কলকাতা, 4 জুলাই : আপাতত নতুন কোনও শৌচালয় তৈরি হচ্ছে না । তবে, খুব প্রয়োজনে এখন থেকে মেট্রো রেলকর্মীদের শৌচালয় ব্যবহার করতে পারবেন যাত্রীরা ।
এই বিষয়ে, মেট্রোর এক আধিকারিক বলেন, "যদিও যাত্রীদের প্লাটফর্মে 5 থেকে 10 মিনিটের বেশি অপেক্ষা করতে হয় না তাই বেশিরভাগ ক্ষেত্রেই শৌচালয়ের প্রয়োজন পড়ে না । তবুও যাত্রীদের অনুরোধে মেট্রো রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ বা কোনও শিশুর যদি হটাৎ শৌচালয়ের প্রয়োজন পড়ে, তাহলে স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করে সেই স্টেশনের রেল কর্মচারীদের শৌচালয় ব্যবহার করতে পারেন। যে স্টেশনগুলিতে শৌচালয় নেই সেই স্টেশনের বাইরে 100 মিটারের মধ্যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের পে অ্যান্ড ইউজ় টয়লেটের ব্যবস্থা রয়েছে।
মেট্রোর 24 টি স্টেশনের মধ্যে এই মুহূর্তে চারটি স্টেশন নোয়াপাড়া, শোভাবাজার, বেলগাছিয়া ও শহীদ ক্ষুদিরাম স্টেশনে মহিলা ও পুরুষদের জন্য পৃথক শৌচালয় রয়েছে। মেট্রো সূত্রে খবর, বাকি 20টি স্টেশনে কিছু ইঞ্জিনিয়ারিং অসুবিধা থাকার কারণে শৌচালয় বানানো সম্ভব নয়। এছাড়াও এই স্টেশনগুলিতে নিকাশি ব্যবস্থার কোনও সুবিধা নেই ।
এই বিষয়ে, মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, "যাত্রীরা, বিভিন্ন কমিটি এবং মানবাধিকার কমিশন কয়েকবার মেট্রোরেল স্টেশনগুলিতে যাত্রীদের জন্য শৌচালয় বানানো আবশ্যক। আমরা চারটি স্টেশনে শৌচালয় করতে পেরেছি তবে বাকি স্টেশনগুলি বেশ পুরোনো বলে সেখানে আর নতুন করে শৌচালয় তৈরি করা সম্ভব নয় । সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।"
গতকাল সবকটি স্টেশনের স্টেশন ম্যানেজারদের এই মর্মে চিঠি পাঠিয়ে বিষয়টি জানানো হয়।