কলকাতা, 27 জুন: নিউটাউনে পুলিশের জালে বেশ কয়েকজন দুষ্কৃতী । তারা চুরি, ডাকাতি, মাদক পাচারসহ একাধিক অপরাধমূলক কাজে জড়িত । ধৃতদের নিউটাউনের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ।
আজ ভোররাতের দিকে নিউটাউনের কোল ভবনের সামনে থেকে সজল হালদার নামে একজনকে গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ । ধৃতের বাড়ি নিউটাউনের সুলংগুড়ি এলাকায় । ধৃতের কাছ থেকে একটি চুরি যাওয়া মোবাইল উদ্ধার হয়েছে । চলতি মাসের 17 তারিখ নিউটাউনের চণ্ডীবেড়িয়া এলাকার এক বাসিন্দা মোবাইল চুরির অভিযোগ জানিয়েছিলেন নিউটাউন থানায় । ধৃতকে আজ বারাসত আদালতে তোলা হয় । এদিকে সূত্র মারফত খবর পেয়ে নিউটাউনের DLF ওয়ান বিল্ডিং সংলগ্ন এলাকায় পুলিশ অভিযান চালায় । সেখানে 10 থেকে 12জন ডাকাতির ছক কষেছিল । পুলিশকে দেখে তারা পালাতে শুরু করে । দু'জনকে ধরে ফেলে পুলিশ । ধৃতদের নাম বিশ্বজিৎ হালদার ও সৌমিক ঠাকুর । দু'জনের বাড়ি নিউটাউনের গৌরাঙ্গনগর ও ঘুনিটিয়া বাগান এলাকায় । ধৃতদের কাছ থেকে একটি ভোজালি, একটি লক কাটার, একটি টর্চ লাইটসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়েছে । ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হয় ।
অন্যদিকে গতকাল গভীররাতে থাকদারি লোহারব্রিজ এলাকা থেকে তরল মাদকসহ একজনকে গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ । ধৃতের নাম সুব্রত সিকদার । বাড়ি যাত্রাগাছী আর আর সাইড এলাকায় । ধৃতের কাছ থেকে তরল মাদক (কোডাইন ফসফেট লিকুইড মিক্সচার) উদ্ধার হয়েছে । মাদক পাচার চক্রে আর কেউ জড়িত রয়েছে কী না তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।