ETV Bharat / state

বেড়েছে শ্বাসকষ্ট, হাসপাতালে ভরতি বুদ্ধদেব ভট্টাচার্য - Buddhadeb Bhattacharya is admitted to hospital

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি ৷ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছে ৷

বুদ্ধদেব ভট্টাচার্য
বুদ্ধদেব ভট্টাচার্য
author img

By

Published : Dec 9, 2020, 2:51 PM IST

Updated : Dec 9, 2020, 3:45 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর : অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তাঁর শ্বাসকষ্টের সমস্যা বেড়েছে ৷ বুধবার দুপুরে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয় ৷

শ্বাষকষ্ট বৃদ্ধি পাওয়ায় দুপুর 1টা 30 মিনিট নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখা তাঁর প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ভরতি করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ হাসপাতালে কোভিড ক্লিনিকে তাঁর পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। গতকাল রাত থেকেই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । হাসপাতাল সূত্রে খবর তাঁর ফুসফুসের সংক্রমণ আছে ৷ তাঁর কোরোনা পরীক্ষাও করা হচ্ছে ৷

আরও পড়ুন:- ফের অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য


এছাড়া তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা নজিরবিহীনভাবে কমে গিয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত অক্সিজেনের মাত্রা 66-তে নেমে এসেছে ৷ গত দু'দিন ধরে আবহাওয়ার পরিবর্তনের পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি । গতকাল দুপুরে গুরুতর অসুস্থ হওয়ার পরে পরিবার থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হলেও তিনি রাজি হননি । কিন্তু আজ সকালে শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয় । বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে । চিকিৎসক ফুয়াদ হালিমের বিশেষ পর্যবেক্ষণে আছেন তিনি ।

কলকাতা, 9 ডিসেম্বর : অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তাঁর শ্বাসকষ্টের সমস্যা বেড়েছে ৷ বুধবার দুপুরে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয় ৷

শ্বাষকষ্ট বৃদ্ধি পাওয়ায় দুপুর 1টা 30 মিনিট নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখা তাঁর প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ভরতি করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ হাসপাতালে কোভিড ক্লিনিকে তাঁর পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। গতকাল রাত থেকেই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । হাসপাতাল সূত্রে খবর তাঁর ফুসফুসের সংক্রমণ আছে ৷ তাঁর কোরোনা পরীক্ষাও করা হচ্ছে ৷

আরও পড়ুন:- ফের অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য


এছাড়া তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা নজিরবিহীনভাবে কমে গিয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত অক্সিজেনের মাত্রা 66-তে নেমে এসেছে ৷ গত দু'দিন ধরে আবহাওয়ার পরিবর্তনের পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি । গতকাল দুপুরে গুরুতর অসুস্থ হওয়ার পরে পরিবার থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হলেও তিনি রাজি হননি । কিন্তু আজ সকালে শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয় । বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে । চিকিৎসক ফুয়াদ হালিমের বিশেষ পর্যবেক্ষণে আছেন তিনি ।

Last Updated : Dec 9, 2020, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.