ETV Bharat / state

BJP-তে যোগ ময়দানের মেহতাবের - কলকাতা

আজ BJP - র সদর দপ্তরে মেহতাব হোসেনের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP -র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

footballer mehtab hussain joined bjp
পদ্মশিবিরে যোগ দিলেন ফুটবলার মেহেতাব হোসেন
author img

By

Published : Jul 21, 2020, 8:14 PM IST

কলকাতা, 21 জুলাই : BJP-তে যোগ দিলেন মেহতাব হোসেন ৷ আজ যখন তৃণমূল সুপ্রিমো একুশের মঞ্চ থেকে BJP-র বিরুদ্ধে সুর চড়াতে ব্যস্ত, তখন একঝাঁক মানুষ যোগ দেন BJP-তে । তাঁদের মধ্যে অন্যতম ফুটবলার মেহতাব ভিকি হোসেনও ৷ আজ সন্ধেবেলা BJP - র সদর দপ্তরে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

তবে BJP-তে যোগ দিয়ে একটা প্রশ্ন তুলে দিলেন মেহেতাব ৷ যা বর্তমান প্রেক্ষাপটকে নাড়িয়ে দেওয়ার মতো । ময়দানে রাজনৈতিক রং কি গাঢ় হচ্ছে? মেহতাব বললেন, "ফুটবল থেকে সরে গেছিলাম । কিন্তু, সমাজের কাজ করতে চেয়েছি । এখন সেই কাজ করতে একটি মঞ্চ দরকার । তাই রাজনীতিতে পা রাখার সিদ্ধান্ত ৷"

"বাবুনদার হাতে ধরে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে ৷ এবার দিলুদার হাত ধরে পদ্মফুলে মেহতাব ৷" কথাটা বলেই ফোনের ওপারে হাসিতে ফেটে পড়লেন ময়দানের কর্তাটি । নামপ্রকাশে অনিচ্ছুক, তবে ময়দানে হাঁড়ির খবর রাখেন বর্ষীয়ান কর্তাটি । তবে মেহতাব হোসেনের এই পদক্ষেপের কোনও তল খুজে পাচ্ছেন না তিনি । দীর্ঘদিন ধরে মেহতাব ভিকি হোসেনকে চেনেন । বাঙালি মিডফিল্ডারের নির্বিরোধী চরিত্রের কথা জানতেন ।

পদ্মশিবিরে যোগ দিলেন ফুটবলার মেহতাব হোসেন

রাজ্য BJP দপ্তরে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পদ্ম শিবিরের কমলা পতাকা তুলে নেওয়ার পর দ্রুত মঞ্চ ছেড়েছেন । প্রতিক্রিয়া অনেক সাধ্যসাধনার পরে মাত্র দুই লাইনে শেষ । তার এই পদ্ম শিবিরে যোগদানের খবরে বিস্মিত নন রহিম নবি । তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচনে দাঁড়িয়েছিলেন । পরাজিত হলেও রাজনৈতিক জীবনে ইতি টানেননি । বরং নতুন করে রাজনৈতিক জমিতে প্রতিষ্ঠা পাওয়ার লড়াই চালাচ্ছেন । মেহতাব হোসেনের রাজনীতিতে যোগদানের প্রেক্ষিতে নবি বলেন," ব্যক্তিগত সিদ্ধান্ত । তাই মেহেতাবের এই সিদ্ধান্তে আমার বলার কিছু নেই । BJP-তে যোগদান নিয়েও আমি কিছু বলব না । এটুকু বলতে পারি বিপরীত শিবিরে থাকলেও বন্ধুত্বে চিড় ধরবে না । "

ময়দানে রাজনৈতিক রং গাঢ় হচ্ছে । আগে রাজনৈতিক মতাদর্শ খেলোয়াড়দের মধ্যে থাকলেও তা কখনও রাজনৈতিক মঞ্চে আত্মপ্রকাশের মধ্যে দিয়ে সামনে আসেনি । " সবকিছু একইরকম চলবে তার কোনও মানে নেই । আগে হয়নি বলে এখন হবে না তা হয় না । রাজনৈতিক বিশ্বাস নানা মানুষের নানারকম । এটুকু বলতে পারি ব্যক্তিগত সম্পর্কে রাজনৈতিক কোনও প্রভাব পড়বে না ৷ "বলছিলেন ষষ্ঠী দুলে । যিনি নিজেও পদ্মশিবিরে ।

কলকাতা, 21 জুলাই : BJP-তে যোগ দিলেন মেহতাব হোসেন ৷ আজ যখন তৃণমূল সুপ্রিমো একুশের মঞ্চ থেকে BJP-র বিরুদ্ধে সুর চড়াতে ব্যস্ত, তখন একঝাঁক মানুষ যোগ দেন BJP-তে । তাঁদের মধ্যে অন্যতম ফুটবলার মেহতাব ভিকি হোসেনও ৷ আজ সন্ধেবেলা BJP - র সদর দপ্তরে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

তবে BJP-তে যোগ দিয়ে একটা প্রশ্ন তুলে দিলেন মেহেতাব ৷ যা বর্তমান প্রেক্ষাপটকে নাড়িয়ে দেওয়ার মতো । ময়দানে রাজনৈতিক রং কি গাঢ় হচ্ছে? মেহতাব বললেন, "ফুটবল থেকে সরে গেছিলাম । কিন্তু, সমাজের কাজ করতে চেয়েছি । এখন সেই কাজ করতে একটি মঞ্চ দরকার । তাই রাজনীতিতে পা রাখার সিদ্ধান্ত ৷"

"বাবুনদার হাতে ধরে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে ৷ এবার দিলুদার হাত ধরে পদ্মফুলে মেহতাব ৷" কথাটা বলেই ফোনের ওপারে হাসিতে ফেটে পড়লেন ময়দানের কর্তাটি । নামপ্রকাশে অনিচ্ছুক, তবে ময়দানে হাঁড়ির খবর রাখেন বর্ষীয়ান কর্তাটি । তবে মেহতাব হোসেনের এই পদক্ষেপের কোনও তল খুজে পাচ্ছেন না তিনি । দীর্ঘদিন ধরে মেহতাব ভিকি হোসেনকে চেনেন । বাঙালি মিডফিল্ডারের নির্বিরোধী চরিত্রের কথা জানতেন ।

পদ্মশিবিরে যোগ দিলেন ফুটবলার মেহতাব হোসেন

রাজ্য BJP দপ্তরে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পদ্ম শিবিরের কমলা পতাকা তুলে নেওয়ার পর দ্রুত মঞ্চ ছেড়েছেন । প্রতিক্রিয়া অনেক সাধ্যসাধনার পরে মাত্র দুই লাইনে শেষ । তার এই পদ্ম শিবিরে যোগদানের খবরে বিস্মিত নন রহিম নবি । তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচনে দাঁড়িয়েছিলেন । পরাজিত হলেও রাজনৈতিক জীবনে ইতি টানেননি । বরং নতুন করে রাজনৈতিক জমিতে প্রতিষ্ঠা পাওয়ার লড়াই চালাচ্ছেন । মেহতাব হোসেনের রাজনীতিতে যোগদানের প্রেক্ষিতে নবি বলেন," ব্যক্তিগত সিদ্ধান্ত । তাই মেহেতাবের এই সিদ্ধান্তে আমার বলার কিছু নেই । BJP-তে যোগদান নিয়েও আমি কিছু বলব না । এটুকু বলতে পারি বিপরীত শিবিরে থাকলেও বন্ধুত্বে চিড় ধরবে না । "

ময়দানে রাজনৈতিক রং গাঢ় হচ্ছে । আগে রাজনৈতিক মতাদর্শ খেলোয়াড়দের মধ্যে থাকলেও তা কখনও রাজনৈতিক মঞ্চে আত্মপ্রকাশের মধ্যে দিয়ে সামনে আসেনি । " সবকিছু একইরকম চলবে তার কোনও মানে নেই । আগে হয়নি বলে এখন হবে না তা হয় না । রাজনৈতিক বিশ্বাস নানা মানুষের নানারকম । এটুকু বলতে পারি ব্যক্তিগত সম্পর্কে রাজনৈতিক কোনও প্রভাব পড়বে না ৷ "বলছিলেন ষষ্ঠী দুলে । যিনি নিজেও পদ্মশিবিরে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.