ETV Bharat / state

যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে আগুনের ফুলকি, আতঙ্ক - flames

ফের মেট্রো স্টেশনে আগুনের ফুলকি । আজ সকাল সাড়ে 11টা নাগাদ যতীন দাস মেট্রো স্টেশনের ইলেকট্রিক পয়েন্ট থেকে আগুনের ফুলকি বের হতে দেখা যায় ।

যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে আগুনের ফুলকি,
author img

By

Published : Aug 12, 2019, 1:16 PM IST

কলকাতা, 12 অগাস্ট : ফের মেট্রো স্টেশনে আগুনের ফুলকি । আজ সকাল সাড়ে 11টা নাগাদ যতীন দাস মেট্রো স্টেশনের ইলেকট্রিক পয়েন্ট থেকে আগুনের ফুলকি বের হতে দেখা যায় ।

আজ ইদ উপলক্ষে স্কুল, অফিস সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটি । ফলে মেট্রোতে ভিড় অনেকটাই কম । প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঘটনার সময় ওই পিলারের নিচে কেউ ছিলেন না ৷ ভিড় থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারত ।

ঘটনার পর ধোঁয়া আর পোড়া গন্ধে চারপাশ ভরে যায় । খবর পেয়ে ঘটনাস্থানে যান মেট্রোকর্মীরা । তারা বিদ্যুৎ বন্ধ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন । তবে, এবিষয়ে মেট্রো কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

কলকাতা, 12 অগাস্ট : ফের মেট্রো স্টেশনে আগুনের ফুলকি । আজ সকাল সাড়ে 11টা নাগাদ যতীন দাস মেট্রো স্টেশনের ইলেকট্রিক পয়েন্ট থেকে আগুনের ফুলকি বের হতে দেখা যায় ।

আজ ইদ উপলক্ষে স্কুল, অফিস সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটি । ফলে মেট্রোতে ভিড় অনেকটাই কম । প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঘটনার সময় ওই পিলারের নিচে কেউ ছিলেন না ৷ ভিড় থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারত ।

ঘটনার পর ধোঁয়া আর পোড়া গন্ধে চারপাশ ভরে যায় । খবর পেয়ে ঘটনাস্থানে যান মেট্রোকর্মীরা । তারা বিদ্যুৎ বন্ধ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন । তবে, এবিষয়ে মেট্রো কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Intro:কলকাতা, ১২ অগাস্ট: ফের মেট্রো স্টেশনে আগুনের ফুলকি। তবে এবার রেকে নয়। স্টেশনের ইলেকট্রিক পয়েন্টে। সকাল ১১:২৫ নাগাদ ঘটে ঘটনা। মূহুর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এমনটাই। তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন মেট্রোকর্মীরা। তারাই পাওয়ার বন্ধ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।Body:এমনিতে আজ ঈদ-উদ-জ্জোহা উপলক্ষে অফিস কাছারি ছুটি রয়েছে। ফলে মেট্রোতেও ভিড় অনেকটাই কম। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আওয়াজ করে আগুন ধরার সময় ভাগ্যিস ওই পিলারের নিচে কেউ দাঁড়িয়ে ছিলেন না! ভীড় থাকলে ঘটতে পারত বড় ঘটনা। ঘটনার পরেই ধোঁয়া আর পোড়া গন্ধে ভরে যায় চারপাশ। ছুটে আসেন মেট্রো কর্মীরা। ঘটনায় মেট্রো কর্তৃপক্ষের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.