ETV Bharat / state

ঘন কুয়াশার জেরে পিছল বিমানের সময়,সমস্যায় যাত্রীরা - কুয়াশার কারণে পিছল বিমানের সময়

বিমান ওঠানামা করতে সর্বনিম্ন 450 মিটার দৃশ্যমানতা প্রয়োজন হয় । কিন্তু আজ ভোর পাঁচটা থেকে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল বিমানবন্দর । আলো জ্বালিয়েও ঠিকমত ল্যান্ডিং ট্র্যাক দেখা যাচ্ছিল না । ফলে তখন থেকেই বিমান ওঠা-নামায় সমস্যা দেখা দেয় । 6টা থেকে 7টা পর্যন্ত বিমান ওঠানামা প্রায় করেনি বললেই চলে । দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে প্রায় 20টি বিমানের ওঠানামার সময় পিছিয়ে দেওয়া হয় ।

image
কলকাতা বিমানবন্দর
author img

By

Published : Dec 22, 2019, 7:26 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর : কুয়াশার জেরে দমদম বিমানবন্দরে প্রায় 20 টি বিমানের সময় পিছল । আজ সকাল 6 টা থেকে ৭ টা র মধ্যে দৃশ্যমানতা সবথেকে কম ছিল । এই সময় বিমান ওঠানামায় সবথেকে বেশি সমস্যা তৈরি হয় । দৃশ্যমানতা নেমে প্রায় 50 মিটারে । ফলে পিছিয়ে দেওয়া হয় বিমানের সময় ।

রবিবারের সকাল । বিমানবন্দরে অপেক্ষা করছেন বহু যাত্রী । কিন্তু বিমানের দেখা নেয় । এরপর হঠাৎই ঘোষণা করা হয় বিমানের সময় পিছনো হচ্ছে । কারণ ঘন কুয়াশা । তবে কোনও বিমান বাতিল করা হবে না । এরপরেই সমস্যায় পড়েন যাত্রীরা ।

বিমান ওঠানামা করতে সর্বনিম্ন 450 মিটার দৃশ্যমানতা প্রয়োজন হয় । কিন্তু আজ ভোর পাঁচটা থেকে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল বিমানবন্দর । আলো জ্বালিয়েও ঠিকমত ল্যান্ডিং ট্র্যাক দেখা যাচ্ছিল না । ফলে তখন থেকেই বিমান ওঠা-নামায় সমস্যা দেখা দেয় । 6টা থেকে 7টা পর্যন্ত বিমান ওঠানামা প্রায় করেনি বললেই চলে । দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে প্রায় 20টি বিমানের ওঠানামার সময় পিছিয়ে দেওয়া হয় । সকাল 8টা নাগাদ বিমান পরিষেবা শুরু হলেও ফ্লাইট ডিলে হওয়ার জেরে সমস্যায় যাত্রীদের ।

কলকাতা, 22 ডিসেম্বর : কুয়াশার জেরে দমদম বিমানবন্দরে প্রায় 20 টি বিমানের সময় পিছল । আজ সকাল 6 টা থেকে ৭ টা র মধ্যে দৃশ্যমানতা সবথেকে কম ছিল । এই সময় বিমান ওঠানামায় সবথেকে বেশি সমস্যা তৈরি হয় । দৃশ্যমানতা নেমে প্রায় 50 মিটারে । ফলে পিছিয়ে দেওয়া হয় বিমানের সময় ।

রবিবারের সকাল । বিমানবন্দরে অপেক্ষা করছেন বহু যাত্রী । কিন্তু বিমানের দেখা নেয় । এরপর হঠাৎই ঘোষণা করা হয় বিমানের সময় পিছনো হচ্ছে । কারণ ঘন কুয়াশা । তবে কোনও বিমান বাতিল করা হবে না । এরপরেই সমস্যায় পড়েন যাত্রীরা ।

বিমান ওঠানামা করতে সর্বনিম্ন 450 মিটার দৃশ্যমানতা প্রয়োজন হয় । কিন্তু আজ ভোর পাঁচটা থেকে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল বিমানবন্দর । আলো জ্বালিয়েও ঠিকমত ল্যান্ডিং ট্র্যাক দেখা যাচ্ছিল না । ফলে তখন থেকেই বিমান ওঠা-নামায় সমস্যা দেখা দেয় । 6টা থেকে 7টা পর্যন্ত বিমান ওঠানামা প্রায় করেনি বললেই চলে । দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে প্রায় 20টি বিমানের ওঠানামার সময় পিছিয়ে দেওয়া হয় । সকাল 8টা নাগাদ বিমান পরিষেবা শুরু হলেও ফ্লাইট ডিলে হওয়ার জেরে সমস্যায় যাত্রীদের ।

Intro:

কুয়াশার জেরে দমদম বিমানবন্দরে রবিবার সকালে প্রায় ২০টি দেশীয় ও আন্তর্জাতিক বিমান দেরীতে ওঠানামা করল। এদিন সকাল ৬টা থেকে ৭টার মধ্যে দৃশ্যমানতা ছিল সবথেকে কম। এই সময় সবথেকে বেশি বিমান ওঠানামায় সমস্যা তৈরি হয়। দৃশ্যমানতা নেমে যায় ৫০ মিটারে।

Body:তবে কুয়াশার জন্য এদিন কোনো বিমান বাতিল করতে হয়নি। বিমান ওঠানামা করতে সর্বনিম্ন ৪৫০ মিটার দৃশ্যমানতা প্রয়োজন হয়। কিন্তু ভোর পাঁচটা থেকে এদিন ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল গোটা বিমানবন্দর। একদিকে মেঘ ও ঘন কুয়াশা অন্যদিকে সূর্যের না ওঠার ফলে আলো জালিয়েও ঠিকমত দেখা যাচ্ছিল না ল্যান্ডিং ট্র্যাক। যার জেরে ভোর পাঁচটা থেকেই বিমান টেকঅফ ও ল্যান্ডিং করতে সমস্যা দেখা দেয়। ছটা থেকে সাতটা পর্যন্ত বিমান ওঠানামা প্রায় করেনি বললেই চলে। দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে প্রায় তিন ২০টি বিমানের ওঠানামার সময় পিছিয়ে দেওয়া হয়। সকাল ৮টা নাগাদ বিমান পরিষেবা শুরু হলেও ফ্লাইট ডিলে হওয়ার জেরে সমস্যা পোহাতে হয় যাত্রীদের। এদিন সকালবেলার দিকে প্রত্যেকটি বিমানের যাত্রীদের প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত বিমান গুলিতে ওঠানামা করেছে।

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.