কলকাতা, 25 জুন: ইডেনে খেলা হলেও কর্পোরেশনের বিনোদন কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন সংস্থার বিরুদ্ধে। এদিকে চলতি বছরেই সামনে ক্রিকেট বিশ্বকাপ । যাতে কর ফাঁকি দেওয়ার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই বিষয়ে সজাগ করিয়ে দিলেন প্রাক্তন সিএবি কর্তা ও বর্তমান কাউন্সিলর বিশ্বরূপ দে। বিনোদন কর বিভাগকে তৎপর হওয়ার আবেদন করলেন তিনি।
সম্প্রতি পৌর অধিবেশনে মেয়র ফিরহাদ হাকিমের কাছে বিনোদন কর নিয়ে আর্জি জানান 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে। মেয়র ফিরহাদ বিশ্বরূপের আর্জিকে সমর্থন করলেও, তাঁর আমলেও যে কর বাকি থাকত তা স্মরণ করিয়ে দিয়েছেন। বিশ্বরূপ দে কলকাতা কর্পোরেশনের থেকে জানতে চান, বিনোদন কর বাবদ কত টাকা আয় হয় কর্পোরেশনের? কিভাবে বাড়ানো যায় সেই আয় ? কর ফাঁকি দিচ্ছে যাঁরা তাঁদের বিরুদ্ধে কর্পোরেশনের বিনোদন কর বিভাগ কোনও আইনানুগ ব্যবস্থার নিতে পারে কি না।
পাশাপাশি তিনি জানান, কোটি কোটি টাকা খরচ করে শহরে বিনোদনের আয়োজন করলেও, কর ফাঁকি দিচ্ছে অনেকেই। সেই কর যাতে আদায় করা হয়। বিশেষ করে চলতি বছরে বিশ্বকাপে যাতে ইডেনে সম্পূর্ন বিনোদন কর কলকাতা কর্পোরেশন তুলতে পারে সেই দিকে নজর দিতে হবে।
মেয়র ফিরহাদ হাকিম প্রাক্তন সিএবি কর্তা ও বর্তমান কাউন্সিলর বিশ্বরূপের কথার সমর্থন করেই তাঁকে কটাক্ষ করেছেন৷ তিনি বলেন, "আপনিও এক সময় ইডেনের দায়িত্বে ছিলেন আপনার সময় বকেয়া থাকত। কর্পোরেশন সব পরিষেবা দিলেও অনেক ক্ষেত্রে বিনোদন কর থেকে বঞ্চিত হয়। তবে বিনোদন বিভাগ তৎপর। শেষ অর্থবর্ষের কর আদায়ের 2022-23 অথর্বর্ষে রেকর্ড কর আদায় করেছে। একইসঙ্গে সম্প্রতি বিনোদন সংক্রান্ত একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন কিছু ক্ষেত্রকে বিনোদনের আওতায় আনা হয়েছে। এতে চলতি অর্থবর্ষে আয় বাড়বে বলে আশাবাদী।
আরও পড়ুন: চলতি মাসেই শুরু হাম ও রুবেলা টিকাকরণ, অসহযোগিতার অভিযোগ বেসরকারি স্কুলের বিরুদ্ধে
উল্লেখ্য, গত 10 বছর যাবত ইডেনে আইপিএল খেলা নিয়ে কেকেআর কর্তৃপক্ষের বিরাট টাকা বকেয়া হয়েছিল। তবে দীর্ঘ আলোচনা ও তৎপরতার মাধ্যমে সিংহভাগ বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