কলকাতা, 2 জুন: 'রাজ্যপাল নিয়ম ভাঙাকে উৎসাহিত করছেন'- এমন অভিযোগই শোনা গেল রাজ্যের প্রাক্তন উপাচার্যদের মুখে । উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের শিক্ষা দফতর ও রাজভবনের মধ্যে সংঘাতের মাঝেই শুক্রবার 10টি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান উপাচার্যরা সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ তুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ।
সাংবাদিক বৈঠকে প্রাক্তন ও বর্তমান উপাচার্যরা অভিযোগ তোলেন যে, 2019 সালের নিয়ম পালটেছে । উপাচার্যরা উচ্চশিক্ষা দফতরকে রিপোর্ট করবেন এবং উচ্চশিক্ষা দফতর রাজভবনকে রিপোর্ট করবে । রাজ্যপাল যে সাপ্তাহিক রিপোর্ট চেয়েছেন, তাতে 27টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিপোর্ট দেননি । মাত্র তিনজন উপাচার্য রাজ্যপালকে রিপোর্ট দিয়েছেন ৷ আচার্য বলেছিলেন, ওই 27 জনকে কোনও কাজে দেওয়া যাবে না । তাই তাঁদের সাজা দেওয়া হয়েছে ।
প্রাক্তন উপাচার্য ওম প্রকাশ মিশ্র জানান, "আমাদের কাছে রাজ্যপাল যে রিপোর্ট চেয়েছিলেন, সেটা আমরা উচ্চশিক্ষা দফতরকে পাঠিয়েছি । তাহলে কেন তিনি আলাদা করে রিপোর্ট চাইছেন ? যে তিনজন রিপোর্ট দিয়েছেন, তাঁদের এক্সটেনশন দিয়েছেন রাজ্যপাল । কেন তাঁদের নাম বলছেন না ? বিশ্ববিদ্যালয়গুলিতে দুটো দল করে দেওয়ার চেষ্টা চলছে ।"
তাঁর আরও অভিযোগ, "রাজ্যপাল বলছেন যাঁরা উজ্জ্বল তারাই উপাচার্য হওয়ার যোগ্য । এটা তিনি কী করে বলছেন যে 21 জন আমাদের সঙ্গে আছেন তাঁরা কম যোগ্য ? উপাচার্যকে যে নিয়োগপত্র দেওয়া হয়েছে, সেই চিঠিতে কোথাও 'অ্যাপয়েন্টমেন্ট' কথাটা লেখা নেই । সরকারের সঙ্গে সমস্যা থাকলে মিটিয়ে নিন রাজ্যপাল ।"
এর সঙ্গে তাঁরা বিকাশ ভবনের ভূমিকায় যে ব্যথিত সে কথাও তুলে ধরেছেন প্রাক্তন ও বর্তমান উপাচার্যরা । তাঁদের মতে, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ও মৌলানা আবুল কালাম আজাদে যখন উপাচার্য নিয়োগ করা হয়েছিল তখনই উচ্চশিক্ষা দফতরের এই বিষয়ে কথা বলা উচিত ছিল ৷ তবে তাঁরা গতকালের শিক্ষামন্ত্রীর করা টুইটে খুশি হয়েছেন বলে জানান । তবে এই পুরো বিষয়টি তাঁরা মুখমন্ত্রীকে জানাবেন বলে জানিয়েছেন । এমনকী তাঁর সঙ্গে এ বিষয়ে আলোচনাও করতে রাজি বলে জানিয়েছেন উপাচার্যরা । শুধু তাই নয়, এর পাশাপাশি প্রাক্তন ও বর্তমান উপাচার্যরা মুখ্যমন্ত্রীর আচার্য পদ নিয়েও স্পষ্ট উত্তর দেন । তাঁদের কথা, "মুখ্যমন্ত্রী আচার্য হন খুব ভালো কথা । তাহলে এত সমস্যা হবে না ।"
উল্লেখ্য, বুধবার রাতে রাজ্যের 10টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এ ব্যাপারে শিক্ষা দফতরের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলে জানিয়ে টুইটে ক্ষোভ প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