ETV Bharat / state

কলকাতার হোটেলে জুয়ার আসর, গ্রেপ্তার 5 - 5 arrested in gambling in kolkata

কলকাতার ইলিয়াড রোডের হীরা হলিডে ইন হোটেলে জুয়ার আসর ৷ হানা দিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ ।

ছবি
author img

By

Published : Oct 30, 2019, 1:57 PM IST

কলকাতা, 30 অক্টোবর : আবারও কলকাতার হোটেলে জুয়ার আসর । গোপন সূত্রে খবর পায় গোয়েন্দা বিভাগ । তবে এবার আর "পোকার" বোর্ড নয় । তিনপাত্তি । সেই জুয়ার আসরে হানা দিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ ।

গতরাতে ইলিয়াড রোডের হীরা হলিডে ইন হোটেলে হানা দেয় পুলিশ । গ্রাউন্ড ফ্লোরের একটি ঘরে চলছিল জমাটি জুয়ার আসর । হাতেনাতে ধরা পড়ে 5 জন । তাদের নাম রজনীশ কুমার মালহোত্রা, শাহিদ পারভেজ, মহম্মদ সাকির, মহম্মদ দিলশাদ এবং মহম্মদ ঔরঙ্গজ়েব । রজনীশ ওই হোটেলের মালিক । উদ্ধার হয়েছে 1,80,600 টাকা । ধৃতদের আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে ।

image
উদ্ধার হওয়া টাকা ও মোবাইল

কয়েকদিন আগে পুলিশ খবর পায়, কলকাতার বেশ কয়েকটি রেস্তরাঁয় চলছে জুয়ার আসর । জানা যায়, পোকার বোর্ড বসিয়ে চলছে জুয়া । মোট তিনটি রেস্তরাঁয় হানা দিয়ে দুটিতে সাফল্য পায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি রাউডি সেকশনের অফিসাররা । হাতেনাতে পাকড়াও করা হয় আরসানাল কর্তা আখতার পারভেজ সহ 14 জনকে ।

কলকাতা, 30 অক্টোবর : আবারও কলকাতার হোটেলে জুয়ার আসর । গোপন সূত্রে খবর পায় গোয়েন্দা বিভাগ । তবে এবার আর "পোকার" বোর্ড নয় । তিনপাত্তি । সেই জুয়ার আসরে হানা দিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ ।

গতরাতে ইলিয়াড রোডের হীরা হলিডে ইন হোটেলে হানা দেয় পুলিশ । গ্রাউন্ড ফ্লোরের একটি ঘরে চলছিল জমাটি জুয়ার আসর । হাতেনাতে ধরা পড়ে 5 জন । তাদের নাম রজনীশ কুমার মালহোত্রা, শাহিদ পারভেজ, মহম্মদ সাকির, মহম্মদ দিলশাদ এবং মহম্মদ ঔরঙ্গজ়েব । রজনীশ ওই হোটেলের মালিক । উদ্ধার হয়েছে 1,80,600 টাকা । ধৃতদের আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে ।

image
উদ্ধার হওয়া টাকা ও মোবাইল

কয়েকদিন আগে পুলিশ খবর পায়, কলকাতার বেশ কয়েকটি রেস্তরাঁয় চলছে জুয়ার আসর । জানা যায়, পোকার বোর্ড বসিয়ে চলছে জুয়া । মোট তিনটি রেস্তরাঁয় হানা দিয়ে দুটিতে সাফল্য পায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি রাউডি সেকশনের অফিসাররা । হাতেনাতে পাকড়াও করা হয় আরসানাল কর্তা আখতার পারভেজ সহ 14 জনকে ।

Intro:কলকাতা, 29 অক্টোবর: আবারও কলকাতার হোটেলের জুয়ার আসর। সোর্স মারফত খবর পেয়েছিল গোয়েন্দা বিভাগ। তবে এবার আর “পোকার" বোর্ড নয়। তিনপাত্তি। সেই জুয়ার আসরে হানা দিয়ে পুলিশ গ্রেপ্তার করল পাঁচজনকে।
Body:লালবাজারের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, গতরাতে ইলিয়াড রোডের হীরা হলিডে ইন হোটেলে হানা দেয় পুলিশের বিশেষ দল। হোটেলের গ্রাউন্ড ফ্লোরে একটি ঘরে চলছিল জমাটি জুয়ার আসর। হাতেনাতে ধরা পড়ে 5 জন। তাদের নাম রাজনিশ কুমার মালহোত্রা, শহিদ পারভেজ, মহম্মদ সাকির, মহম্মদ দিলসাদ এবং মহম্মদ ঔরঙ্গজেব। রাজনিশ ওই হোটেলের মালিক। তাদের কাছে উদ্ধার হয়েছে 1,80,600। ধৃতদের আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।
Conclusion:কিছুদিন আগে পুলিশ খবর পায়, কলকাতার বেশ কয়েকটি বেশ রেস্তোরাঁয় চলছে জুয়ার আসর। জানা যায়, পোকার বোর্ড বসিয়ে চলছে জুয়া। মোট তিনটি রেস্তোরাঁয় হানা দিয়ে দুটিতে সাফল্য পায় পুলিশ। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি রাউডি সেকশনের অফিসাররা। একেবারে হাতেনাতে পাকড়াও করা হয় আরসানাল কর্তা আখতার পারভেজ সহ আরো কয়েকজনকে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.