আরসানাল কর্তা আখতার পারভেজ সহ 14 জনকে ।