ETV Bharat / state

কীভাবে কাটল রাত, কী করলেন নারদ কাণ্ডে ধৃত হেভিওয়েটরা - মদন মিত্র

নারদ কেলেঙ্কারিতে ধৃত চার হেভিওয়েটের প্রথম রাত কাটল বেশ উদ্বেগের সঙ্গে ৷ অসুস্থ হলেন সুব্রত, মদন এবং শোভন ৷ সারা রাত ধরেই ঘটে চলল বিভিন্ন ঘটনা ৷ সোমবার রাত থেকে এদিন সকাল অবধি ঘটনাবলী দেখে নিন ইটিভি ভারতের রিপোর্টে...

নারদ কাণ্ডে ধৃত হেভিওয়েটরা
নারদ কাণ্ডে ধৃত হেভিওয়েটরা
author img

By

Published : May 18, 2021, 11:10 AM IST

কলকাতা, 18 মে : নারদ কেলেঙ্কারিতে ধৃত সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় ব্যাঙ্কশাল কোর্ট থেকে রাতে জামিন পেলেও তড়িঘড়ি কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন খারিজ করার জন্য যায় সিবিআই । সেখানেই তাঁদের জামিনের স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট । আদালত জানায়, আগামী বুধবার পর্যন্ত তাঁদের প্রেসিডেন্সি সংশোধনাগারে কাটাতে হবে ৷

প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রে খবর ওই স্পেশাল সেলের বাইরে নিরাপত্তা ব্যবস্থার ঢেলে সাজানো হয়েছে । পাশাপাশি গোটা সংশোধনাগার স্যানিটাইজ করা হয় । জেল সুপার দেবাশিস চক্রবর্তীর তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয় । পাশাপাশি হেভিওয়েট চারজন প্রেসিডেন্সি সংশোধনাগারে আসবেন, এই খবর পেয়ে আগে থেকেই সংশোধনাগারের অভ্যন্তরীণ সিকিউরিটি সিস্টেমের অনেক পরিবর্তন করা হয়েছে । জেল সূত্রের খবর, সংশোধনাগারের মধ্যে বেশকিছু সিসিটিভি যেগুলি প্রায় বিকল অবস্থায় পড়েছিল সেগুলি নতুন ইনস্টল করা হয়েছে । মোট 13টি সিসিটিভি নতুন করে কাল রাতেই ইনস্টল করেছে জেল কর্তৃপক্ষ ।

সোমবার রাতে...

  • রাত 11টা নাগাদ এসএসকেএম হাসপাতালে আসেন কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) রসিদ মুনির খান । ধৃত চার হেভিওয়েটকে এসএসকেএম হাসপাতালে আনা হতে পারে, তাই তাঁদের সেখানে রাখার ব্যবস্থা করে কলকাতা পুলিশ ।
  • মঙ্গলবার রাত 12টা 10 মিনিটে সিবিআই নিজাম প্যালেসের অফিসে আসেন 5 চিকিৎসক । তারপর চার হেভিওয়েটের শারীরিক পরীক্ষা করানো হয় । পরে রাতেই তাঁদের প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়ার জন্য প্রেসিডেন্সি জেল সুপার দেবাশিস চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেন সিবিআইয়ের গোয়েন্দারা । তড়িঘড়ি প্রেসিডেন্সি সংশোধনাগারে এসে পৌঁছান জেল সুপার দেবাশিস চক্রবর্তী । তিনি কলকাতা পুলিশ এবং কারারক্ষীদের সঙ্গে ভিতরে দীর্ঘক্ষণ মিটিং করেন। সিবিআই সূত্রের খবর এই চার হেভিওয়েট নিজেদের শরীর অসুস্থ অনুভব করছেন বলে জানান। তার ফলে সংশ্লিষ্ট জেল হাসপাতালকে প্রস্তুত থাকতে বলেন সিবিআইয়ের গোয়েন্দারা ।
  • রাত 12টা 25 নাগাদ নিজাম প্যালেস থেকে বেরিয়ে আসেন চিকিৎসকরা ।
  • এদিন আলিপুরে প্রেসিডেন্সি সংশোধনাগারের বাইরে কলকাতা পুলিশের বিশাল বাহিনী ব্যারিকেড করে দেয় । সংশোধনাগারের ভিতরে কারারক্ষীরা সক্রিয় থাকেন ৷
  • রাত 1টা 14 মিনিটে নিজাম প্যালেস থেকে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে বের করে আনা হয় চারজনকে । তাঁদের নিয়ে আসা হয় প্রেসিডেন্সি সংশোধনাগারের উদ্দেশে ।
  • রাত 1টা 22 মিনিটে প্রেসিডেন্সি সংশোধনাগারে কনভয় এসে পৌঁছয় ।
  • রাত 1টা 27 মিনিটে প্রেসিডেন্সি সংশোধনাগারের ভিতরে ঢোকেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় । এরপরেই সিবিআই গোয়েন্দারা ও জেল কর্তৃপক্ষের মধ্যে হস্তান্তরিত করার প্রক্রিয়া সম্পন্ন হয় ৷
  • রাতেই অসুস্থ বোধ করেন সুব্রত, মদন এবং শোভন ৷ ভোররাতে তাঁদের এসএসকেএম হাসপাতালে আনা হয় ৷
  • প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রের খবর, রাতে সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম রুটিন ওষুধ খেয়েছেন ।
  • অন্যদিকে চরম উদ্বেগের সঙ্গে সারা রাত কাটিয়েছেন ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায় ।
  • প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রে খবর তাঁরা দু'জনই রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারের উত্তম কুমার স্পেশাল সেলের দু'টি আলাদা আলাদা ঘরে ।

