কলকাতা, 1 জুলাই : রাজ্যে ক্রমশ বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ আর তাতে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে কলকাতা ৷ আজ নতুন করে কলকাতায় আক্রান্ত হয়েছে 238 জন ৷ মোট আক্রান্ত 6 হাজার 222 ৷ অন্যদিকে আজ কোরোনায় জলপাইগুড়িতে প্রথম মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ৷
রাজ্যে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 19 হাজার 170 ৷ আজ নতুন করে সংক্রমিত হয়েছেন 611 জন ৷ সক্রিয় সংক্রমণের সংখ্যা 5 হাজার 959 জন ৷ কোরোনায় এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে 683 জনের ৷ আজ নতুন করে 15 জনের মৃত্যু হয়েছে ৷
মৃত 683 জন কোরোনা রোগীর মধ্যে 521 জন অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন ৷ আর বাকি 162 জন সরাসরি কোরোনায় মারা গেছেন ৷ মহিলাদের মধ্যে মৃতের হার 3.66 শতাংশ ৷ পুরুষদের মধ্যে মৃতের হার 3.52 শতাংশ ৷
কোরোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা রাজ্যে বাড়ছে ঠিকই ৷ পাশাপাশি সুস্থও হচ্ছে মানুষ ৷ রাজ্যে সুস্থতার হার 65.35 শতাংশ ৷ এখনও পর্যন্ত 12 হাজার 528 জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়েছেন ৷ আজ নতুন করে সুস্থ হয়েছেন 398 জন ৷
এখনও পর্যন্ত রাজ্যে 4 লাখ 97 হাজার 596 জন মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ আজ 9 হাজার 558 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ প্রতি মিলিয়নে 5 হাজার 529 জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে ৷ যত সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়েছে এখনও পর্যন্ত তার মধ্যে 3.85 শতাংশ নমুনার রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে ৷