ETV Bharat / state

ফিরছেন সক্রিয় রাজনীতিতে, '21-এ তৃণমূলকে উৎখাতের হুঁশিয়ারি তথাগতর - মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়

মেঘালয়ের প্রাক্তন রাজ্যপালের মতে, 2021-এ তৃণমূলকে সরিয়ে উৎখাত করবে BJP ৷

সক্রিয় রাজনীতিতে ফিরছেন জানালেন তথাগত
সক্রিয় রাজনীতিতে ফিরছেন জানালেন তথাগত
author img

By

Published : Aug 23, 2020, 7:49 PM IST

কলকাতা, 23 অগাস্ট: সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় । আজ কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান তিনি । বলেন, এ প্রসঙ্গে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর কথা হয়েছে । কথা হয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও । তবে তাঁকে কী পদ দেওয়া হবে সেটা নির্ভর করছে দলের উপর ।

রাজনীতিতে ফিরতে চান তা আগেই জানিয়েছিলেন দলের অন্দরমহলে । রাজ্যপালের মেয়াদ শেষ হওয়ার পর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ায় কোনও বাধা নেই । ফলে, খুব শীঘ্রই সক্রিয় রাজনীতিতে দেখা যাবে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপালকে। আজ বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, "বঙ্গ BJP-তে কোনও বিভাজন নেই । তৃণমূলে তো রক্তপাত হয়ে যায় । আমাদের তো কোনও এক নেতা বা পরিবার নির্ভর দল নয় । এখানে দলে অভ্যন্তরীণ গণতন্ত্র আছে ৷ আমরা আলোচনার মাধ্যমে ঠিক করি কে কোন জায়গায় যাবে । তার জন্য আমরা রক্তপাতও করি না বা একটা পরিবারকে গুরু বলেও মানি না । বঙ্গ BJP-র ভবিষ্যৎ আগামী দিনে অত্যন্ত উজ্জ্বল । 2021-এ তৃণমূলকে সরিয়ে উৎখাত করে দেবে ।"

সক্রিয় রাজনীতিতে ফিরছেন তথাগত রায়
দিলীপ ঘোষ প্রসঙ্গে তিনি বলেন, "তাঁর সঙ্গে কথা হয়েছে ৷ আমি তাদের কাছে যা উত্তর পেয়েছি তাতে মনে হয়েছে আমাকে এখানে স্বাগত জানানো হবে ৷ BJP-র কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কথা বলেছি ৷ তাঁরা সবাই আমাকে স্বাগত জানিয়েছেন ৷ দিন দু'য়েকের মধ্যেই আমি সবার সঙ্গে দেখা করব ৷"

কলকাতা, 23 অগাস্ট: সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় । আজ কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান তিনি । বলেন, এ প্রসঙ্গে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর কথা হয়েছে । কথা হয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও । তবে তাঁকে কী পদ দেওয়া হবে সেটা নির্ভর করছে দলের উপর ।

রাজনীতিতে ফিরতে চান তা আগেই জানিয়েছিলেন দলের অন্দরমহলে । রাজ্যপালের মেয়াদ শেষ হওয়ার পর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ায় কোনও বাধা নেই । ফলে, খুব শীঘ্রই সক্রিয় রাজনীতিতে দেখা যাবে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপালকে। আজ বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, "বঙ্গ BJP-তে কোনও বিভাজন নেই । তৃণমূলে তো রক্তপাত হয়ে যায় । আমাদের তো কোনও এক নেতা বা পরিবার নির্ভর দল নয় । এখানে দলে অভ্যন্তরীণ গণতন্ত্র আছে ৷ আমরা আলোচনার মাধ্যমে ঠিক করি কে কোন জায়গায় যাবে । তার জন্য আমরা রক্তপাতও করি না বা একটা পরিবারকে গুরু বলেও মানি না । বঙ্গ BJP-র ভবিষ্যৎ আগামী দিনে অত্যন্ত উজ্জ্বল । 2021-এ তৃণমূলকে সরিয়ে উৎখাত করে দেবে ।"

সক্রিয় রাজনীতিতে ফিরছেন তথাগত রায়
দিলীপ ঘোষ প্রসঙ্গে তিনি বলেন, "তাঁর সঙ্গে কথা হয়েছে ৷ আমি তাদের কাছে যা উত্তর পেয়েছি তাতে মনে হয়েছে আমাকে এখানে স্বাগত জানানো হবে ৷ BJP-র কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কথা বলেছি ৷ তাঁরা সবাই আমাকে স্বাগত জানিয়েছেন ৷ দিন দু'য়েকের মধ্যেই আমি সবার সঙ্গে দেখা করব ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.