কলকাতা, 23 ফেব্রুয়ারি: ঘুরিয়ে প্রশ্ন এলেও মোটামুটি ভালোই হয়েছে প্রশ্নপত্র ৷ মাধ্যমিকে (Madhyamik 1st Day) প্রথম পরীক্ষা দিয়ে বেরিয়ে এ কথাই জানাল পরীক্ষার্থীরা । শান্তিপূর্ণভাবে মিটেছে প্রথম দিনের পরীক্ষা (Madhyamik Starts)। এ দিন বেশকিছু স্কুলে পরিদর্শনে যান স্বয়ং পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার হলগুলি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল ৷
ভালো হয়েছে প্রশ্ন: প্রথম দিনে বাংলা পরীক্ষা (Madhyamik Exam 2023) দিয়ে স্বস্তির হাসি দেখা গেল পরীক্ষার্থীদের মুখে । বেশিরভাগই বলছে প্রশ্নপত্র খুবই সহজ হয়েছে । কেউ আবার জানিয়েছে একটু ঘুরিয়ে করা হয়েছে প্রশ্ন । তবে রচনার ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি বলেই জানিয়েছে পরীক্ষার্থীরা । কোনও পরীক্ষার্থীর মতে আবার বই যদি খুঁটিয়ে পড়া যায়, তাহলেই সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে । ফলে এ দিন পরীক্ষা শেষে অভিভাবকদের মুখেও দেখা গিয়েছে চওড়া হাসি ৷
পরিদর্শনে পর্ষদ সভাপতি: অন্যদিকে, আজ পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় নিজে বিধাননগরের আচার্য প্রফুল্লচন্দ্র স্কুলে গিয়ে পরিদর্শন করে আসেন । কন্ট্রোল রুমের মাধ্যমে সর্বক্ষণ নজরদারি চালানো হয় । পরীক্ষা মিটে যাওয়ার পর সাংবাদিক বৈঠক করেন পর্ষদ সভাপতি ।
যা বললেন রামানুজ গঙ্গোপাধ্যায়: তিনি জানান, "কোনও অসুবিধা হয়নি । সকল পরীক্ষার্থী ঠিকভাবে পরীক্ষা দিতে পেরেছে । এখনও পর্যন্ত যে রিপোর্ট এসেছে, তার ভিত্তিতে চারজন পরীক্ষা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েছিল বলে খবর মিলেছে । তবে তারা পরীক্ষা দিতে পেরেছে, একটু সময় নিয়ে । আমাদের যে অ্যাপ ছিল সেই অ্যাপও খুব ভালো ভাবে কাজ করেছে ।"
আরও পড়ুন: আগামী বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে 10 লক্ষ হবে: ব্রাত্য
রুট নিয়ে বিতর্কে জল ঢালেন পর্ষদ সভাপতি: অন্যদিকে, পরীক্ষা শুরু হওয়ার বেশ কিছুক্ষণ আগেই প্রশ্নপত্র যে পথ দিয়ে যাওয়ার কথা বলা হচ্ছিল, সেই রুট লিক হয়ে যাওয়ার কথা উঠে আসে । তবে এই বিতর্কে ইতি টানেন স্বয়ং পর্ষদ সভাপতি । তিনি বলেন, "এই রুটটা আমাদের হাতে প্রায় তিন সপ্তাহ আগেই চলে এসেছিল এবং তার পরেই আমরা এই রুট বদল করে দিই । ফলে কোনও অসুবিধা হয়নি ।"
'হাইকোর্টে তলবের খবর অপপ্রচার': মাধ্যমিকের মাঝেই এক দিকে যখন পর্ষদ সভাপতি ব্যস্ত মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে, তখনই হাইকোর্ট তাঁকে তলব করে বলে খবর রটে । সে বিষয়ে রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, "এ রকম কোনও রুলিং আসেনি । মহামান্য আদালত আমায় কোন নির্দেশও দেননি যাওয়ার জন্য এবং আজ আমার যাওয়ার খুব একটা অবকাশও ছিল না । এটা একদমই অপপ্রচার আর সোশ্যাল মিডিয়ায় যেটা ঘুরছে সেটা কুৎসা ।"