ETV Bharat / state

Firhad Hakim Directed : প্রতিটি বাস ডিপোতে রাখতে হবে 'কমপ্লেন বুক' এবং বাসে লাগাতে ভাড়ার তালিকা - Firhad Hakim says every single bus must have a fair chart

প্রতিটি বাস ডিপোতে রাখতে হবে কমপ্লেন বুক এবং বাসে টাঙাতে হবে ভাড়ার তালিকা । নির্দেশ পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের (Transport Minister Firhad Hakim) ।

Kolkata Bus transport
প্রতিটি বাস ডিপোতে রাখতে হবে 'কমপ্লেন বুক'
author img

By

Published : Feb 24, 2022, 2:33 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি : করোনাকালে যাত্রী পরিষেবা দিতে লকডাউনে বেশ কিছু বেসরকারি বাস পথে নেমেছিল । বাসের ভাড়া হয়েছে বেলাগাম । এই ভাড়া নিয়ে কন্ডাক্টার ও যাত্রীদের মধ্য়ে বচসা লেগেই থাকত । অভিযোগ, সরকার বর্ধিত ভাড়ার থেকে বেশি ভাড়া নিচ্ছে বাসগুলি । সমস্যা সমাধানে পরিবহন বাঁচাও কমিটির সঙ্গে বৈঠক করলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম । তারপরেই জারি হল বাসের মধ্যে 'ফেয়ার চার্ট' টাঙানোর নির্দেশিকা (Transport Minister Firhad Hakim instructs bus owner)।

আরও পড়ুন: ভাড়া বৃদ্ধি নিয়ে নতুন কমিটির উপর আস্থা নেই বাস মালিকদের একাংশের

প্রসঙ্গত, ফেয়ার চার্ট ছাড়াই বর্ধিত ভাড়া নেওয়ার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল আদালতে (Keep Complain Book In Bus Dipo) । এমনকী এই নিয়ে বাস কন্ডাক্টার ও যাত্রীদের মধ্যে প্রায় বচসা লেগেই থাকত । যাত্রী সুবিধার্থে বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠক করলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম । এই বৈঠকেই মন্ত্রী জানান, যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না । পরিবহণ দফতর সূত্রে খবর, বাস মালিক সংগঠনগুলিকে অবিলম্বে প্রতিটি বাসে ফেয়ার চার্ট টাঙাতে নির্দেশ দিয়েছেন পরিবহণমন্ত্রী । পাশাপাশি প্রত্যেকটি বাস ডিপোতে কমপ্লেন বুক রাখাতে হবে বলে উল্লেখ করেন মন্ত্রী । মন্ত্রী আরও জানান, এই বিষয়ে যে নির্দিষ্ট আইন আছে সেই আইন মেনে চলতে হবে । ঠিক যেমনটা কলকাতা উচ্চ আদালত চাইছেন ।

বাসের ভাড়া নিয়ে কড়া পদক্ষেপের কথা জানালেন ফিরহাদ হাকিম

এই বৈঠকে বাস মালিক সংগঠনগুলিও 'পরিবহণ বাঁচাও কমিটি'র পক্ষ থেকে মন্ত্রীর কাছে ট্যাক্স, সিএফ ও পুলিশি অত্যাচারের কথা তুলে ধরেছে । এমনটাই জানিয়েছেন পরিবহণ বাঁচাও সংগঠনের পক্ষ থেকে তপন বন্দ্যোপাধ্যায় ।

কলকাতা, 24 ফেব্রুয়ারি : করোনাকালে যাত্রী পরিষেবা দিতে লকডাউনে বেশ কিছু বেসরকারি বাস পথে নেমেছিল । বাসের ভাড়া হয়েছে বেলাগাম । এই ভাড়া নিয়ে কন্ডাক্টার ও যাত্রীদের মধ্য়ে বচসা লেগেই থাকত । অভিযোগ, সরকার বর্ধিত ভাড়ার থেকে বেশি ভাড়া নিচ্ছে বাসগুলি । সমস্যা সমাধানে পরিবহন বাঁচাও কমিটির সঙ্গে বৈঠক করলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম । তারপরেই জারি হল বাসের মধ্যে 'ফেয়ার চার্ট' টাঙানোর নির্দেশিকা (Transport Minister Firhad Hakim instructs bus owner)।

আরও পড়ুন: ভাড়া বৃদ্ধি নিয়ে নতুন কমিটির উপর আস্থা নেই বাস মালিকদের একাংশের

প্রসঙ্গত, ফেয়ার চার্ট ছাড়াই বর্ধিত ভাড়া নেওয়ার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল আদালতে (Keep Complain Book In Bus Dipo) । এমনকী এই নিয়ে বাস কন্ডাক্টার ও যাত্রীদের মধ্যে প্রায় বচসা লেগেই থাকত । যাত্রী সুবিধার্থে বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠক করলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম । এই বৈঠকেই মন্ত্রী জানান, যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না । পরিবহণ দফতর সূত্রে খবর, বাস মালিক সংগঠনগুলিকে অবিলম্বে প্রতিটি বাসে ফেয়ার চার্ট টাঙাতে নির্দেশ দিয়েছেন পরিবহণমন্ত্রী । পাশাপাশি প্রত্যেকটি বাস ডিপোতে কমপ্লেন বুক রাখাতে হবে বলে উল্লেখ করেন মন্ত্রী । মন্ত্রী আরও জানান, এই বিষয়ে যে নির্দিষ্ট আইন আছে সেই আইন মেনে চলতে হবে । ঠিক যেমনটা কলকাতা উচ্চ আদালত চাইছেন ।

বাসের ভাড়া নিয়ে কড়া পদক্ষেপের কথা জানালেন ফিরহাদ হাকিম

এই বৈঠকে বাস মালিক সংগঠনগুলিও 'পরিবহণ বাঁচাও কমিটি'র পক্ষ থেকে মন্ত্রীর কাছে ট্যাক্স, সিএফ ও পুলিশি অত্যাচারের কথা তুলে ধরেছে । এমনটাই জানিয়েছেন পরিবহণ বাঁচাও সংগঠনের পক্ষ থেকে তপন বন্দ্যোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.