কলকাতা ও চেন্নাই, 24 নভেম্বর : প্রয়াত রেভলিউশনারি সোশালিস্ট পার্টি (RSP)-র রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী ৷ আজ ভোররাতে চেন্নাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ বয়স হয়েছিল 76 বছর ৷
পশ্চিমবঙ্গে বামফ্রন্ট আমলে দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন ক্ষিতি গোস্বামী ৷ অনেকদিন ধরে ভোকাল কডের সমস্যায় ভুগছিলেন ৷ বৃহস্পতিবার চেন্নাইয়ের একটি হাসপাতালে তাঁর সফল অস্ত্রোপচার হয় ৷ পরদিন চেন্নাইয়ের একটি হোটেলে তাঁকে নিয়ে আসেন স্ত্রী সুনন্দা এবং মেয়ে কস্তুরী ৷ আজ ভোরে শারীরিক সমস্যা হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ আজ তাঁর মরদেহ কলকাতায় ফিরিয়ে আনা হতে পারে ৷
ক্ষিতি গোস্বামীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রীর মৃত্যু রাজনৈতিক জগতের এক অপূরণীয় ক্ষতি বলে শোকবার্তায় বলেন তিনি ৷ প্রয়াত বামফ্রন্ট নেতার পরিবার-পরিজন ও অনুরাগীদের সমবেদনা জানান মুখ্যমন্ত্রী ৷
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানস ভুঁইঞা ৷ তিনি বলেন, "ক্ষিতি গোস্বামীর মৃত্যু বাংলার রাজনীতি এবং ধর্মনিরপেক্ষ রাজনীতির এক অপূরণীয় ক্ষতি ৷ ক্ষিতিবাবুর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল ৷ তাঁর পরিজনদের সমবেদনা জানাই ৷"