ETV Bharat / state

প্রতিষ্ঠা দিবসকে 'নাগরিক দিবস' হিসেবে পালনের ডাক মমতার - foundation day of TMC

কংগ্রেসে থেকে বেরিয়ে এসে 1998 সালের আজকের দিনে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন মমতা । এবারে 22 বছরের জন্মদিন । গোটা রাজ্যজুড়ে বুথে বুথে আজ নাগরিক দিবস পালনের নির্দেশ দিয়েছেন নেত্রী । সকালে তৃণমূল ভবনে পতাকা উত্তোলন করে দলের প্রতিষ্ঠা দিবস তথা নাগরিক দিবস পালনের শুভ সূচনা করেছেন সাধারণ সম্পাদক সুব্রত বক্সি ।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 1, 2020, 5:03 PM IST

কলকাতা, 1 জানুয়ারি : CAA বিরোধী আন্দোলনকে আরও উচ্চতায় নিয়ে গেল তৃণমূল কংগ্রেস । দলের প্রতিষ্ঠা দিবসকে নাগরিক দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । গোটা রাজ্যজুড়ে বুথে বুথে আজ নাগরিক দিবস পালনের নির্দেশ দিয়েছেন নেত্রী । তাঁর সেই নির্দেশ মেনে আজ সর্বত্র পালিত হচ্ছে বিশেষ এই দিনটি । সকালে তৃণমূল ভবনে পতাকা উত্তোলন করে দলের প্রতিষ্ঠা দিবস তথা নাগরিক দিবস পালনের শুভ সূচনা করেছেন সাধারণ সম্পাদক সুব্রত বক্সি । এ ছাড়াও শহরে তৃণমূলের বিভিন্ন দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করে দিনটিকে বিশেষভাবে পালন করেন দলের সর্বস্তরের নেতা-নেত্রীরা । প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে CAA বিরোধী আন্দোলন জারি রাখার বার্তা দিলেন তাঁরা ।

  • #Trinamool22 আজ তৃণমূলের ২২ বছর পূর্ণ হল। দলের পক্ষ থেকে মা-মা-মাটি-মানুষকে জানাই সশ্রদ্ধ প্রণাম। যে সকল কর্মী-সমর্থকরা নিঃস্বার্থভাবে দলের কাজ করে যান, তাদের অভিনন্দন জানাই। মানুষের আশীর্বাদ ছাড়া আজ তৃণমূল এই জায়গায় এসে পৌঁছত না। (১/২)

    — Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেসে থেকে বেরিয়ে এসে 1998 সালের আজকের দিনে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন মমতা । এবারে 22 বছরের জন্মদিন । সকালে টুইট করে আজকের বিশেষ দিনে দলীয় কর্মীদের এবং রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো । দলের সদর কার্যালয় পতাকা উত্তোলন করে এই দিনটিকে পালন করলেন সাধারণ সম্পাদক সুব্রত বকশি । তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, মণীশ গুপ্ত, শান্তনু সেন, দোলা সেন, ইদ্রিস আলি-সহ অন্যান্যরা ।

  • #Trinamool22 আজ রাজ্যজুড়ে বুথে বুথে পালিত হবে 'নাগরিক দিবস'। আমরা সবাই নাগরিক। মানুষের স্বার্থে আমাদের লড়াই চলছে, চলবে। জয় হিন্দ, জয় বাংলা (২/২)

    — Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

CAA মানুষের জন্য তৈরি করা হয়েছে, অথচ মানুষই এই আইন চাইছে না বলে জানালেন সুব্রত বকশি ৷ "একটা আইন তৈরি করেছে, মানুষের জন্য আইন তৈরি হয় ৷ আন্দোলনের মধ্যে দিয়ে এই আইন প্রত্যাখান করছে ৷ সরকার পিছিয়ে আসতে বাধ্য ৷"

মানুষ CAA চাইছে না, জানালেন সাধারণ সম্পাদক সুব্রত বকশি

2020-র নির্বাচনে কি BJP-কে হারানোর জন্য এটাই হাতিয়ার তৃণমূলের ? সুব্রত বকশি জানালেন, "এটাকে হাতিয়ার করার কোনও দরকার নেই ৷ বাংলার মানুষ ইতিমধ্যে তাকে প্রত্যাখান করতে করতে চলেছে ৷ এই তিনটি উপনির্বাচন তার একটা বড় নিদর্শন ৷ বিভিন্ন সময় অর্থের বিনিময়ে লোকসভা নির্বাচনের আগে যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, আজ BJP সেই জায়গা থেকে অনেক পিছিয়েছে ৷ এখন মানুষ উপলব্ধি করেছে, এই রাজনৈতিক দলের সার্বিক উদ্দেশ্য হচ্ছে, সাম্প্রদায়িক শক্তিকে বজায় রাখা ৷" তাই স্বাভাবিকভাবেই মানুষ তৃণমূলকে আবার সমর্থন করতে শুরু করেছে বলেই মনে করছেন তিনি ৷ পৌরসভা থেকে আগামী বিধানসভা নির্বাচনে BJP-কে বাংলা থেকে সরে অন্য রাজ্যে চলে যেতে হবে বলে নিশ্চিত সুব্রত বকশি ৷

