কলকাতা, 11 এপ্রিল : সোমবার থেকে জিডি বিড়লার সবক'টি ক্যাম্পাস খুলে গেলেও কাটল না জটিলতা । স্কুল খোলার পরেও বেশ কিছু পড়ুয়াদের ঢুকতে দেওয়া হল না স্কুলে । তাই আবারও একাংশ পড়ুয়ার অভিভাবকরা আদালতের দ্বারস্থ হলেন ৷
অভিভাবকদের অভিযোগ, স্কুলের ফি‘র ভিত্তিতে পড়ুয়াদের মধ্যে ভেদাভেদ করা হচ্ছে । যে অভিভাবকরা স্কুলের নির্দেশ অনুসারে বকেয়া 100 শতাংশ ফি‘ মিটিয়েছেন, সেই সব পড়ুয়াদের জন্য একটি হলুদ আইডি কার্ড দেওয়া হয় । স্কুলে প্রবেশ করার সময় পড়ুয়াদের সেই কার্ড গলায় ঝুলিয়ে রাখতে হবে ।
সোমবার সকালে স্কুলের গেটে দেখা যায় যে, শিক্ষিকারা হাতে একটি লম্বা লিস্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন । আইডি কার্ড ও লিস্ট মিলিয়ে স্কুলে ঢোকানো হচ্ছে পড়ুয়াদের । যাদের কাছে আইডি কার্ড নেই বা লিস্টে নাম সেই সমস্ত পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে (G D Birla Schools Parents Going to High Court Alleging Discrimination on the Basis of fee) ।
আরও পড়ুন : GD Birla School : রাতারাতি বন্ধ জিডি বিড়লা স্কুল, চিন্তায় অভিভাবকরা
এমনই এক অভিভাবক যিনি এদিন মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলেন ৷ তিনি আদালতের নির্দেশ মেনে 80 শতাংশ বেতনও মেটান । তবুও তাঁর মেয়েকে স্কুলে প্রবেশ করতে দেওয়া হল না । এই বিষয়ে এক অভিভাবক বলেন, "আমি আদালতের নির্দেশ মেনে বকেয়া বেতনের 80 শতাংশ মিটিয়ে দিয়েছি । সোমবার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পর যে শিক্ষিকা গেটে দাঁড়িয়ে ছিলেন তিনি আমার মেয়ের নাম মিলিয়ে জানালেন যে ওকে স্কুলে ঢুকতে দেওয়া যাবে না । অগত্যা মেয়েকে ভোরে তুলে তৈরি করিয়েও বাড়ি নিয়ে চলে আসতে বাধ্য হলাম । এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক । স্কুলের বেতনের ভিত্তিতে পড়ুয়াদের মধ্যে বৈষম্যর সৃষ্টি করা হচ্ছে । এর ফলে একই ক্লাসের পড়ুয়াদের মধ্যে একটা ভেদাভেদের সৃষ্টি হচ্ছে । যার জেরে পড়ুয়াদের মনের উপরেও চাপ পড়ছে ।"
আর এক অভিভাবক রাজীব ঘোষ বলেন, "সকালে এই ঘটনা ঘটার পর আমরা আবার আদালতে এসেছি । আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সোমবার আবার পড়ুয়াদের আটকানো হল । কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল যে বকেয়া বেতন মিটিয়ে দিলে কোনও পড়ুয়াকে স্কুলে আসতে বাধা দেওয়া যাবে না । কিন্তু তা সত্ত্বেও বেশ কয়েকটি ক্যাম্পাসে পড়ুয়াদের ঢুকতে দেওয়া হল না । বিষয়টির মীমাংসা হল না ।"
আরও পড়ুন : GD Birla School Reopen : সোমবার থেকে খুলছে জিডি বিড়লার রানিকুঠি ক্যাম্পাস