ETV Bharat / state

Former VCs on Search Committee: অর্ডিন্যান্স মেনে সার্চ কমিটি গঠনের আর্জি প্রাক্তন উপাচার্যদের - search committee

Former VCs on search committee: মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে অর্ডিন্যান্স মেনে সার্চ কমিটি গঠনের আর্জি জানালেন বিশ্ববিদ্যালয়গুলির প্রাক্তন উপাচার্যরা ৷

Former VCs on Search Committee
প্রাক্তন উপাচার্য
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 7:29 PM IST

Updated : Oct 3, 2023, 8:07 PM IST

অর্ডিন্যান্স মেনে সার্চ কমিটি গঠনের আর্জি প্রাক্তন উপাচার্যদের

কলকাতা, 3 অক্টোবর: অর্ডিন্যান্সের নিয়ম মেনে সার্চ কমিটি গঠনের দাবি তুললেন বিশ্ববিদ্যালয়গুলির প্রাক্তন উপাচার্যরা । অর্ডিন্যান্স অনুযায়ী, সার্চ কমিটিতে পাঁচ পক্ষ থেকে নামের তালিকা থাকে । সেই পাঁচ পক্ষ হল রাজ্য সরকার, ইউজিসি, রাজ্যপাল, উচ্চশিক্ষা দফতর এবং মুখ্যমন্ত্রী । তবে বিতর্কের জেরে এ বার সুপ্রিম কোর্ট সার্চ কমিটি গঠন করার দায়িত্ব নিয়েছে । সে ক্ষেত্রে পাঁচ নয়, তিন পক্ষের থেকে তালিকা নেওয়া হয়েছে । এরই প্রতিবাদে সরব হল এডুকেশনিস্ট'স ফোরাম ।

রাজ্যের প্রাক্তন উপাচার্যদের নিয়ে গঠিত এডুকেশনিস্ট'স ফোরাম । মঙ্গলবার ফের সাংবাদিক বৈঠক করে তারা । সেখানে উপস্থিত ছিলেন ওমপ্রকাশ মিশ্র, রঞ্জন চক্রবর্তীর, নিমাই সাহা, মিতা বন্দ্যোপাধ্যায়, মনোজিৎ মণ্ডল । তাঁদের পক্ষ থেকে বলা হয়েছে, মে মাসে যে অর্ডিন্যান্স গঠন করা হয়েছিল, তাতে বলা আছে পাঁচ সদস্যের সার্চ কমিটির কথা । যা মন্ত্রিসভায় পাশ হয়ে বিধানসভায় বিল আকারে প্রকাশ পায় । তাই সেই নিয়ম মেনেই যাতে সার্চ কমিটির গঠন করা হয়, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলেন প্রাক্তন উপাচার্যরা ।

এ বিষয়ে ওমপ্রকাশ মিশ্র আজ বলেন, "প্রথমে অর্ডিন্যান্সে ইউজিসি ছিল না । তবে হাইকোর্টের নির্দেশ মেনে এ বার সেখানে ইউজিসির প্রতিনিধিদের রাখা হয়েছে । আর এটা বিধানসভায় পাশ হয়েছে, তাই এটাই আইন । ফলে আমাদের সুপ্রিম কোর্টের কাছে আবেদন, সেই নিয়ম মেনেই যেন সার্চ কমিটি গঠন করা হয় ।"

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার ও রাজ্যপালের মাঝে সংঘাত এখনও অব্যাহত । ফলে এ বার সার্চ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত । সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকার, ইউজিসি এবং রাজভবন, প্রত্যেকেই বেশ কিছু নামের তালিকা পেশ করবেন আদালতে । যার সময় বেঁধে দেওয়া হয়েছিল 27 সেপ্টেম্বর পর্যন্ত । আচার্যের পাঠানো সেই তালিকায় নেই একজনও বাংলার প্রতিনিধি । তাই নিয়ে আবারও সংঘাতের আবহ তৈরি হয়েছে । তার মাঝে ফের কিছু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস । তাই এ ব্যাপারে ফের আইনের দিকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন প্রাক্তন উপাচার্যরা ।