কলকাতা, 1 জানুয়ারি : CAA বিরোধী আন্দোলনকে আরও উচ্চতায় নিয়ে গেল তৃণমূল কংগ্রেস । দলের প্রতিষ্ঠা দিবসকে নাগরিক দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । গোটা রাজ্যজুড়ে বুথে বুথে আজ নাগরিক দিবস পালনের নির্দেশ দিয়েছেন নেত্রী । তাঁর সেই নির্দেশ মেনে আজ সর্বত্র পালিত হচ্ছে বিশেষ এই দিনটি । সকালে তৃণমূল ভবনে পতাকা উত্তোলন করে দলের প্রতিষ্ঠা দিবস তথা নাগরিক দিবস পালনের শুভ সূচনা করেছেন সাধারণ সম্পাদক সুব্রত বক্সি । এ ছাড়াও শহরে তৃণমূলের বিভিন্ন দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করে দিনটিকে বিশেষভাবে পালন করেন দলের সর্বস্তরের নেতা-নেত্রীরা । প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে CAA বিরোধী আন্দোলন জারি রাখার বার্তা দিলেন তাঁরা ।

  • #Trinamool22 আজ তৃণমূলের ২২ বছর পূর্ণ হল। দলের পক্ষ থেকে মা-মা-মাটি-মানুষকে জানাই সশ্রদ্ধ প্রণাম। যে সকল কর্মী-সমর্থকরা নিঃস্বার্থভাবে দলের কাজ করে যান, তাদের অভিনন্দন জানাই। মানুষের আশীর্বাদ ছাড়া আজ তৃণমূল এই জায়গায় এসে পৌঁছত না। (১/২)

    — Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেসে থেকে বেরিয়ে এসে 1998 সালের আজকের দিনে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন মমতা । এবারে 22 বছরের জন্মদিন । সকালে টুইট করে আজকের বিশেষ দিনে দলীয় কর্মীদের এবং রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো । দলের সদর কার্যালয় পতাকা উত্তোলন করে এই দিনটিকে পালন করলেন সাধারণ সম্পাদক সুব্রত বকশি । তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, মণীশ গুপ্ত, শান্তনু সেন, দোলা সেন, ইদ্রিস আলি-সহ অন্যান্যরা ।

  • #Trinamool22 আজ রাজ্যজুড়ে বুথে বুথে পালিত হবে 'নাগরিক দিবস'। আমরা সবাই নাগরিক। মানুষের স্বার্থে আমাদের লড়াই চলছে, চলবে। জয় হিন্দ, জয় বাংলা (২/২)

    — Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

CAA মানুষের জন্য তৈরি করা হয়েছে, অথচ মানুষই এই আইন চাইছে না বলে জানালেন সুব্রত বকশি ৷ "একটা আইন তৈরি করেছে, মানুষের জন্য আইন তৈরি হয় ৷ আন্দোলনের মধ্যে দিয়ে এই আইন প্রত্যাখান করছে ৷ সরকার পিছিয়ে আসতে বাধ্য ৷"

মানুষ CAA চাইছে না, জানালেন সাধারণ সম্পাদক সুব্রত বকশি

2020-র নির্বাচনে কি BJP-কে হারানোর জন্য এটাই হাতিয়ার তৃণমূলের ? সুব্রত বকশি জানালেন, "এটাকে হাতিয়ার করার কোনও দরকার নেই ৷ বাংলার মানুষ ইতিমধ্যে তাকে প্রত্যাখান করতে করতে চলেছে ৷ এই তিনটি উপনির্বাচন তার একটা বড় নিদর্শন ৷ বিভিন্ন সময় অর্থের বিনিময়ে লোকসভা নির্বাচনের আগে যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, আজ BJP সেই জায়গা থেকে অনেক পিছিয়েছে ৷ এখন মানুষ উপলব্ধি করেছে, এই রাজনৈতিক দলের সার্বিক উদ্দেশ্য হচ্ছে, সাম্প্রদায়িক শক্তিকে বজায় রাখা ৷" তাই স্বাভাবিকভাবেই মানুষ তৃণমূলকে আবার সমর্থন করতে শুরু করেছে বলেই মনে করছেন তিনি ৷ পৌরসভা থেকে আগামী বিধানসভা নির্বাচনে BJP-কে বাংলা থেকে সরে অন্য রাজ্যে চলে যেতে হবে বলে নিশ্চিত সুব্রত বকশি ৷

Intro:তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের ভিজুয়াল এবং বাইটBody:তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের ভিজুয়াল এবং বাইটConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.