মঙ্গলবার সকালে...

  • ভোর সাড়ে চারটে নাগাদ এসএসকেএমে আনা হয় সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে ৷
  • শ্বাসকষ্টজনিত সমস্যা হয় মদন এবং শোভনের ৷ তাঁদের এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে পাশাপাশি দু'টি রুমে ভর্তি করা হয় ৷
  • সুব্রত মুখোপাধ্যায়কে চিকিৎসকরা পরীক্ষা করেন ৷ তাঁকে ফের জেল হাসপাতালে ফেরত নিয়ে যাওয়া হয় ৷
  • সকালে সামান্য চা ও বিস্কুট খেয়ে রুটিন ওষুধ খেয়ে ঘুমিয়েছেন শোভন চট্টোপাধ্যায় ।
  • পাশের রুমেই ভর্তি মদন মিত্রও এদিন সকালে সামান্য লিকার চা ও টোস্ট খেয়ে ওষুধ খান তিনি ।
  • এদিকে ভোর পাঁচটা নাগাদ প্রেসিডেন্সি জেলে ফিরহাদ এবং সুব্রত সামান্য প্রাতঃভ্রমণ করেছেন ।

আরও পড়ুন: এসএসকেএমে ভর্তি মদন-শোভন, জেল হাসপাতালে চিকিৎসাধীন সুব্রত

কলকাতা, 18 মে : নারদ কেলেঙ্কারিতে ধৃত সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় ব্যাঙ্কশাল কোর্ট থেকে রাতে জামিন পেলেও তড়িঘড়ি কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন খারিজ করার জন্য যায় সিবিআই । সেখানেই তাঁদের জামিনের স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট । আদালত জানায়, আগামী বুধবার পর্যন্ত তাঁদের প্রেসিডেন্সি সংশোধনাগারে কাটাতে হবে ৷

প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রে খবর ওই স্পেশাল সেলের বাইরে নিরাপত্তা ব্যবস্থার ঢেলে সাজানো হয়েছে । পাশাপাশি গোটা সংশোধনাগার স্যানিটাইজ করা হয় । জেল সুপার দেবাশিস চক্রবর্তীর তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয় । পাশাপাশি হেভিওয়েট চারজন প্রেসিডেন্সি সংশোধনাগারে আসবেন, এই খবর পেয়ে আগে থেকেই সংশোধনাগারের অভ্যন্তরীণ সিকিউরিটি সিস্টেমের অনেক পরিবর্তন করা হয়েছে । জেল সূত্রের খবর, সংশোধনাগারের মধ্যে বেশকিছু সিসিটিভি যেগুলি প্রায় বিকল অবস্থায় পড়েছিল সেগুলি নতুন ইনস্টল করা হয়েছে । মোট 13টি সিসিটিভি নতুন করে কাল রাতেই ইনস্টল করেছে জেল কর্তৃপক্ষ ।

সোমবার রাতে...

