কলকাতা, 8 অক্টোবর: সকাল থেকে টানা প্রায় 10 ঘণ্টা সিবিআই তল্লাশির শেষে সাংবাদিক বৈঠকে ক্ষোভপ্রকাশ করলেন রাজ্যের পৌরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । "কেন বারবার হেনস্থা ? আমি কি চোর ?" সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তুললেন ফিরহাদ । বিজেপিকে বর্বর বলেও আক্রমণ করলেন তিনি । স্পষ্ট জানালেন, নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে আমার কোনওরকমের সম্পর্ক নেই ।
রবিবার সিবিআই তল্লাশি শেষে আবারও কলকাতার মেয়রের চোখে জল । এর আগে নারদাকাণ্ডে গ্রেফতার হওয়ার পর কলকাতার নাগরিকদের স্বার্থে কাজ করতে দিল না বলে কান্নায় ভেঙে পড়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । আজ কেন্দ্রীয়বাহিনী বাড়ি ঘিরে সিবিআই তল্লাশি চালাল দীর্ঘ প্রায় 10 ঘণ্টা । বারবার তিনি দাবি করেছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জেরা করা আসলে রাজনৈতিক উদ্দেশ্যে । সামাজিক সম্মান নষ্ট করতে । আজ তল্লাশি শেষে আর নিজেকে সংযত রাখতে পারলেন না মেয়র ফিরহাদ হাকিম ।
ক্যামেরার সামনেই চোখের জল মুছতে মুছতে ক্ষোভে ফেটে পড়লেন তিনি । বললেন, "কেন বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে হেনস্থা করা হচ্ছে ? বাংলার রাজনীতিতে দীর্ঘসময় হল আমার । আমি প্রশ্ন করতে চাই আমি কি চোর ? সুজনবাবু, দিলীপবাবু, বিকাশরঞ্জন ভট্টাচার্য ব্যক্তিগতভাবে বলুন আমি চোর ? বিজেপি একটা বর্বরের দল । ওরা সামনে দাঁড়িয়ে রাজনীতি করতে পারছে না তাই আমার গোটা পরিবারকে হেনস্থা করছে । আমি বিজেপির খাতায় নাম লেখাব না বলেই বারবার আমাকে ও আমার পরিবারকে হেনস্থা করা হচ্ছে ৷ কখনও গ্রেফতার তো কখনও দিনভর আটকে বাড়ি তল্লাশি ৷ আজ ভাইয়ের শ্রাদ্ধে যেতে দিল না ৷ কী অপরাধ করেছি আমি ? সমাজসেবা করেছি বলে আমার অপরাধ ? আইন অনুসারে মন্ত্রীর সঙ্গে নিয়োগের কী সম্পর্ক আছে ? প্রসিডিওর বা আইন কোনওটাতেই নেই, কীসের জেরা এটা ? যারা চাকরি দিয়ে টাকা নেয় তারা কীট । এর থেকে নিজের মায়ের মাংস খাওয়া ভালো । আমি বামফ্রন্ট আমলেও রাজনীতি করেছি, কেস খেয়েছি, কিন্তু দুর্নীতির অভিযোগ করতে পারেননি । আজ বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন করা উচিত, যে কী পেলেন দীর্ঘসময় তল্লাশির পর ।" পরবর্তী সময় তিনি জানান, দলিল-সোনার গয়না ও পরিচয়পত্রের তালিকা সব তালিকা নিয়ে গিয়েছে তদন্তকারীরা ।
আরও পড়ুন : 'দুর্নীতি প্রমাণ হলে গঙ্গায় ঝাঁপ দেব', সিবিআই যেতেই চ্যালেঞ্জ ছুঁড়লেন মদন