ETV Bharat / state

আগামী তিনদিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে, জারি রেড অ্যালার্ট - আলিপুর আবহাওয়া দপ্তর

আগামী তিনদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা । তার জেরে রেড অ্যালার্ট জারি করল আলিপুর আবহাওয়া অফিস । একইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া । হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ।

Alipur Weather Department
আলিপুর আবহাওয়া অফিস
author img

By

Published : May 25, 2020, 12:52 PM IST

কলকাতা, 25 মে : আমফানের দাপটে এখনও বিধ্বস্ত দক্ষিণবঙ্গ । এরই মধ্যে আগামী তিনদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । রেড অ্যালার্ট জারি হয়েছে । একইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া । হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ।

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পঙে আগামী 72 ঘণ্টা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে । বাকি জেলাগুলিতেও হতে পারে ভারী বৃষ্টিপাত । পাশাপাশি জেলাগুলিতে 30-40 কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইবে ।

দক্ষিণ-পশ্চিম দিক থেকে গরম জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে রাজ্যে । এই জন্য বাষ্পপূর্ণ বাতাস মেঘ তৈরি করছে । আর সেই মেঘ পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগায় বৃষ্টিপাত হচ্ছে । তাই আগামী 72 ঘণ্টা উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

অন্যদিকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঝোড়ো হাওয়া বইবে । পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কালকাতাতেও আগামী 24 ঘণ্টা আকাশ মেঘলা থাকবে । সকালে থেকে ঝোড়ো হাওয়া বইবে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে ।

কলকাতা, 25 মে : আমফানের দাপটে এখনও বিধ্বস্ত দক্ষিণবঙ্গ । এরই মধ্যে আগামী তিনদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । রেড অ্যালার্ট জারি হয়েছে । একইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া । হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ।

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পঙে আগামী 72 ঘণ্টা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে । বাকি জেলাগুলিতেও হতে পারে ভারী বৃষ্টিপাত । পাশাপাশি জেলাগুলিতে 30-40 কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইবে ।

দক্ষিণ-পশ্চিম দিক থেকে গরম জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে রাজ্যে । এই জন্য বাষ্পপূর্ণ বাতাস মেঘ তৈরি করছে । আর সেই মেঘ পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগায় বৃষ্টিপাত হচ্ছে । তাই আগামী 72 ঘণ্টা উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

অন্যদিকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঝোড়ো হাওয়া বইবে । পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কালকাতাতেও আগামী 24 ঘণ্টা আকাশ মেঘলা থাকবে । সকালে থেকে ঝোড়ো হাওয়া বইবে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.