কলকাতা , 22 অক্টোবর : আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস মতো আজ মহাষষ্ঠীর সকাল থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । সকাল থেকেই আকাশ মেঘলা । বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে দুর্গাপুজোর চারদিন বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । তবে আগামীকাল সপ্তমীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে অতি ভারীর বৃষ্টির পূর্বাভাস রয়েছে । জলমগ্ন হয়ে পড়তে পারে শহরের একাধিক এলাকা ।
বঙ্গোপসাগরে তৈরি হওয়ায় নিম্নচাপের অভিমুখ ছিল অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে । স্থলভাগে প্রবেশ না করে নিম্নচাপ তার অভিমুখ পরিবর্তন করেছে । এই নিম্নচাপটি আরও শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ বাংলাদেশের দিকে অগ্রসর হবে । পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি এসে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে । ফলে, সমুদ্র উত্তাল হবে । সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে । আজ থেকেই দক্ষিণ 24 পরগনা , উত্তর 24 পরগনায় প্রায় 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । কলকাতা , হাওড়া , হুগলিতে আগামী শুক্র ও শনিবার ঝোড়ো হাওয়ার দাপট বৃদ্ধি পাবে । সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিসের তরফে আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ।
আগামীকাল শুক্রবার মহা সপ্তমীর দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । পূর্ব মেদিনীপুর , উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস । অন্যদিকে, কলকাতা, হাওড়া , হুগলি ও নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । 24 অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । 23 ও 24 তারিখ অর্থাৎ শুক্র ও শনিবার সুন্দরবনের ফেরি সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দিঘা , মন্দারমণি , সাগরদ্বীপ , বকখালি সমুদ্রতটে পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে।
নিম্নচাপের জের, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস - আগামীকাল থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস
আগামীকাল শুক্রবার মহাসপ্তমীর দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । পূর্ব মেদিনীপুর , উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস । অন্যদিকে , কলকাতা , হাওড়া , হুগলি ও নদিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।
কলকাতা , 22 অক্টোবর : আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস মতো আজ মহাষষ্ঠীর সকাল থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । সকাল থেকেই আকাশ মেঘলা । বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে দুর্গাপুজোর চারদিন বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । তবে আগামীকাল সপ্তমীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে অতি ভারীর বৃষ্টির পূর্বাভাস রয়েছে । জলমগ্ন হয়ে পড়তে পারে শহরের একাধিক এলাকা ।
বঙ্গোপসাগরে তৈরি হওয়ায় নিম্নচাপের অভিমুখ ছিল অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে । স্থলভাগে প্রবেশ না করে নিম্নচাপ তার অভিমুখ পরিবর্তন করেছে । এই নিম্নচাপটি আরও শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ বাংলাদেশের দিকে অগ্রসর হবে । পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি এসে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে । ফলে, সমুদ্র উত্তাল হবে । সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে । আজ থেকেই দক্ষিণ 24 পরগনা , উত্তর 24 পরগনায় প্রায় 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । কলকাতা , হাওড়া , হুগলিতে আগামী শুক্র ও শনিবার ঝোড়ো হাওয়ার দাপট বৃদ্ধি পাবে । সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিসের তরফে আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ।
আগামীকাল শুক্রবার মহা সপ্তমীর দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । পূর্ব মেদিনীপুর , উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস । অন্যদিকে, কলকাতা, হাওড়া , হুগলি ও নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । 24 অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । 23 ও 24 তারিখ অর্থাৎ শুক্র ও শনিবার সুন্দরবনের ফেরি সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দিঘা , মন্দারমণি , সাগরদ্বীপ , বকখালি সমুদ্রতটে পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে।