কলকাতা, 23 অগস্ট: দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের এক সময়ের প্রতিবেশীকে 'রাজ্যপাল কর্মযোগী' পুরস্কারে সম্মানিত করল রাজভবন। সিকিম পুলিশের প্রাক্তন ডিজি সিএম রবীন্দ্রনকে রাজভবনে পুরস্কৃত করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 'রাজ্যপাল কর্মযোগী এক্সেলেন্স অ্যাওয়ার্ড' তুলে দেওয়ার পর রাজ্যপাল জানান, তাঁর থেকে বর্তমান আইপিএস আধিকারিকদের শিক্ষা নেওয়া উচিত ৷ সিকিমের কাজের সময় সিএম রবীন্দ্রন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের প্রতিবেশী ছিলেন বলেও জানান। তিনি বলেন, "গ্যাংটক পুলিশ হেড কোয়ার্টারে যোগদানের পরপরই আমার প্রতিবেশী হিসেবে অজিত ডোভালেকে পেয়ে ছিলাম। যিনি এখন দেশের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। অনেক জায়গায় দায়িত্ব পালন করার সুযোগ পেয়ে আমি খুশি।"
অন্যদিকে, রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "সার্চ কমিটির হেড সিকিমের মুখ্যসচিবের নেতৃত্বে এই রাজ্যপাল কর্মযোগী পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে সি এম রবীন্দ্রনকে। আমি মনে করি রবীন্দ্রনাথ যোগ্য ব্যাক্তি। তিনি বিভিন্ন জায়গায় গুরুদায়িত্ব পালন করেছেন। তিনি দেশের জন্য এবং সিকিম রাজ্যের জন্য অসামান্য কাজ করেছেন। তিনি একজন আইপিএস-এর দায়িত্ব সম্পূর্ণ নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করেছেন।" তিনি তাঁর কাজের জন্যই এই পুরস্কারের ভূষিত হয়েছেন বলেও জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি আরও বলেন, "তিনি শুধু কর্মযোগী নন। তিনি তাঁর কর্তব্য একজন আইপিএস আধিকারিক হিসাবে সঠিক ভাবে পালন করেছেন।" তাঁকে শংসাপত্রের সঙ্গে এক লক্ষ টাকা চেক প্রদান করেন রাজ্যপাল। এদিন রাজভবনের অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন আইপিএস-সহ সম্মানীয় ব্যাক্তিবর্গ।
আরও পড়ুন: 29 অগস্ট নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
পুরস্কার পাওয়ার পর সিকিম পুলিশের প্রাক্তন ডিজি সিএম রবীন্দ্রন বলেন, "কর্মসূত্রে 1978 সালে সিকিমে গিয়েছিলাম। আমি যোগদানের পর একটা নতুন রাজ্য গঠন হয়েছিল। এটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল। আমি কৃতজ্ঞ যে, তখন আমি যাদের সঙ্গে কাজ করেছিলাম তখন রাজ্যপাল ছিলেন বেদিলাল। তিনি আমাকে নির্দেশ দিয়েছিলেন আমাকে আমার কর্তব্য পালন করার জন্য। আমি পশ্চিমবঙ্গ রাজভবনের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে সম্মানিত করেছেন। বিশেষ করে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। আমি যখন নেপাল গিয়েছিলাম। তখন দেখেছিলাম যে, নেপাল পুলিশ টাকা তুলছে। আমি আমাদের পুলিশকে বলেছিলাম। তারা বলেছিলেন যে, এই ভাবেই চলে। আমি তখন কড়া ব্যাবস্থা গ্রহণ করেছিলাম। নেপাল পুলিশ তার জন্য আমাকে ধন্যবাদও জানিয়েছিল ৷"