ETV Bharat / state

পৌর সাফাইকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন, দেওয়া হল ফুল-মিষ্টি

27 নম্বর ওয়ার্ডের প্রত্যেক সাফাইকর্মীর হাতে তুলে দেওয়া হল ফুল মিষ্টি । কোরোনা সংক্রমণের বাড়বাড়ন্তের মধ্যেও তাঁরা কাজ করে চলেছেন নিত্যদিন । আমফানের জেরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কারের কাজও করছেন তাঁরা । সেই কারণেই এলাকার প্রত্যেক সাফাইকর্মীকে ধন্যবাদ জ্ঞাপন করেন কাউন্সিলর ।

aa
ধন্যবাদ জ্ঞাপন
author img

By

Published : May 31, 2020, 10:16 PM IST

কলকাতা, 31 মে: বেড়েই চলেছে কোরোনা সংক্রমণ । তবুও সংকটকালীন এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে নিত্যদিন কাজ করে চলেছেন পৌরসভার সাফাইকর্মীরা । এই কাজের জন্য তাঁদেরকে কৃতজ্ঞতা জানাতে ও উৎসাহিত করতে উদ্যোগী হলেন কলকাতার 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাক্ষী গুপ্ত । এলাকার প্রায় 60 জন সাফাইকর্মীর হাতে তুলে দিলেন মিষ্টির প্যাকেট ও গোলাপ ।

এলাকায় জীবাণুনাশক স্প্রে করা থেকে শুরু করে প্রতিদিনের সাফাইয়ের কাজ করে চলেছেন এই সাফাইকর্মীরা । ঘূর্ণিঝড় পরবর্তী সময়েও রাস্তাঘাট পরিষ্কার করতেও যথেষ্ট সাহায্য করছেন তাঁরা । আমফান ঘূর্ণিঝড়ের জেরে কলকাতার একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে রাস্তা আটকে গেছে । দ্রুত সেইসব এলাকা পরিষ্কারের কাজে হাত লাগাচ্ছেন তাঁরা । এইসব কাজের জন্যই আজ তাঁদেরকে সংবর্ধনা দেন 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাক্ষী গুপ্ত । এলাকার প্রত্যেক সাফাইকর্মী দেওয়া হয় ফুল ও মিষ্টির প্যাকেট । কাউন্সিলরের এই পদক্ষেপে খুশি সাফাইকর্মীরাও ।

মীনাক্ষী গুপ্ত জানান, "জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকদিন কাজ করছেন কলকাতা পৌরনিগমের সাফাই কর্মীরা । আমফান ঘূর্ণিঝড়ের জেরে বিপর্যস্ত এলাকাও পরিষ্কারেরও কাজ করছেন তাঁরা । এই কাজ তাঁরা করছেন বলেই এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রয়েছে । এইসব কাজের জন্য়ই আজ তাঁদেরকে ফুল-মিষ্টি উপহার দিয়ে ধন্যবাদ জানানো হল ।"

কলকাতা, 31 মে: বেড়েই চলেছে কোরোনা সংক্রমণ । তবুও সংকটকালীন এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে নিত্যদিন কাজ করে চলেছেন পৌরসভার সাফাইকর্মীরা । এই কাজের জন্য তাঁদেরকে কৃতজ্ঞতা জানাতে ও উৎসাহিত করতে উদ্যোগী হলেন কলকাতার 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাক্ষী গুপ্ত । এলাকার প্রায় 60 জন সাফাইকর্মীর হাতে তুলে দিলেন মিষ্টির প্যাকেট ও গোলাপ ।

এলাকায় জীবাণুনাশক স্প্রে করা থেকে শুরু করে প্রতিদিনের সাফাইয়ের কাজ করে চলেছেন এই সাফাইকর্মীরা । ঘূর্ণিঝড় পরবর্তী সময়েও রাস্তাঘাট পরিষ্কার করতেও যথেষ্ট সাহায্য করছেন তাঁরা । আমফান ঘূর্ণিঝড়ের জেরে কলকাতার একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে রাস্তা আটকে গেছে । দ্রুত সেইসব এলাকা পরিষ্কারের কাজে হাত লাগাচ্ছেন তাঁরা । এইসব কাজের জন্যই আজ তাঁদেরকে সংবর্ধনা দেন 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাক্ষী গুপ্ত । এলাকার প্রত্যেক সাফাইকর্মী দেওয়া হয় ফুল ও মিষ্টির প্যাকেট । কাউন্সিলরের এই পদক্ষেপে খুশি সাফাইকর্মীরাও ।

মীনাক্ষী গুপ্ত জানান, "জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকদিন কাজ করছেন কলকাতা পৌরনিগমের সাফাই কর্মীরা । আমফান ঘূর্ণিঝড়ের জেরে বিপর্যস্ত এলাকাও পরিষ্কারেরও কাজ করছেন তাঁরা । এই কাজ তাঁরা করছেন বলেই এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রয়েছে । এইসব কাজের জন্য়ই আজ তাঁদেরকে ফুল-মিষ্টি উপহার দিয়ে ধন্যবাদ জানানো হল ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.