কলকাতা, 22 ডিসেম্বর : কুয়াশার জেরে দমদম বিমানবন্দরে প্রায় 20 টি বিমানের সময় পিছল । আজ সকাল 6 টা থেকে ৭ টা র মধ্যে দৃশ্যমানতা সবথেকে কম ছিল । এই সময় বিমান ওঠানামায় সবথেকে বেশি সমস্যা তৈরি হয় । দৃশ্যমানতা নেমে প্রায় 50 মিটারে । ফলে পিছিয়ে দেওয়া হয় বিমানের সময় ।
রবিবারের সকাল । বিমানবন্দরে অপেক্ষা করছেন বহু যাত্রী । কিন্তু বিমানের দেখা নেয় । এরপর হঠাৎই ঘোষণা করা হয় বিমানের সময় পিছনো হচ্ছে । কারণ ঘন কুয়াশা । তবে কোনও বিমান বাতিল করা হবে না । এরপরেই সমস্যায় পড়েন যাত্রীরা ।
বিমান ওঠানামা করতে সর্বনিম্ন 450 মিটার দৃশ্যমানতা প্রয়োজন হয় । কিন্তু আজ ভোর পাঁচটা থেকে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল বিমানবন্দর । আলো জ্বালিয়েও ঠিকমত ল্যান্ডিং ট্র্যাক দেখা যাচ্ছিল না । ফলে তখন থেকেই বিমান ওঠা-নামায় সমস্যা দেখা দেয় । 6টা থেকে 7টা পর্যন্ত বিমান ওঠানামা প্রায় করেনি বললেই চলে । দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে প্রায় 20টি বিমানের ওঠানামার সময় পিছিয়ে দেওয়া হয় । সকাল 8টা নাগাদ বিমান পরিষেবা শুরু হলেও ফ্লাইট ডিলে হওয়ার জেরে সমস্যায় যাত্রীদের ।