কলকাতা, 28 ডিসেম্বর : কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে 39তম মেয়র হিসাবে মঙ্গলবার শপথ গ্রহণ করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim takes oath as KMC mayor) । তাঁর পাশাপাশি এদিন ডেপুটি মেয়র পদে শপথ নেন অতীন ঘোষ ও বাকি মেয়র পারিষদ সদস্যরা ।
শপথ গ্রহণের পর ফিরহাদ হাকিম বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রত্যাশা নিয়ে আমাদের মনোনীত করেছেন । তাই আমাদের একটাই শপথ, মানুষের সেবা করতে হবে । কলকাতাকে বিশ্বের সেরা শহরে পরিণত করতে হবে । মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাশা পূরণ করতে হবে । যাতে এই বোর্ড দেখিয়ে কলকাতার মানুষ বলেন, এটাই সর্বকালের সেরা পৌর বোর্ড । মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব ।"
শপথ শেষে মেয়র পারিষদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম আগামী পাঁচ বছর পৌরবোর্ডের দৃষ্টিভঙ্গি কী হবে সেই বিষয়ে জানান ৷
আরও পড়ুন : Exclusive Interview of Firhad Hakim : তৃণমূল ক্ষমতায় এলে ফের মেয়র ? ইটিভি ভারতে অকপট ফিরহাদ
তাঁর কথায় :
1. নতুন বিজ্ঞাপনী নিয়ম চালু করা হবে ৷ এই বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করা হচ্ছে ৷ শহরের যত্রতত্র হোর্ডিং ঝোলানো যাবে না ৷ দৃশ্য দূষণ যাতে না হয় সেদিকে খেয়াল থাকবে ।
2. পার্কিং নিয়ে দুর্নীতি রুখতে অ্যাপের মাধ্যমে পরিষেবা দেওয়া হবে ৷ তাতে কোথায় আইনত পার্কিং করা যাবে তা জানা যাবে । রেট চার্টও দেওয়া থাকবে ।
3. কলকাতার অন্যতম সমস্যা বিপজ্জনক বাড়ি ৷ নতুন আইন করে ভাড়াটিয়া ও মালিকদের কথা মাথায় রেখে বিপজ্জনক বাড়ি নিয়ে আইন করা হবে । চিহ্নিত করে ভেঙে ফেলা হবে বিপজ্জনক বাড়িগুলি ।
4. মহানগরের সাংস্কৃতিক ঐতিহ্য আরও বৃদ্ধি করা হবে ৷ হেরিটেজ রক্ষার পাশাপাশি তা সংস্কার করা হবে । বস্তি রেখেই হবে বস্তি উন্নয়ন । ঠিকা টেনেন্সি আইন ইতিমধ্যে পরিবর্তন করা হয়েছে ৷ ভাড়াটিয়াদের বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ঘর দেওয়া হবে ৷
আরও পড়ুন : Firhad Hakim on KMC Election 2021 Result : দল যা সিদ্ধান্ত নেবে তাই মাথা পেতে নেব, মেয়র পদ নিয়ে ফিরহাদ
5. রাস্তার সংস্কার হবে ৷ মেকানিক্যাল মাস্টিক দিয়ে তৈরি হবে রাস্তা তৈরির কাঁচামাল । রাস্তার নীচ দিয়ে একাধিক তার-পাইপ যাওয়ার জন্য একাধিক সমস্যা দেখা দিচ্ছে ৷ তা সমাধানে বিশেষজ্ঞদের মত নেওয়া হবে ৷ কেবিল তার মুক্ত করা হবে শহরকে ৷ আইন করে বাধ্যতামূলকভাবে টানেলের মাধ্যমে তার নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে ৷
6. মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো প্রতি ছ’মাস অন্তর রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে ৷
7. শো ইওর মেয়র নামক একটা হোয়াটস অ্যাপ নম্বর চালু করা হবে । যেখানে নাগরিকরা নিজেদের এলাকার সমস্যার কথা জানিয়ে ছবি পাঠাবেন । আমরা তা সমাধান করে আবার তাদের সমাধান হওয়ার পর কী অবস্থা সেই ছবি পাঠাবো ।
এছাড়াও হকারদের জন্যও বিভিন্ন পরিকল্পনা থাকছে বলে জানান ফিরহাদ হাকিম । তবে কেন্দ্রীয় আইন অনুসারে কবে টাউন ভেন্ডিং কমিটি গঠন হবে তার উত্তরে তিনি বলেন, "এটা আমি নয়, রাজ্য সরকার জানে ।"
আরও পড়ুন : KMC Election 2021 Results : নাতনিকে কাঁধে নিয়ে নাচলেন ফিরহাদ, ভিডিয়ো পোস্ট কন্যার