ETV Bharat / state

World Bank: কেন্দ্রীয় বঞ্চনা থাকলেও এবার পঞ্চায়েত স্তরে উন্নয়নের জন্য মিলতে পারে বিশ্ব ব্যাংকের টাকা

কেন্দ্রীয় বঞ্চনা থাকলেও এ বার পঞ্চায়েত স্তরে উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংকের থেকে টাকা পেতে পারে রাজ্য সরকার ৷ রাজ্যকে 3200 কোটি টাকা ঋণ দেওয়ার জন্য বিশ্ব ব্যাংককে অনুমতি দিয়েছে কেন্দ্র ৷

nabanna
নবান্ন
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 6:43 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: কেন্দ্রীয় বরাদ্দ না মেলায় পঞ্চায়েত স্তরে যখন রাজ্য সরকারের উন্নয়ন কর্মকাণ্ড থমকে যেতে বসেছিল, ঠিক সেই সময় রাজ্যবাসীর জন্য সুখবর । বিশেষ করে গ্রামীণ বাংলা পাবে এর সুফল । নবান্ন সূত্রে খবর, রাজ্যকে পঞ্চায়েত স্তরে উন্নয়ন জারি রাখার জন্য এ বার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক ।

ইতিমধ্যেই এই অর্থের সংস্থানের বিষয়ে একটা নিশ্চয়তা পাওয়া গিয়েছে । বিশ্ব ব্যাংকের রাজ্যকে 3200 কোটি টাকা ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রাথমিক সম্মতি দিয়েছে কেন্দ্রও । রাজ্য পঞ্চায়েত দফতর সূত্রে এই খবর জানা গিয়েছে ।

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, ইনস্টিটিউশনাল স্ট্রেনদেনিং অফ দ্য গ্রাম পঞ্চায়েত তথা আইএসজিপি প্রকল্পে সন্তোষজনক কাজ হয়েছে রাজ্যে । মূলত তা পরিদর্শন করেই এই ঋণ দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে বিশ্ব ব্যাংক । ইতিমধ্যেই বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল রাজ্যে ঘুরে গিয়েছে । এছাড়া আন্তর্জাতিক রেটিং সংস্থার তরফ থেকে রাজ্যের গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন কাজ পর্যালোচনা করে হাই রেটিং দিয়েছে ।

আরও পড়ুন: ক্যাচ মি ইফ ইউ ক্যান ! মমতার মতো মহিলাদের সংরক্ষণ 40% করুন, বিজেপিকে চ্যালেঞ্জ কাকলির

পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে, আইএসজিপি প্রকল্পে কাজের জন্য 400 মিলিয়ন ডলার বাজেট দিয়েছে বিশ্ব ব্যাংক । এর মধ্যে ঋণ হিসেবে 300 মিলিয়ন মার্কিন ডলার পাওয়া যাবে বিশ্ব ব্যাংকের কাছ থেকেই । বাকি 100 মিলিয়ন ডলার খরচ করতে হবে রাজ্যকে । তবে চাইলেই এই অর্থ রাজ্য পেতে পারে না ৷ এর জন্য চাই কেন্দ্রীয় সরকারের অনুমোদন । কেন্দ্রের অধীনস্থ সংস্থা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স অনুমোদন দিলেই এই অর্থ মেলে । জানা যাচ্ছে, এ ক্ষেত্রে তাদেরও প্রাথমিক অনুমোদন পাওয়া গিয়েছে ।

যতদূর জানা গিয়েছে, এই অর্থ দিয়ে পঞ্চায়েতের উন্নয়ন থেকে শুরু করে কর্মীদের প্রশিক্ষণ একাধিক কাজ করা যাবে । 2029 সালের মধ্যে সামগ্রিকভাবে এই অর্থ খরচ করা হবে বলেও জানা যাচ্ছে । একইসঙ্গে রাজ্যের আরেক মন্ত্রী পুলক রায়ও এই অর্থ প্রাপ্তির কথা জানিয়েছেন । এই অর্থে পথশ্রী থেকে রাস্তাশ্রী একাধিক গুরুত্বপূর্ণ কাজও হবে বলে জানা যাচ্ছে ।

কলকাতা, 20 সেপ্টেম্বর: কেন্দ্রীয় বরাদ্দ না মেলায় পঞ্চায়েত স্তরে যখন রাজ্য সরকারের উন্নয়ন কর্মকাণ্ড থমকে যেতে বসেছিল, ঠিক সেই সময় রাজ্যবাসীর জন্য সুখবর । বিশেষ করে গ্রামীণ বাংলা পাবে এর সুফল । নবান্ন সূত্রে খবর, রাজ্যকে পঞ্চায়েত স্তরে উন্নয়ন জারি রাখার জন্য এ বার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক ।

ইতিমধ্যেই এই অর্থের সংস্থানের বিষয়ে একটা নিশ্চয়তা পাওয়া গিয়েছে । বিশ্ব ব্যাংকের রাজ্যকে 3200 কোটি টাকা ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রাথমিক সম্মতি দিয়েছে কেন্দ্রও । রাজ্য পঞ্চায়েত দফতর সূত্রে এই খবর জানা গিয়েছে ।

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, ইনস্টিটিউশনাল স্ট্রেনদেনিং অফ দ্য গ্রাম পঞ্চায়েত তথা আইএসজিপি প্রকল্পে সন্তোষজনক কাজ হয়েছে রাজ্যে । মূলত তা পরিদর্শন করেই এই ঋণ দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে বিশ্ব ব্যাংক । ইতিমধ্যেই বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল রাজ্যে ঘুরে গিয়েছে । এছাড়া আন্তর্জাতিক রেটিং সংস্থার তরফ থেকে রাজ্যের গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন কাজ পর্যালোচনা করে হাই রেটিং দিয়েছে ।

আরও পড়ুন: ক্যাচ মি ইফ ইউ ক্যান ! মমতার মতো মহিলাদের সংরক্ষণ 40% করুন, বিজেপিকে চ্যালেঞ্জ কাকলির

পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে, আইএসজিপি প্রকল্পে কাজের জন্য 400 মিলিয়ন ডলার বাজেট দিয়েছে বিশ্ব ব্যাংক । এর মধ্যে ঋণ হিসেবে 300 মিলিয়ন মার্কিন ডলার পাওয়া যাবে বিশ্ব ব্যাংকের কাছ থেকেই । বাকি 100 মিলিয়ন ডলার খরচ করতে হবে রাজ্যকে । তবে চাইলেই এই অর্থ রাজ্য পেতে পারে না ৷ এর জন্য চাই কেন্দ্রীয় সরকারের অনুমোদন । কেন্দ্রের অধীনস্থ সংস্থা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স অনুমোদন দিলেই এই অর্থ মেলে । জানা যাচ্ছে, এ ক্ষেত্রে তাদেরও প্রাথমিক অনুমোদন পাওয়া গিয়েছে ।

যতদূর জানা গিয়েছে, এই অর্থ দিয়ে পঞ্চায়েতের উন্নয়ন থেকে শুরু করে কর্মীদের প্রশিক্ষণ একাধিক কাজ করা যাবে । 2029 সালের মধ্যে সামগ্রিকভাবে এই অর্থ খরচ করা হবে বলেও জানা যাচ্ছে । একইসঙ্গে রাজ্যের আরেক মন্ত্রী পুলক রায়ও এই অর্থ প্রাপ্তির কথা জানিয়েছেন । এই অর্থে পথশ্রী থেকে রাস্তাশ্রী একাধিক গুরুত্বপূর্ণ কাজও হবে বলে জানা যাচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.