কলকাতা, 15 জানুয়ারি: আপত্তিকর মন্তব্য করে বিপাকে প্রবীণ সাংসদ শিশির অধিকারী । তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে মন্তব্যের জন্য সোমবার তাঁর বিরুদ্ধে সমন জারি করল কলকাতা নগর দায়রা আদালত । আজ এই সমন জারির বিষয়টি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ নিজেই সোশাল মিডিয়ায় জানিয়েছেন ।
একটি পোস্টে তিনি লিখেছেন,"...(আপত্তিকর) এই মন্তব্য করেছিলেন শিশির অধিকারী । এই নিয়ে মানহানির মামলা করেছিল আমার আইনজীবী অয়ন চক্রবর্তী । আজ 19 MM কোর্টে শুনানির পর বিচারক শিশির-সহ তিনজনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন । 11 মার্চ তাঁদের কোর্টে উপস্থিত থাকতে হবে ।"
যদিও এই নিয়ে শিশির অধিকারীর প্রতিক্রিয়া জানার চেষ্টা হয়েছিল । তবে রাতে শিশিরবাবুর প্রতিক্রিয়া পাওয়া যায়নি তিনি ফোন ধরেননি । তবে শিশিরবাবুর প্রতিক্রিয়া না পাওয়া গেলেও এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে । কারণ আগামী 11 মার্চ শেষ পর্যন্ত শিশির অধিকারী আদালতে হাজিরা দেন কিনা সেটাই দেখার ।
ভুলে গেলে চলবে না দলত্যাগ করলেও লোকসভায় তিনি এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ । তৃণমূল ছাড়ার পর তাঁর বিরুদ্ধে একাধিকবার লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে জানালেও এই বিষয়ে শুনানি বেশি দূর এগোয়নি । তবে কিছুদিন আগেই কুণাল ঘোষ অভিযোগ করেছিলেন, শিশির অধিকারীর অত্যধিক আয় বৃদ্ধি নিয়ে । বিষয়টি নিয়েও তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও চিঠি দিয়েছিলেন । তার পরবর্তী ঘটনাক্রম সকলেরই জানা । এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে কুণাল ঘোষের অভিযোগ ৷ যা নিয়ে মানহানির মামলা হয় । তাতেই এবার শিশির অধিকারীর বিরুদ্ধে সমন জারি করল কলকাতা নগর দায়রা আদালত ৷
আরও পড়ুন :