কলকাতা, 28 জুন: জলমগ্ন উত্তরবঙ্গ ৷ সেই যে মৌসুমী বায়ুর হাত ধরে উত্তরে বর্ষা প্রবেশ করেছে তার এখন ফিরে যাওয়ার কোনও লক্ষ্মণ নেই ৷ আর সে কারণে পাহাড় এখন জলে ভাসছে ৷ খারাপ আবহাওয়ার কারণে বাগডোগরা বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে ৷ সমস্ত বিমান ঘুরিয়ে দেওয়া হচ্ছে কলকাতা বিমানবন্দরে (Flight from Bagdogra Being Diverted to Kolkata Due to Bad Condition Weather) ৷
দৃশ্যমানতা কমে যাওয়ার ফলে বিমান চালক কিছুই দেখতে পাচ্ছেন না ৷ ফলে বিমান চালাতে গিয়ে অসুবিধার মুখে পড়ছেন বিমানচালকরা ৷ সে কারণে মঙ্গলবার দুপুর বারোটার পর থেকে যে সমস্ত বিমান বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেছে সেই বিমানগুলিকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে ৷ তারমধ্যে 11টি বিমানকে কলকাতা বিমানবন্দরে সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : রাতভর বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ঢুকছে নদীর জল, জলমগ্ন জলপাইগুড়ি
তারমধ্যে কলকাতা থেকে যাওয়া কিছু বিমানও রয়েছে যেমন স্পাইসজেটের বিমান কলকাতা থেকে বাগডোগরা উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই বিমান ফিরে এসেছে কলকাতায় ৷ সেখানে নামতে না-পারার কারণে। কলকাতা বিমানবন্দরের বিমান ফিরিয়ে দেওয়ার ফলে বর্তমানে যাত্রীরা অপেক্ষা করছেন ৷ তাঁরাও পড়েছেন সমস্যার মুখে ৷