ETV Bharat / state

Kashi Mitra Ghat : 15 সেপ্টেম্বর থেকে আটদিন বন্ধ থাকবে কাশি মিত্র শ্মশান ঘাট

আগামী 22 তারিখ বিকেল চারটের পর থেকে চুল্লিতে ফের মরদেহ সৎকারের কাজ শুরু করা হবে বলে জানিয়েছে পৌরনিগম । বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা পৌরনিগম ৷ চুল্লি সংস্কারের জন্য বন্ধ রাখা হবে ঘাট ৷

ঘাট
ঘাট
author img

By

Published : Sep 10, 2021, 10:30 PM IST

কলকাতা , 10 সেপ্টেম্বর : চুল্লি মেরামতির জন্য 15 সেপ্টেম্বর থেকে আটদিনের জন্য বন্ধ থাকবে কাশি মিত্র ঘাটে দেহ সৎকারের কাজ । দীর্ঘদিন ধরে চুল্লি সংস্কারের অভাবে মাঝেমধ্যেই যান্ত্রিক সমস্যা হচ্ছে কাশি মিত্র ঘাট শ্মশানে ‌। তাই এই বিষয়ে কলকাতা পৌরনিগম একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে 15 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর বিকেল চারটে পর্যন্ত মরদেহ সৎকার বন্ধ থাকবে কাশি মিত্র ঘাটে ৷ ইতিমধ্যেই কলকাতা পৌরনিগমের তরফে শ্মশানঘাটের বাইরেও একটি নোটিস দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য ।

আগামী 22 তারিখ বিকেল চারটের পর থেকে চুল্লিতে ফের মরদেহ সৎকারের কাজ শুরু করা হবে বলে জানিয়েছে পৌরনিগম । বর্তমানে কাশি মিত্র ঘাটে একটিমাত্র বৈদ্যুতিক চুল্লি রয়েছে । ফলে মাঝে মধ্যেই বিভ্রাটের জন্য মরদেহ দাহ করতে সমস্যায় পড়তে হচ্ছে কলকাতা পৌরনিগমকে । সেই সঙ্গেই দুর্ভোগে পড়তে হচ্ছে দাহ করতে আসা মৃতের পরিবার পরিজনদেরও । পৌরনিগম সূত্রে জানানো হয়েছে, কাশি মিত্র শ্মশান ঘাট বন্ধ থাকার জন্য এই শ্মশানের দেহগুলি নিমতলা মহাশ্মশানে ঘাটে পাঠিয়ে দেওয়া হবে ।

নোটিস
কাশি মিত্র শ্মশান ঘাট বন্ধের নোটিস
এই বিষয়ে কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানান, কাশি মিত্র ঘাটে একটিমাত্র চুল্লি থাকা সত্ত্বেও আগামী আটদিনের জন্য এই শ্মশান বন্ধ রাখতে বাধ্য হতে হচ্ছে । কাশি মিত্র ঘাটের শ্মশানের চুল্লি মেরামতির প্রয়োজন রয়েছে । যেহেতু কাশি মিত্র ঘাট শ্মশান বন্দরের জমির উপর তৈরি হয়েছে । তাই সেখানে আরও একটি চুল্লি তৈরি করার জন্য বন্দরের কাছে জমির জন্য আবেদন করা হয়েছিল । কিন্তু বৈদ্যুতিক চুল্লি তৈরির জন্য বন্দর থেকে জমি পাওয়া যায়নি ।

আরও পড়ুন : Bhabanipore : উপনির্বাচনের আগেই ভবানীপুরে দ্বিতীয় ডোজ়ের টিকাকরণ সম্পূর্ণ হয়ে যাবে, জানালেন ফিরহাদ

কলকাতা , 10 সেপ্টেম্বর : চুল্লি মেরামতির জন্য 15 সেপ্টেম্বর থেকে আটদিনের জন্য বন্ধ থাকবে কাশি মিত্র ঘাটে দেহ সৎকারের কাজ । দীর্ঘদিন ধরে চুল্লি সংস্কারের অভাবে মাঝেমধ্যেই যান্ত্রিক সমস্যা হচ্ছে কাশি মিত্র ঘাট শ্মশানে ‌। তাই এই বিষয়ে কলকাতা পৌরনিগম একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে 15 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর বিকেল চারটে পর্যন্ত মরদেহ সৎকার বন্ধ থাকবে কাশি মিত্র ঘাটে ৷ ইতিমধ্যেই কলকাতা পৌরনিগমের তরফে শ্মশানঘাটের বাইরেও একটি নোটিস দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য ।

আগামী 22 তারিখ বিকেল চারটের পর থেকে চুল্লিতে ফের মরদেহ সৎকারের কাজ শুরু করা হবে বলে জানিয়েছে পৌরনিগম । বর্তমানে কাশি মিত্র ঘাটে একটিমাত্র বৈদ্যুতিক চুল্লি রয়েছে । ফলে মাঝে মধ্যেই বিভ্রাটের জন্য মরদেহ দাহ করতে সমস্যায় পড়তে হচ্ছে কলকাতা পৌরনিগমকে । সেই সঙ্গেই দুর্ভোগে পড়তে হচ্ছে দাহ করতে আসা মৃতের পরিবার পরিজনদেরও । পৌরনিগম সূত্রে জানানো হয়েছে, কাশি মিত্র শ্মশান ঘাট বন্ধ থাকার জন্য এই শ্মশানের দেহগুলি নিমতলা মহাশ্মশানে ঘাটে পাঠিয়ে দেওয়া হবে ।

নোটিস
কাশি মিত্র শ্মশান ঘাট বন্ধের নোটিস
এই বিষয়ে কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানান, কাশি মিত্র ঘাটে একটিমাত্র চুল্লি থাকা সত্ত্বেও আগামী আটদিনের জন্য এই শ্মশান বন্ধ রাখতে বাধ্য হতে হচ্ছে । কাশি মিত্র ঘাটের শ্মশানের চুল্লি মেরামতির প্রয়োজন রয়েছে । যেহেতু কাশি মিত্র ঘাট শ্মশান বন্দরের জমির উপর তৈরি হয়েছে । তাই সেখানে আরও একটি চুল্লি তৈরি করার জন্য বন্দরের কাছে জমির জন্য আবেদন করা হয়েছিল । কিন্তু বৈদ্যুতিক চুল্লি তৈরির জন্য বন্দর থেকে জমি পাওয়া যায়নি ।

আরও পড়ুন : Bhabanipore : উপনির্বাচনের আগেই ভবানীপুরে দ্বিতীয় ডোজ়ের টিকাকরণ সম্পূর্ণ হয়ে যাবে, জানালেন ফিরহাদ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.