কলকাতা, 10 ডিসেম্বর: যে সময়ের রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাতের আশায় দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঠিক সেই সময় কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ-র দাবিতে রাজ্যের সচিবালয় অভিযানের কথা ঘোষণা করল সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ ৷ আগামী 19 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত নবান্নের সামনে এই ধরনায় বসবেন যৌথ মঞ্চের নেতৃত্ব এবং অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ ৷
এতদিন বকেয়া ডিএ-র দাবিতে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ ৷ এবার তাঁদের এই আন্দোলন পৌঁছাবে রাজ্যের সচিবালয় নবান্নে ৷ আগামী 19 ডিসেম্বর সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা নবান্নের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হচ্ছে ৷ 19, 20, 21 ও 22 ডিসেম্বর এই চারদিন লাগাতার অবস্থান বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ৷ তবে, এই অবস্থান বিক্ষোভের পুলিশি সহায়তা চাইলেও, তা মেলেনি ৷ হাওড়া সিটি পুলিশের তরফে যৌথ মঞ্চের আবেদনকে নাকচ করে দেওয়া হয়েছে ৷
এ নিয়ে কলকাতা হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন ভাস্কর ঘোষ ৷ তাঁর যুক্তি, কোনও রাজনৈতিক দল যদি 144 ধারা লঙ্ঘন করে রাজভবনের সামনে দিনের পর দিন মঞ্চ বেঁধে পুলিশি নিরাপত্তায় ধরনা দিতে পারে, তাহলে ন্যায্য ডিএ-র দাবিতে রাজ্যের সচিবালয়ের সামনেও যৌথ মঞ্চের সদস্যরা তাঁদের দাবির স্বপক্ষে আন্দোলন করতে পারে ৷ উল্লেখ্য বকেয়া ডিএ-সহ একগুচ্ছ দাবিতে প্রায় তিনশো দিনের বেশি সময় থেকে ধর্মতলার শহিদ মিনারের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ ৷
তবে, এখানেই খান্ত হচ্ছে না যৌথ মঞ্চের নেতৃত্ব ৷ নতুন বছরের জানুয়ারি মাসে হাওড়া, শিয়ালদা এবং হাজরা মোড় থেকে মিছিল করে শহিদ মিনারে জমায়েতের ডাক দিয়েছে তারা ৷ জানুয়ারির দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে এই মহামিছিলের ডাক দেওয়া হয়েছে ৷ সেখান থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন ভাস্কর ঘোষ ৷ এই মিছিলে বিভিন্ন শিক্ষক সংগঠন ও দীর্ঘদিন ধরে আন্দোলন চালানো সরকারি চাকরিপ্রার্থীদের আহ্বান জানানো হয়েছে ৷ মোটের উপর আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের উপর চাপ আরও কয়েকগুণ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে আন্দোলনকারীরা ৷
আর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে সরকারি ক্ষেত্রগুলিতে তিনদিনের ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ৷ এই তিনদিন স্কুল, কলেজ এবং সকল সরকারি পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন যৌথ মঞ্চের আহ্বায়ক ৷ এই তিনদিনের ধর্মঘটে কোনও কাজ না হলে, তা পরবর্তী সময়েও জারি থাকবে বলে সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি ৷ এমনকী এর জন্য ফেব্রুয়ারি ও মার্চ মাসে হওয়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার আয়োজন ব্যহত হলেও, তারা কোনও পরোয়া করে না বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ৷
আরও পড়ুন: