কলকাতা, 20 জুলাই: রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগ রাজ্যজুড়ে কৃষকের থেকে ধান সংগ্রহের পরিমাণ বাড়ানোর সিদ্বান্ত নিয়েছে। ধান কেনায় গতি বাড়াতে বেশ কয়েকটি ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। বর্তমানে রাজ্য সরকার প্রতিটি কৃষকের কাছ থেকে সর্বাধিক 45 কুইন্টাল ধান সংগ্রহ করছে। এবার যা দ্বিগুণ বাড়িয়ে 90 কুইন্টাল করা হয়েছে। সবমিলিয়ে রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগ 60 লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে।
রাজ্য সরকার এখনও পর্যন্ত 50 লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করতে পেরেছে। গত বছরের নভেম্বর থেকে শুরু হওয়া ধান কেনার এই প্রক্রিয়া চলবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত। যদিও চলতি বছরের এপ্রিল থেকে ধান সংগ্রহ প্রক্রিয়া স্লথ হয়ে পড়েছিল। বুধবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রাজ্যের সমস্ত কেন্দ্রীভূত ক্রয় কেন্দ্র নির্ধারিত দিনে খোলা রাখার জন্য নির্দেশ জারি করেছে। রাজ্যজুড়ে প্রত্যন্ত গ্রামে শিবিরের আয়োজন করার পরিকল্পনাও নিয়েছে। আপাতত রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগ বায়োমেট্রিক স্ক্যানিংয়ের মাধ্যমে আধার প্রমাণীকরণের প্রক্রিয়াটিও শিথিল করেছে।
কারণ এই প্রক্রিয়ায় ধান কেনার ক্ষেত্রে অতিরিক্ত সময় লেগে যাচ্ছে। তাই পুনরায় মোবাইল নম্বর রেজিস্ট্রেশনের মাধ্যমে ধান কেনা শুরু হয়েছে। যা খারিফ মরশুমের শুরুতে ব্যবহার করা হয়েছিল ধান সংগ্রহের জন্য। তবে ধান কেনার ক্ষেত্রে কোনওরকম জালিয়াতি যাতে না-হয় সেক্ষেত্রে কঠোর নজরদারি করা হবে বলেও জানানো হয়েছে। যারা প্রকৃত কৃষক, তাঁদের চিহ্নিত করে ধান কেনা হবে। ইতিমধ্যে কৃষকদের তাঁদের ধান বিক্রির জন্য অগ্রিম অনলাইন বুকিং করার সুবিধা জারি করেছে।
স্বনির্ভর গোষ্ঠী, কৃষক উৎপাদনকারী সংস্থাগুলি (এফপিও), প্রাথমিক কৃষি ঋণ সমিতি (পিএসিএস) ইত্যাদি দ্বারা পরিচালিত শিবিরের মাধ্যমে সংগ্রহ করা হবে। নিবন্ধিত কৃষক যে কোনও ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করার জন্য একটি স্লট (তারিখ বুক করুন) নির্ধারণ করতে পারেন। এরজন্য, তিনি খাদ্য বিভাগের পোর্টালে গিয়ে তারিখ, সময় মোবাইল ওটিপির মাধ্যমে বুক করতে পারবেন ৷
আরও পড়ুন: কৃষক বাজারের অবস্থা কী ? জেলাশাসকদের রিপোর্ট পেশের নির্দেশ রাজ্য সরকারের