ETV Bharat / state

মন্ত্রী অরূপ বিশ্বাসের আত্মীয় সেজে তোলাবাজি, গ্রেপ্তার অভিযুক্ত - Fraud case in Kolkata

গতকাল পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন । যেখানে তিনি বলেন, মিতালী ভট্টাচার্য নামে এক মহিলার কাছে এক যুবক 10 হাজার টাকা তোলা চেয়েছে ।

Kolkata
Kolkata
author img

By

Published : Oct 6, 2020, 12:53 PM IST

কলকাতা, 6 অক্টোবর : মন্ত্রীর আত্মীয় । সেই পরিচয় দিয়ে এক মহিলাকে হুমকি ফোন । দাবি, দিতে হবে 10 হাজার টাকা । ঘটনার কথা জানতে পারেন মন্ত্রী । বিষয়টি নিয়ে গতকাল অভিযোগ দায়ের করেন পুলিশে । তদন্তে নেমে পুলিশ রিজেন্ট পার্ক এলাকা থেকে গ্রেপ্তার করেছে অভিযুক্তকে ।

গতকাল পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন । যেখানে তিনি বলেন, মিতালী ভট্টাচার্য নামে এক মহিলার কাছে এক যুবক 10 হাজার টাকা তোলা চেয়েছে । তোলাবাজিতে ব্যবহার করা হয়েছে তাঁর আত্মীয়তার পরিচয় । পদবী এক হওয়ার সুযোগ নিয়ে এই ঘটনা ঘটিয়েছে আকাশ বিশ্বাস । ফোনে তোলা চায় আকাশ ওরফে রঞ্জিত । অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নাম করে মিতালিদেবীকে হুমকি দেয় সে । এই ভাবে তার ভাবমূর্তি কালিমালিপ্ত করা হচ্ছে বলে অভিযোগ জানান অরূপ । পুলিশকে দেওয়া হয় আকাশের ফোন নম্বর । সেই সূত্র ধরেই জানা যায় তার পরিচয়।

ধৃতের কাছ উদ্ধার হয়েছে মোবাইল ফোনটিও । কল রেকর্ড খতিয়ে দেখা গেছে, আকাশ মিতালী দেবীকে বেশ কয়েকবার ফোন করেছিল । আজ ধৃতকে আলিপুর আদালতে তোলা হবে।

কলকাতা, 6 অক্টোবর : মন্ত্রীর আত্মীয় । সেই পরিচয় দিয়ে এক মহিলাকে হুমকি ফোন । দাবি, দিতে হবে 10 হাজার টাকা । ঘটনার কথা জানতে পারেন মন্ত্রী । বিষয়টি নিয়ে গতকাল অভিযোগ দায়ের করেন পুলিশে । তদন্তে নেমে পুলিশ রিজেন্ট পার্ক এলাকা থেকে গ্রেপ্তার করেছে অভিযুক্তকে ।

গতকাল পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন । যেখানে তিনি বলেন, মিতালী ভট্টাচার্য নামে এক মহিলার কাছে এক যুবক 10 হাজার টাকা তোলা চেয়েছে । তোলাবাজিতে ব্যবহার করা হয়েছে তাঁর আত্মীয়তার পরিচয় । পদবী এক হওয়ার সুযোগ নিয়ে এই ঘটনা ঘটিয়েছে আকাশ বিশ্বাস । ফোনে তোলা চায় আকাশ ওরফে রঞ্জিত । অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নাম করে মিতালিদেবীকে হুমকি দেয় সে । এই ভাবে তার ভাবমূর্তি কালিমালিপ্ত করা হচ্ছে বলে অভিযোগ জানান অরূপ । পুলিশকে দেওয়া হয় আকাশের ফোন নম্বর । সেই সূত্র ধরেই জানা যায় তার পরিচয়।

ধৃতের কাছ উদ্ধার হয়েছে মোবাইল ফোনটিও । কল রেকর্ড খতিয়ে দেখা গেছে, আকাশ মিতালী দেবীকে বেশ কয়েকবার ফোন করেছিল । আজ ধৃতকে আলিপুর আদালতে তোলা হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.