কলকাতা, 21 নভেম্বর: "আমাদের পুলিশ ও পৌর ইঞ্জিনিয়াররা হাঁ-করে দাঁড়িয়ে থাকে তাই এই অবস্থা ৷" কলকাতায় গঙ্গার তীরের বেহাল দশা নিয়ে বিস্ফোরক মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷
নবান্নে সোমবার একটি রিভিউ বৈঠকে গঙ্গার পাড়ের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সকলের সামনেই কার্যত ধমকের সুরে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে তিনি বলেন, "প্রিন্সেপঘাট, ওখানে পৌষমেলা হয় ৷ এখনই পরিষ্কার, পরিচ্ছন্ন করতে হবে ৷ ববি গঙ্গার ঘাটটা খারাপ হয়ে গিয়েছে । ওখানে কেন মেন্টাইনেন্স হচ্ছে না ? আমার খুব খারাপ লাগে মন্ত্রী, সেক্রেটারি চেঞ্জ হয়, সরকার চেঞ্জ হয় । কিন্তু পলিসি তো বদল হয় না । কেন নজরদারি থাকবে না ? আমি চাই গঙ্গা আরতির একটা জায়গা হোক । "
আরও পড়ুন: যোগীরাজ্যের মতোই কলকাতায় গঙ্গারতি দেখতে চান মমতা
সবার সামনে মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে নবান্ন থেকে ফেরার পথে প্রিন্সেপ ঘাট হয়ে জাজেস ঘাট পর্যন্ত পরিদর্শন করেন ফিরহাদ (Firhad Hakim visits Princep Ghat) । সেখানে গিয়ে তিনি দেখেন যত্রতত্র ময়লা পড়ে । হকার বসে । গঙ্গার পাড় ভাঙা । পড়ে রয়েছে ঠাকুরের কাঠামো । সেখান থেকে ফিরে গিয়ে কলকাতা পৌরনিগমের ভবনে বিভিন্ন বিভাগের ডিজিদের নিয়ে বৈঠক করেন ফিরহাদ । ডেকে পাঠানো হয় ইঞ্জিনিয়রদের ৷
বৈঠক শেষে মেয়র বলেন, "বন্দরকে বারবার বলেও কাজ হচ্ছে না । এরপর আমাদেরই করতে হবে । গঙ্গাপাড় সংস্কার করতে গিয়ে পোর্ট অসহযোগিতা করলে বন্দর জেলে পাঠালেও যাব ।" এই বিষয়ে এদিন বন্দর কর্তৃপক্ষ থেকে পৌর আধিকারিক সকলের উদ্দেশেই একযোগে তোপ দাগেন মেয়র ৷ তিনি জানান, পুলিশ এবং পৌর আধিকারিকদের একাংশ হাঁ-করে থাকেন কাজ করার বদলে ।