কলকাতা, 12 অগাস্ট : ফের মেট্রো স্টেশনে আগুনের ফুলকি । আজ সকাল সাড়ে 11টা নাগাদ যতীন দাস মেট্রো স্টেশনের ইলেকট্রিক পয়েন্ট থেকে আগুনের ফুলকি বের হতে দেখা যায় ।
আজ ইদ উপলক্ষে স্কুল, অফিস সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটি । ফলে মেট্রোতে ভিড় অনেকটাই কম । প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঘটনার সময় ওই পিলারের নিচে কেউ ছিলেন না ৷ ভিড় থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারত ।
ঘটনার পর ধোঁয়া আর পোড়া গন্ধে চারপাশ ভরে যায় । খবর পেয়ে ঘটনাস্থানে যান মেট্রোকর্মীরা । তারা বিদ্যুৎ বন্ধ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন । তবে, এবিষয়ে মেট্রো কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।