আরও পড়ুন: রাজ্য সরকারের বিরুদ্ধে ফের নজরদারির অভিযোগে সরব রাজ্যপাল

অর্ডিন্যান্স মেনে সার্চ কমিটি গঠনের আর্জি প্রাক্তন উপাচার্যদের

কলকাতা, 3 অক্টোবর: অর্ডিন্যান্সের নিয়ম মেনে সার্চ কমিটি গঠনের দাবি তুললেন বিশ্ববিদ্যালয়গুলির প্রাক্তন উপাচার্যরা । অর্ডিন্যান্স অনুযায়ী, সার্চ কমিটিতে পাঁচ পক্ষ থেকে নামের তালিকা থাকে । সেই পাঁচ পক্ষ হল রাজ্য সরকার, ইউজিসি, রাজ্যপাল, উচ্চশিক্ষা দফতর এবং মুখ্যমন্ত্রী । তবে বিতর্কের জেরে এ বার সুপ্রিম কোর্ট সার্চ কমিটি গঠন করার দায়িত্ব নিয়েছে । সে ক্ষেত্রে পাঁচ নয়, তিন পক্ষের থেকে তালিকা নেওয়া হয়েছে । এরই প্রতিবাদে সরব হল এডুকেশনিস্ট'স ফোরাম ।

রাজ্যের প্রাক্তন উপাচার্যদের নিয়ে গঠিত এডুকেশনিস্ট'স ফোরাম । মঙ্গলবার ফের সাংবাদিক বৈঠক করে তারা । সেখানে উপস্থিত ছিলেন ওমপ্রকাশ মিশ্র, রঞ্জন চক্রবর্তীর, নিমাই সাহা, মিতা বন্দ্যোপাধ্যায়, মনোজিৎ মণ্ডল । তাঁদের পক্ষ থেকে বলা হয়েছে, মে মাসে যে অর্ডিন্যান্স গঠন করা হয়েছিল, তাতে বলা আছে পাঁচ সদস্যের সার্চ কমিটির কথা । যা মন্ত্রিসভায় পাশ হয়ে বিধানসভায় বিল আকারে প্রকাশ পায় । তাই সেই নিয়ম মেনেই যাতে সার্চ কমিটির গঠন করা হয়, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলেন প্রাক্তন উপাচার্যরা ।

এ বিষয়ে ওমপ্রকাশ মিশ্র আজ বলেন, "প্রথমে অর্ডিন্যান্সে ইউজিসি ছিল না । তবে হাইকোর্টের নির্দেশ মেনে এ বার সেখানে ইউজিসির প্রতিনিধিদের রাখা হয়েছে । আর এটা বিধানসভায় পাশ হয়েছে, তাই এটাই আইন । ফলে আমাদের সুপ্রিম কোর্টের কাছে আবেদন, সেই নিয়ম মেনেই যেন সার্চ কমিটি গঠন করা হয় ।"

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার ও রাজ্যপালের মাঝে সংঘাত এখনও অব্যাহত । ফলে এ বার সার্চ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত । সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকার, ইউজিসি এবং রাজভবন, প্রত্যেকেই বেশ কিছু নামের তালিকা পেশ করবেন আদালতে । যার সময় বেঁধে দেওয়া হয়েছিল 27 সেপ্টেম্বর পর্যন্ত । আচার্যের পাঠানো সেই তালিকায় নেই একজনও বাংলার প্রতিনিধি । তাই নিয়ে আবারও সংঘাতের আবহ তৈরি হয়েছে । তার মাঝে ফের কিছু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস । তাই এ ব্যাপারে ফের আইনের দিকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন প্রাক্তন উপাচার্যরা ।

আরও পড়ুন: রাজ্য সরকারের বিরুদ্ধে ফের নজরদারির অভিযোগে সরব রাজ্যপাল

Last Updated : Oct 3, 2023, 8:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.