ETV Bharat / state

Firhad on Jagannath Temple: কয়েকমাসের মধ্যেই খুলবে দিঘার জগন্নাথ মন্দিরের দরজা, বিধানসভায় জানালেন ফিরহাদ - মন্ত্রী ফিরহাদ হাকিম

Firhad Hakim on Digha Jagannath Temple: পুরীর আদলে দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার ৷ সেই মন্দির খুলে যেতে চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে ৷ বৃহস্পতিবার বিধানসভায় এই কথা জানিয়েছেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

Firhad on Jagannath Temple
Firhad on Jagannath Temple
author img

By

Published : Aug 3, 2023, 5:18 PM IST

কলকাতা, 3 অগস্ট: 2024-এর লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের বড় অস্ত্র হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দির । রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বৃহস্পতিবার বিধানসভায় যা বলেছেন, তা থেকে এমনটাই মনে করা হচ্ছে ৷ কারণ, তিনি জানিয়েছেন যে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে এই গুরুত্বপূর্ণ মন্দির নির্মাণের কাজ শেষ হতে চলেছে ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর প্রশ্ন তোলেন, ‘‘দিঘায় জগন্নাথের মন্দির তৈরি করতে কত খরচ করা হচ্ছে ? কবেই বা সেই মন্দিরের উদ্বোধন হবে ?’’

এই প্রশ্নের উত্তরে পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘দিঘার জগন্নাথ মন্দির তৈরিতে 143 কোটি টাকা খরচ হচ্ছে । সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতেই এই মন্দির সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে ।’’

উল্লেখ্য, দিঘায় জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে রাজ্য সরকারের ডিভোশনাল সার্কিট ট্যুরিজমের ভাবনা রয়েছে দীর্ঘদিন ধরে । যেভাবে শ্রীক্ষেত্র পুরীকে কেন্দ্র করে সার্কিট ট্যুরিজম ব্যাপক জনপ্রিয় হয়েছে, রাজ্য সরকার চায় একইভাবে দিঘাতেও তেমনটাই হোক । ইতিমধ্যেই সেই লক্ষ্যে 120 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার । সেই মতো নিউ দিঘা স্টেশনের কাছে ভগীব্রহ্মপুর মৌজার উপর তৈরি করা হচ্ছে এই মন্দিরটি ।

রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলেপাথর তৈরি হচ্ছে এই মন্দির । বাইরে থেকে দেখতে পুরীর জগন্নাথ মন্দিরের মতোই হবে ৷ এর উচ্চতাও পুরীর মন্দিরের মতো 65 মিটার হতে চলেছে । এই মন্দির রূপায়ণের দায়িত্বে রয়েছে হিডকো বা হাউসিং ডেভেলপমেন্ট কর্পোরেশন । এ দিন ফিরহাদ হাকিমের বক্তব্য থেকে স্পষ্ট যে আগের থেকে এই মন্দির নির্মাণের জন্য বরাদ্দের পরিমাণ বাড়িয়েছে সরকার ।

আরও পড়ুন: দিঘায় 100 কোটির জগন্নাথ মন্দির, তেইশেই শেষ হবে নির্মাণকাজ

লোকসভা নির্বাচনের আগেই অযোধ্যায় খুলে যেতে পারে রাম মন্দির ৷ সম্ভবত আগামী বছরের শুরুতেই মন্দিরে রামলালার মূর্তি স্থাপন করা হবে ৷ ফলে ভোটের আগে বিজেপি এই মন্দির তৈরির সাফল্যের লাভ ঘরে তুলতে চাইবে ৷ সেই প্রচারকে পালটা জবাব দেওয়ার সুযোগ থাকবে তৃণমূলের কাছেও যদি তারা ভোটের আগেই দিঘার জগন্নাথ মন্দিরের দরজা দর্শনার্থীদের জন্য খুলে দিতে পারে ৷

কলকাতা, 3 অগস্ট: 2024-এর লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের বড় অস্ত্র হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দির । রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বৃহস্পতিবার বিধানসভায় যা বলেছেন, তা থেকে এমনটাই মনে করা হচ্ছে ৷ কারণ, তিনি জানিয়েছেন যে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে এই গুরুত্বপূর্ণ মন্দির নির্মাণের কাজ শেষ হতে চলেছে ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর প্রশ্ন তোলেন, ‘‘দিঘায় জগন্নাথের মন্দির তৈরি করতে কত খরচ করা হচ্ছে ? কবেই বা সেই মন্দিরের উদ্বোধন হবে ?’’

এই প্রশ্নের উত্তরে পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘দিঘার জগন্নাথ মন্দির তৈরিতে 143 কোটি টাকা খরচ হচ্ছে । সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতেই এই মন্দির সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে ।’’

উল্লেখ্য, দিঘায় জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে রাজ্য সরকারের ডিভোশনাল সার্কিট ট্যুরিজমের ভাবনা রয়েছে দীর্ঘদিন ধরে । যেভাবে শ্রীক্ষেত্র পুরীকে কেন্দ্র করে সার্কিট ট্যুরিজম ব্যাপক জনপ্রিয় হয়েছে, রাজ্য সরকার চায় একইভাবে দিঘাতেও তেমনটাই হোক । ইতিমধ্যেই সেই লক্ষ্যে 120 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার । সেই মতো নিউ দিঘা স্টেশনের কাছে ভগীব্রহ্মপুর মৌজার উপর তৈরি করা হচ্ছে এই মন্দিরটি ।

রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলেপাথর তৈরি হচ্ছে এই মন্দির । বাইরে থেকে দেখতে পুরীর জগন্নাথ মন্দিরের মতোই হবে ৷ এর উচ্চতাও পুরীর মন্দিরের মতো 65 মিটার হতে চলেছে । এই মন্দির রূপায়ণের দায়িত্বে রয়েছে হিডকো বা হাউসিং ডেভেলপমেন্ট কর্পোরেশন । এ দিন ফিরহাদ হাকিমের বক্তব্য থেকে স্পষ্ট যে আগের থেকে এই মন্দির নির্মাণের জন্য বরাদ্দের পরিমাণ বাড়িয়েছে সরকার ।

আরও পড়ুন: দিঘায় 100 কোটির জগন্নাথ মন্দির, তেইশেই শেষ হবে নির্মাণকাজ

লোকসভা নির্বাচনের আগেই অযোধ্যায় খুলে যেতে পারে রাম মন্দির ৷ সম্ভবত আগামী বছরের শুরুতেই মন্দিরে রামলালার মূর্তি স্থাপন করা হবে ৷ ফলে ভোটের আগে বিজেপি এই মন্দির তৈরির সাফল্যের লাভ ঘরে তুলতে চাইবে ৷ সেই প্রচারকে পালটা জবাব দেওয়ার সুযোগ থাকবে তৃণমূলের কাছেও যদি তারা ভোটের আগেই দিঘার জগন্নাথ মন্দিরের দরজা দর্শনার্থীদের জন্য খুলে দিতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.