  • রাত 11টা নাগাদ এসএসকেএম হাসপাতালে আসেন কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) রসিদ মুনির খান । ধৃত চার হেভিওয়েটকে এসএসকেএম হাসপাতালে আনা হতে পারে, তাই তাঁদের সেখানে রাখার ব্যবস্থা করে কলকাতা পুলিশ ।
  • মঙ্গলবার রাত 12টা 10 মিনিটে সিবিআই নিজাম প্যালেসের অফিসে আসেন 5 চিকিৎসক । তারপর চার হেভিওয়েটের শারীরিক পরীক্ষা করানো হয় । পরে রাতেই তাঁদের প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়ার জন্য প্রেসিডেন্সি জেল সুপার দেবাশিস চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেন সিবিআইয়ের গোয়েন্দারা । তড়িঘড়ি প্রেসিডেন্সি সংশোধনাগারে এসে পৌঁছান জেল সুপার দেবাশিস চক্রবর্তী । তিনি কলকাতা পুলিশ এবং কারারক্ষীদের সঙ্গে ভিতরে দীর্ঘক্ষণ মিটিং করেন। সিবিআই সূত্রের খবর এই চার হেভিওয়েট নিজেদের শরীর অসুস্থ অনুভব করছেন বলে জানান। তার ফলে সংশ্লিষ্ট জেল হাসপাতালকে প্রস্তুত থাকতে বলেন সিবিআইয়ের গোয়েন্দারা ।
  • রাত 12টা 25 নাগাদ নিজাম প্যালেস থেকে বেরিয়ে আসেন চিকিৎসকরা ।
  • এদিন আলিপুরে প্রেসিডেন্সি সংশোধনাগারের বাইরে কলকাতা পুলিশের বিশাল বাহিনী ব্যারিকেড করে দেয় । সংশোধনাগারের ভিতরে কারারক্ষীরা সক্রিয় থাকেন ৷
  • রাত 1টা 14 মিনিটে নিজাম প্যালেস থেকে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে বের করে আনা হয় চারজনকে । তাঁদের নিয়ে আসা হয় প্রেসিডেন্সি সংশোধনাগারের উদ্দেশে ।
  • রাত 1টা 22 মিনিটে প্রেসিডেন্সি সংশোধনাগারে কনভয় এসে পৌঁছয় ।
  • রাত 1টা 27 মিনিটে প্রেসিডেন্সি সংশোধনাগারের ভিতরে ঢোকেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় । এরপরেই সিবিআই গোয়েন্দারা ও জেল কর্তৃপক্ষের মধ্যে হস্তান্তরিত করার প্রক্রিয়া সম্পন্ন হয় ৷
  • রাতেই অসুস্থ বোধ করেন সুব্রত, মদন এবং শোভন ৷ ভোররাতে তাঁদের এসএসকেএম হাসপাতালে আনা হয় ৷
  • প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রের খবর, রাতে সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম রুটিন ওষুধ খেয়েছেন ।
  • অন্যদিকে চরম উদ্বেগের সঙ্গে সারা রাত কাটিয়েছেন ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায় ।
  • প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রে খবর তাঁরা দু'জনই রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারের উত্তম কুমার স্পেশাল সেলের দু'টি আলাদা আলাদা ঘরে ।

মঙ্গলবার সকালে...

  • ভোর সাড়ে চারটে নাগাদ এসএসকেএমে আনা হয় সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে ৷
  • শ্বাসকষ্টজনিত সমস্যা হয় মদন এবং শোভনের ৷ তাঁদের এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে পাশাপাশি দু'টি রুমে ভর্তি করা হয় ৷
  • সুব্রত মুখোপাধ্যায়কে চিকিৎসকরা পরীক্ষা করেন ৷ তাঁকে ফের জেল হাসপাতালে ফেরত নিয়ে যাওয়া হয় ৷
  • সকালে সামান্য চা ও বিস্কুট খেয়ে রুটিন ওষুধ খেয়ে ঘুমিয়েছেন শোভন চট্টোপাধ্যায় ।
  • পাশের রুমেই ভর্তি মদন মিত্রও এদিন সকালে সামান্য লিকার চা ও টোস্ট খেয়ে ওষুধ খান তিনি ।
  • এদিকে ভোর পাঁচটা নাগাদ প্রেসিডেন্সি জেলে ফিরহাদ এবং সুব্রত সামান্য প্রাতঃভ্রমণ করেছেন ।

আরও পড়ুন: এসএসকেএমে ভর্তি মদন-শোভন, জেল হাসপাতালে চিকিৎসাধীন সুব্রত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.