কলকাতা, 23 অগাস্ট: সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় । আজ কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান তিনি । বলেন, এ প্রসঙ্গে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর কথা হয়েছে । কথা হয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও । তবে তাঁকে কী পদ দেওয়া হবে সেটা নির্ভর করছে দলের উপর ।
রাজনীতিতে ফিরতে চান তা আগেই জানিয়েছিলেন দলের অন্দরমহলে । রাজ্যপালের মেয়াদ শেষ হওয়ার পর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ায় কোনও বাধা নেই । ফলে, খুব শীঘ্রই সক্রিয় রাজনীতিতে দেখা যাবে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপালকে। আজ বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, "বঙ্গ BJP-তে কোনও বিভাজন নেই । তৃণমূলে তো রক্তপাত হয়ে যায় । আমাদের তো কোনও এক নেতা বা পরিবার নির্ভর দল নয় । এখানে দলে অভ্যন্তরীণ গণতন্ত্র আছে ৷ আমরা আলোচনার মাধ্যমে ঠিক করি কে কোন জায়গায় যাবে । তার জন্য আমরা রক্তপাতও করি না বা একটা পরিবারকে গুরু বলেও মানি না । বঙ্গ BJP-র ভবিষ্যৎ আগামী দিনে অত্যন্ত উজ্জ্বল । 2021-এ তৃণমূলকে সরিয়ে উৎখাত করে দেবে ।"
ফিরছেন সক্রিয় রাজনীতিতে, '21-এ তৃণমূলকে উৎখাতের হুঁশিয়ারি তথাগতর - মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়
মেঘালয়ের প্রাক্তন রাজ্যপালের মতে, 2021-এ তৃণমূলকে সরিয়ে উৎখাত করবে BJP ৷
![ফিরছেন সক্রিয় রাজনীতিতে, '21-এ তৃণমূলকে উৎখাতের হুঁশিয়ারি তথাগতর সক্রিয় রাজনীতিতে ফিরছেন জানালেন তথাগত](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8528825-thumbnail-3x2-roy.jpg?imwidth=3840)
কলকাতা, 23 অগাস্ট: সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় । আজ কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান তিনি । বলেন, এ প্রসঙ্গে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর কথা হয়েছে । কথা হয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও । তবে তাঁকে কী পদ দেওয়া হবে সেটা নির্ভর করছে দলের উপর ।
রাজনীতিতে ফিরতে চান তা আগেই জানিয়েছিলেন দলের অন্দরমহলে । রাজ্যপালের মেয়াদ শেষ হওয়ার পর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ায় কোনও বাধা নেই । ফলে, খুব শীঘ্রই সক্রিয় রাজনীতিতে দেখা যাবে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপালকে। আজ বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, "বঙ্গ BJP-তে কোনও বিভাজন নেই । তৃণমূলে তো রক্তপাত হয়ে যায় । আমাদের তো কোনও এক নেতা বা পরিবার নির্ভর দল নয় । এখানে দলে অভ্যন্তরীণ গণতন্ত্র আছে ৷ আমরা আলোচনার মাধ্যমে ঠিক করি কে কোন জায়গায় যাবে । তার জন্য আমরা রক্তপাতও করি না বা একটা পরিবারকে গুরু বলেও মানি না । বঙ্গ BJP-র ভবিষ্যৎ আগামী দিনে অত্যন্ত উজ্জ্বল । 2021-এ তৃণমূলকে সরিয়ে উৎখাত করে দেবে ।"
TAGGED:
তথাগত রায়