ETV Bharat / state

Acid attack in Kolkata : কলকাতায় অ্যাসিড হামলায় জখম 4

ঘটনার সূত্রপাত ওই এলাকায় কয়েকজন যুবক-যুবতীদের কার্যকলাপ নিয়ে । পরিবেশ দূষণের অভিযোগ তুলে তাঁদের কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানান এলাকাবাসী ৷ বচসাও হয় ৷ এরপরেই অ্যাসিড হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 31, 2021, 2:30 PM IST

কলকাতা, 31 অগস্ট : খাস কলকাতায় অ্যাসিড হামলা ৷ ঘটনায় তিনজন মহিলা ও একজন পুরুষ জখম হয়েছেন ৷ তাঁদের মধ্যে একজনের চোখের অবস্থা ভাল নেই ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ শহরতলীর আনন্দপুর থানা এলাকার নোনাডাঙা রেলওয়ে কলোনিতে ।

ঘটনার সূত্রপাত ওই এলাকায় কয়েকজন যুবক-যুবতীদের কার্যকলাপ নিয়ে । এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে প্রতিবাদ জানান আনন্দপুর এলাকায় বসবাসকারী কিছু লোকজন । এই নিয়ে স্থানীয় লোকেরা ওই যুবক-যুবতীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ।

আরও পড়ুন, ধাওয়া করে ক্লাব ঘরে, ছাত্রীর মুখে অ্যাসিড ঢালল যুবক

এর পরই ওই অ্যাসিড হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ৷ ঘটনায় জখম হন চারজন । স্থানীয় পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে । আহতরা সবাই একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন । আরও বড় গোলমালের আশঙ্কায় এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ।

কলকাতা, 31 অগস্ট : খাস কলকাতায় অ্যাসিড হামলা ৷ ঘটনায় তিনজন মহিলা ও একজন পুরুষ জখম হয়েছেন ৷ তাঁদের মধ্যে একজনের চোখের অবস্থা ভাল নেই ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ শহরতলীর আনন্দপুর থানা এলাকার নোনাডাঙা রেলওয়ে কলোনিতে ।

ঘটনার সূত্রপাত ওই এলাকায় কয়েকজন যুবক-যুবতীদের কার্যকলাপ নিয়ে । এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে প্রতিবাদ জানান আনন্দপুর এলাকায় বসবাসকারী কিছু লোকজন । এই নিয়ে স্থানীয় লোকেরা ওই যুবক-যুবতীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ।

আরও পড়ুন, ধাওয়া করে ক্লাব ঘরে, ছাত্রীর মুখে অ্যাসিড ঢালল যুবক

এর পরই ওই অ্যাসিড হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ৷ ঘটনায় জখম হন চারজন । স্থানীয় পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে । আহতরা সবাই একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন । আরও বড় গোলমালের আশঙ্কায় এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.