কলকাতা, 6 এপ্রিল : কোরোনা আক্রান্ত নয় মাস ও ছয় বছর বয়সি দুই মেয়ের সঙ্গে আজ হাসপাতাল থেকে ছুটি পেলেন যুবতি ৷ 27 বছর বয়সি এই যুবতিও কোরোনা আক্রান্ত ছিলেন ৷
বেলেঘাটার হাসপাতাল থেকে আজ চার জন কোরোনা আক্রান্তকে ছুটি দেওয়া হয় । তাঁরা সুস্থ হয়ে গিয়েছেন । এই চারজনের মধ্যে রয়েছেন নয় মাস এবং ছয় বছর বয়সি এই দুই শিশুকন্যা, তাদের মা 27 বছর বয়সি এই যুবতি । বাকি আর একজন 58 বছরের এক ব্যক্তি । তিনি মিশর থেকে ফিরেছিলেন । আজ সল্টলেকে অবস্থিত বেসরকারি একটি হাসপাতাল থেকে কোরোনায় আক্রান্ত 51 বছর বয়সি এক ব্যক্তিকে ছুটি দেওয়া হয়েছে । সল্টলেকের বাসিন্দা এই ব্যক্তি এখন সুস্থ ।
27 মার্চ সন্ধ্যার পর এরাজ্যে পাঁচ কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল ৷ এই পাঁচজনের মধ্যে ছিল নয় মাসের এক শিশুকন্যা, ছয় বছরের এক শিশুকন্যা, 11 বছরের এক বালক, 27 বছরের এক যুবতি এবং 45 বছরের এক মহিলা । এই পাঁচজন দিল্লির এক কোরোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন । দিল্লির ওই আক্রান্ত 16 মার্চ লন্ডন থেকে ফিরেছিলেন বলে জানিয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর । নদিয়ার তেহট্ট সাব ডিভিশন হাসপাতালে এই পাঁচজন ভরতি ছিলেন। 28 মার্চ এই পাঁচজনকে নিয়ে আসা হয় কলকাতায় বেলেঘাটার ID&BG হাসপাতালে । নয় মাস এবং ছয় বছর বয়সি এই দুই শিশুকন্যার মা 27 বছর বয়সি এই যুবতি । আর, 11 বছর বয়সি এই বালকের মা 47 বছর বয়সি এই মহিলা ।
বেলেঘাটার হাসপাতাল সূত্রে খবর, 11 বছর বয়সি এই বালকের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও নেগেটিভ আসেনি । তবে, তার মা 47 বছর বয়সি এই মহিলার নমুনা পরীক্ষার রিপোর্টে নেগেটিভ এসেছে । এই মহিলা এখন সুস্থ । কিন্তু তাঁর ছেলে যেহেতু সুস্থ হয়নি, তাই তাঁকে এখনও হাসপাতালে রাখা হয়েছে । দিন দুয়েক পর 11 বছরের এই বালকের আবার নমুনা পরীক্ষা করা হবে ।