ETV Bharat / state

Abhishek Banerjee : উৎসব শেষে 23 তারিখ থেকে উপ-নির্বাচনের প্রচার শুরু অভিষেকের - by-poll

ইতিমধ্যেই এই উপ-নির্বাচনের জন্য প্রকাশ্যে এসেছে তৃণমূলের 20 জন তারকা প্রচারকের তালিকা ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তালিকায় নাম রয়েছে দলের একাধিক প্রথম সারির নেতার ৷

Abhishek Banerjee
উৎসব শেষে 23 তারিখ থেকেই উপ-নির্বাচনের প্রচার শুরু অভিষেকের
author img

By

Published : Oct 17, 2021, 5:25 PM IST

কলকাতা, 17 অক্টোবর : পুজো শেষ হতেই রাজ্যের চার আসনের উপ-নির্বাচনের জন্য প্রচার-প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ৷ পিছিয়ে নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও ৷ উপ-নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের হয়ে খুব শীঘ্রই প্রচার শুরু করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

ঘাসফুল শিবিরের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, উৎসবের দিনগুলিতে রাজনৈতিক কর্মসূচি নয় বরং জনসংযোগে বাড়তি গুরুত্ব দেবে দল। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে দুর্গাপুজো। সামনেই রয়েছে লক্ষ্মীপুজো। সূত্রের খবর, এরপরই তেড়ে-ফুঁড়ে রাজনৈতিক কর্মসূচিতে নামছে তৃণমূল । আগামী 30 অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। সেই দিক দিয়ে দেখলে প্রচারের জন্য হাতে বিশেষ সময় নেই ৷ এই অবস্থায় বাড়তি উৎসাহ নিয়ে দ্রুত উপনির্বাচনের প্রচারে ঝাঁপাতে চাইছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন : Babul Supriyo : মঙ্গলবার থেকে আর আসানসোলের বিজেপি সাংসদ নন, ইস্তফা দিচ্ছেন বাবুল

ইতিমধ্যেই এই উপ-নির্বাচনের জন্য প্রকাশ্যে এসেছে তৃণমূলের 20 জন তারকা প্রচারকের তালিকা ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তালিকায় নাম রয়েছে দলের একাধিক প্রথম সারির নেতার ৷ 20 অক্টোবরের পর থেকেই একে একে প্রচারের ময়দানে নামবেন তাঁরা৷ তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী 23 অক্টোবর খড়দা দিয়ে উপ-নির্বাচনের প্রচার কর্মসূচী শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিনই তাঁর সভা করার কথা রয়েছে দক্ষিণ 24 পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রেও।

25 অক্টোবর তিনি দিনহাটায় দলীয় প্রার্থী উদয়ন গুহর হয়ে প্রচার সভা করতে পারেন । 26 অক্টোবর তাঁর যাওয়ার কথা রয়েছে শান্তিপুরে। একইভাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমদেরও বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রচার কর্মসূচি রয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি 20 তারিখের পর থেকে শুরু হওয়ার কথা থাকলেও, নির্দিষ্ট দিনক্ষণ এখনও স্থির হয়নি। খড়দা, দিনহাটা, গোসাবা, শান্তিপুর এই চার কেন্দ্রেই উপ-নির্বাচনে প্রচারে যাবেন বাকি তারকা প্রচারকরাও৷ তৃণমূল কংগ্রেস মনে করছে, এই চার কেন্দ্রের উপ-নির্বাচনে মানুষ সরকারের কাজ, উন্নয়ন কর্মসূচি দেখেই ভোট দেবেন ৷ তাই আলাদা করে এই ভোট নিয়ে বিশেষ চিন্তার কিছু নেই ৷ তৃণমূলের ভোট ম্যানেজারদের ধারণা গত 30 সেপ্টেম্বর দুই বিধানসভা কেন্দ্রের নির্বাচন ও ভবানীপুরের উপ-নির্বাচনে যে ফলাফলের ট্রেন্ড দেখা গিয়েছে এবার ও তা অব্যাহত থাকবে ।

কলকাতা, 17 অক্টোবর : পুজো শেষ হতেই রাজ্যের চার আসনের উপ-নির্বাচনের জন্য প্রচার-প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ৷ পিছিয়ে নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও ৷ উপ-নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের হয়ে খুব শীঘ্রই প্রচার শুরু করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

ঘাসফুল শিবিরের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, উৎসবের দিনগুলিতে রাজনৈতিক কর্মসূচি নয় বরং জনসংযোগে বাড়তি গুরুত্ব দেবে দল। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে দুর্গাপুজো। সামনেই রয়েছে লক্ষ্মীপুজো। সূত্রের খবর, এরপরই তেড়ে-ফুঁড়ে রাজনৈতিক কর্মসূচিতে নামছে তৃণমূল । আগামী 30 অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। সেই দিক দিয়ে দেখলে প্রচারের জন্য হাতে বিশেষ সময় নেই ৷ এই অবস্থায় বাড়তি উৎসাহ নিয়ে দ্রুত উপনির্বাচনের প্রচারে ঝাঁপাতে চাইছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন : Babul Supriyo : মঙ্গলবার থেকে আর আসানসোলের বিজেপি সাংসদ নন, ইস্তফা দিচ্ছেন বাবুল

ইতিমধ্যেই এই উপ-নির্বাচনের জন্য প্রকাশ্যে এসেছে তৃণমূলের 20 জন তারকা প্রচারকের তালিকা ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তালিকায় নাম রয়েছে দলের একাধিক প্রথম সারির নেতার ৷ 20 অক্টোবরের পর থেকেই একে একে প্রচারের ময়দানে নামবেন তাঁরা৷ তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী 23 অক্টোবর খড়দা দিয়ে উপ-নির্বাচনের প্রচার কর্মসূচী শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিনই তাঁর সভা করার কথা রয়েছে দক্ষিণ 24 পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রেও।

25 অক্টোবর তিনি দিনহাটায় দলীয় প্রার্থী উদয়ন গুহর হয়ে প্রচার সভা করতে পারেন । 26 অক্টোবর তাঁর যাওয়ার কথা রয়েছে শান্তিপুরে। একইভাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমদেরও বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রচার কর্মসূচি রয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি 20 তারিখের পর থেকে শুরু হওয়ার কথা থাকলেও, নির্দিষ্ট দিনক্ষণ এখনও স্থির হয়নি। খড়দা, দিনহাটা, গোসাবা, শান্তিপুর এই চার কেন্দ্রেই উপ-নির্বাচনে প্রচারে যাবেন বাকি তারকা প্রচারকরাও৷ তৃণমূল কংগ্রেস মনে করছে, এই চার কেন্দ্রের উপ-নির্বাচনে মানুষ সরকারের কাজ, উন্নয়ন কর্মসূচি দেখেই ভোট দেবেন ৷ তাই আলাদা করে এই ভোট নিয়ে বিশেষ চিন্তার কিছু নেই ৷ তৃণমূলের ভোট ম্যানেজারদের ধারণা গত 30 সেপ্টেম্বর দুই বিধানসভা কেন্দ্রের নির্বাচন ও ভবানীপুরের উপ-নির্বাচনে যে ফলাফলের ট্রেন্ড দেখা গিয়েছে এবার ও তা অব্যাহত থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.