ETV Bharat / state

বেলেঘাটা আইডি থেকে ছুটি পেলেন আরও 4 কোরোনা আক্রান্ত - coronavirus

আজ বেলেঘাটার হাসপাতাল থেকে ছুটি পেলেন আরও চারজন কোরোনা আক্রান্ত ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, মোট 19 জন এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন বা সুস্থ হয়েছেন ৷

বেলেঘাটা আইডি
বেলেঘাটা আইডি
author img

By

Published : Apr 13, 2020, 12:03 AM IST

কলকাতা, 12 এপ্রিল : এ রাজ্যে নভেল কোরোনা ভাইরাস ডিজ়িজ় (COVID-19)-এ আক্রান্ত আরও চারজন সুস্থ হয়ে উঠলেন । এই চারজনকে আজ কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ।

আজ স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় এ রাজ্যে কোনও কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি । গতকাল ও আজ, দুই দিনের বুলেটিনে রাজ্যের কোরোনা আক্রান্তের সংখ্যা 95 বলা হয়েছে । অন্যদিকে, বিকেল পাঁচটায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ আপডেট অনুযায়ী, এ রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 134 । এছাড়া, রাজ্যে সুস্থ হয়েছেন অথবা, হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন 19 জন । তবে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়নি আজ এ রাজ্যে কতজন কোরোনা আক্রান্তকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আজ ID&BG হাসপাতাল থেকে চারজন কোরোনা আক্রান্তকে ছুটি দেওয়া হয়েছে । এই চারজনের সকলেই পুরুষ । এই চারজন এগরা, দাসপুর, বরানগর এবং সিঙ্গুরের বাসিন্দা বলে জানা গিয়েছে । এদিকে, গতকাল আনন্দপুরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল থেকে এলগিন রোডের বাসিন্দা 59 বছর বয়সি এক কোরোনা আক্রান্তকে ছুটি দেওয়া হয় ।

কলকাতা, 12 এপ্রিল : এ রাজ্যে নভেল কোরোনা ভাইরাস ডিজ়িজ় (COVID-19)-এ আক্রান্ত আরও চারজন সুস্থ হয়ে উঠলেন । এই চারজনকে আজ কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ।

আজ স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় এ রাজ্যে কোনও কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি । গতকাল ও আজ, দুই দিনের বুলেটিনে রাজ্যের কোরোনা আক্রান্তের সংখ্যা 95 বলা হয়েছে । অন্যদিকে, বিকেল পাঁচটায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ আপডেট অনুযায়ী, এ রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 134 । এছাড়া, রাজ্যে সুস্থ হয়েছেন অথবা, হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন 19 জন । তবে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়নি আজ এ রাজ্যে কতজন কোরোনা আক্রান্তকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আজ ID&BG হাসপাতাল থেকে চারজন কোরোনা আক্রান্তকে ছুটি দেওয়া হয়েছে । এই চারজনের সকলেই পুরুষ । এই চারজন এগরা, দাসপুর, বরানগর এবং সিঙ্গুরের বাসিন্দা বলে জানা গিয়েছে । এদিকে, গতকাল আনন্দপুরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল থেকে এলগিন রোডের বাসিন্দা 59 বছর বয়সি এক কোরোনা আক্রান্তকে ছুটি দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.